IND vs AUS, 1st ODI Highlights: দুরন্ত রাহুল-জাডেজা জুটিতে ভর করে জয় ভারতের

| Edited By: | Updated on: Mar 17, 2023 | 9:15 PM

India vs Australia, 1st ODI: শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচের লাইভ আপডেটের জন্য চোখ রাখুন এই পেজে।

IND vs AUS, 1st ODI Highlights: দুরন্ত রাহুল-জাডেজা জুটিতে ভর করে জয় ভারতের
Image Credit source: গ্রাফিক্স: টিভি৯ বাংলা

মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই ৫ উইকেটে জিতল ভারত। বর্ডার-গাভাসকর ট্রফির পর ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia) ওডিআই সিরিজে মুখোমুখি হয়েছে। ব্যক্তিগত কারণে প্রথম ওডিআই ম্যাচে খেলেননি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।  তাঁর অনুপস্থিতিতে মেন ইন ব্লু-র নেতৃত্বে ছিলেন হার্দিক পান্ডিয়া। তিনি অতীতে টি-২০ সিরিজে নেতৃত্ব দিয়েছেন। জাতীয় দলের হয়ে ওডিআই ম্যাচে নেতৃত্বে আজ অভিষেক তারকা অলরাউন্ডারের। আর তাতেই বাজিমাত। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাটিং করে ৩৫.৪ ওভার অবধি ১৮৮ রান তুলে অল আউট হয় অস্ট্রেলিয়া। ভারতের সামনে টার্গেট ছিল ১৮৯ রানের। পুরো ৫০ ওভার ব্যাট করেনি দুই দলই। ৩৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তুলে নেয় ভারত। ফলে তিন ম্যাচের ওডিআই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মেন ইন ব্লু।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 17 Mar 2023 09:03 PM (IST)

    এক ঝলকে ভারতের ইনিংস

    • টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
    • প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া।
    • পুরো ৫০ ওভার খেলতে পারেনি স্টিভ স্মিথের দল।
    • ৩৫.৪ ওভার অবধি ১৮৮ রান তুলে অল আউট হয়ে যায় অজিরা।
    • ভারতের টার্গেট ছিল ১৮৯।
    • ৩৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে ভারত।
    • ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন লোকেশ রাহুল (৭৫*)।
    • টিন ইন্ডিয়ার হয়ে দ্বিতীয় সর্বাধিক রান করেছেন রবীন্দ্র জাডেজা (৪৫*)।
  • 17 Mar 2023 08:40 PM (IST)

    ৫ উইকেটে জয় ভারতের

    ৩৯.৫ ওভারে অস্ট্রেলিয়ার দেওয়া ১৮৮ রানের টার্গেট পূর্ণ করে ফেলে ভারত।

  • 17 Mar 2023 08:38 PM (IST)

    রাহুল-জাডেজা জুটির ১০০ রানের পার্টনারশিপ

    ৩৯.১ ওভারে রাহুল-জাডেজা জুটির ১০০ রানের পার্টনারশিপ পূর্ণ হল।

  • 17 Mar 2023 08:30 PM (IST)

    ভারতের জিততে চাই আর ১৩ রান

    ৩৮ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৭৬। ভারতের ইনিংসের এখনও ১২ ওভার বাকি। আর জয়ের জন্য প্রয়োজন ১৩ রান।

  • 17 Mar 2023 08:11 PM (IST)

    লোকেশ রাহুলের হাফসেঞ্চুরি

    ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন লোকেশ রাহুল। ৭৩ বলে হাফসেঞ্চুরি করলেন রাহুল।

  • 17 Mar 2023 07:58 PM (IST)

    রাহুল-জাডেজার ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ

    ৩২তম ওভারের শেষ বলে রাহুল-জাডেজার ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ হল।

  • 17 Mar 2023 07:54 PM (IST)

    ৩১ ওভারে ভারত ১২৪/৫

    • ভারতের ইনিংসের ৩১ ওভারের খেলা শেষ
    • টিম ইন্ডিয়াকে বাকি থাকা ১৯ ওভারে তুলতে হবে ৬৫ রান
  • 17 Mar 2023 07:20 PM (IST)

    ভারতের দলগত শতরান পূর্ণ

    ২৪.৩ ওভারে ভারতের দলগত শতরান পূর্ণ। ক্রিজে কেএল রাহুল ও রবীন্দ্র জাডেজা।

  • 17 Mar 2023 07:02 PM (IST)

    ২০ ওভারে ভারত ৮৩/৫

    • ভারতের ইনিংসের ২০ ওভারের খেলা শেষ
    • প্রথম ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৮৩ রান
    • অজিদের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ জিততে হলে ভারতকে বাকি থাকা ৩০ ওভারে তুলতে হবে ১০৬ রান।
  • 17 Mar 2023 06:58 PM (IST)

    হার্দিকের উইকেট হারাল ভারত

    ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার উইকেট তুলে নিলেন মার্কাস স্টইনিস। ২৫ রান করে মাঠ ছাড়লেন হার্দিক।

  • 17 Mar 2023 06:24 PM (IST)

    ভারতের দলগত ৫০ রান পূর্ণ

    ১২.৪ ওভারে ক্যামেরন গ্রিনকে চার মেরে দলগত ৫০ রান পূর্ণ করল টিম ইন্ডিয়া।

  • 17 Mar 2023 06:11 PM (IST)

    গিলের উইকেট হারাল ভারত

    শুভমন গিলের উইকেট তুলে নিলেন মিচেল স্টার্ক। চতুর্থ উইকেট হারাল ভারত। ৩১ বলে ২০ রান করে মাঠ ছাড়লেন গিল।

  • 17 Mar 2023 06:08 PM (IST)

    ১০ ওভারে ভারত ৩৯/৩

    • ভারতের ইনিংসের প্রথম ১০ ওভারের খেলা শেষ
    • শুরুর ১০ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছে ভারত
    • ক্রিজে শুভমন গিল ও লোকেশ রাহুল
    • ম্যাচ জিতে ওডিআই সিরিজে এগিয়ে যেতে হলে বাকি থাকা ৪০ ওভারে ভারতকে তুলতে হবে ১৫০ রান।
  • 17 Mar 2023 05:55 PM (IST)

    হঠাৎ করেই রাহুলের কাঁধে চোট

    ৭ ওভার শেষ হওয়ার পর হঠাৎ করেই দেখা যায় কেএল রাহুল কাঁধে চোট পেয়েছেন। তাঁকে দেখার জন্য মাঠে আসেন ভারতীয় দলের ফিজিয়ো।

  • 17 Mar 2023 05:42 PM (IST)

    সূর্য ফিরলেন ড্রেসিংরুমে

    সূর্যকুমার যাদব এলেন আর গেলেন। বিরাট কোহলির উইকেট তুলে নেওয়ার পরের বলেই মিচেল স্টার্ক ফেরালেন সূর্যকুমার যাদবকে। শূন্যে মাঠ ছাড়লেন সূর্য। তৃতীয় উইকেট হারাল ভারত।

  • 17 Mar 2023 05:39 PM (IST)

    বিরাট আউট

    বিরাট কোহলির উইকেট তুলে নিলেন মিচেল স্টার্ক। ৪ রান করে মাঠ ছাড়লেন কোহলি। ৫ ওভারের মধ্যে জোড়া উইকেট হারিয়ে ফেলল ভারত।

  • 17 Mar 2023 05:30 PM (IST)

    ৩ ওভারে ভারত ১০/১

    ভারতের ইনিংসের প্রথম ৩ ওভারের খেলা শেষ। শুরুর ৩ ওভারের মধ্য ঈশান কিষাণের উইকেট হারিয়ে ভারত তুলেছে ১০ রানে। ক্রিজে বিরাট কোহলি ও শুভমন গিল।

  • 17 Mar 2023 05:25 PM (IST)

    ঈশানের উইকেট হারাল ভারত

    মার্কাস স্টইনিসের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন ভারতীয় ওপেনার ঈশান কিষাণ। অন ফিল্ড আম্পায়ার আউট দিয়েছিলেন। ডিআরএস নেন ঈশান। কিন্তু তাতে রেড সিগন্যাল গ্রিন হল না। মাত্র ৩ রান করে মাঠ ছাড়তে হল ঈশান কিষাণকে।

  • 17 Mar 2023 05:15 PM (IST)

    রান তাড়া করতে নামল ভারত

    টার্গেট ১৮৯। রান তাড়া করতে নামল ভারত। টিম ইন্ডিয়ার হয়ে ওপেনিংয়ে নামলেন শুভমন গিল ও ঈশান কিষাণ।

  • 17 Mar 2023 04:37 PM (IST)

    এক নজরে অস্ট্রেলিয়ার ইনিংস

    • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
    • নির্ধারিত ৫০ ওভার অবধি খেলতে পারেনি অস্ট্রেলিয়া।
    • ৩৫.৪ ওভার অবধি ১৮৮ রান তুলে অল আউট হয়ে যায় অজিরা।
    • ভারতের টার্গেট ১৮৯।
    • অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক রান করেছেন মিচেল মার্শ (৮১)।
    • ভারতের হয়ে সবথেকে বেশি ৩টি করে উইকেট নিয়েছেন মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ।
  • 17 Mar 2023 04:31 PM (IST)

    জাম্পার শেষ উইকেট হারাল অজিরা

    অ্যাডাম জাম্পার শেষ উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। ১৮৮ রানে থামল অস্ট্রেলিয়া।

  • 17 Mar 2023 04:28 PM (IST)

    ৩৫ ওভারে অস্ট্রেলিয়া ১৮৮/৯

    • এখনও অজিদের ইনিংসের ১৫ ওভারের খেলা বাকি
    • ৩৫ ওভার শেষে অজিরা ৯ উইকেট হারিয়ে তুলেছে ১৮৮ রান
    • ভারতের আর ১টি উইকেট প্রয়োজন
  • 17 Mar 2023 04:22 PM (IST)

    শনকে ফেরালেন সিরাজ

    কোনও রান না করেই মাঠ ছাড়তে হল শন অ্যাবটকে। মহম্মদ সিরাজের বলে দারুণ ক্যাচ নিলেন শুভমন গিল। যে কারণে শূন্য রানে ফিরলেন অ্যাবট। এক আগে দু’টি ক্যাচ মিস করেছিলেন গিল। এ বার পর পর দু’টি ক্যাচ নিয়ে সেই খামতি কিছুটা হলেও ঢাকলেন গিল।

  • 17 Mar 2023 04:15 PM (IST)

    ম্যাক্সির উইকেট তুলে নিলেন জাডেজা

    রবীন্দ্র জাডেজার বোলিংয়ে শট মিড উইকেটে ক্যাচ অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। ৮ রান করে মাঠ ছাড়লেন গ্লেন ম্যাক্সওয়েল।

  • 17 Mar 2023 04:11 PM (IST)

    সামির ঝুলিতে স্টইনিসের উইকেট

    একবার তিনি মার্কাস স্টইনিসের ক্যাচ মিস করেছিলেন। দ্বিতীয়বার আর তা হতে দিলেন না। ৩১.৩ ওভারে মহম্মদ সামির বলে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন স্টইনিস। ৮ বলে ৫ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 17 Mar 2023 04:03 PM (IST)

    ৩০ ওভারে অস্ট্রেলিয়া ১৭৪/৬

    • অস্ট্রেলিয়ার ইনিংসের ৩০ ওভারের খেলা শেষ
    • ৩০ ওভারের মধ্যে ৬ উইকেট হারিয়ে অজিরা তুলেছে ১৭৪ রান
    • ক্রিজে মার্কাস স্টইনিস ও গ্লেন ম্যাক্সওয়েল
  • 17 Mar 2023 04:02 PM (IST)

    ক্যাচ মিস

    ক্যাচ মিস করলেন শুভমন গিল। তিনি ক্যাচ মিস না করলে ২৯.৪ ওভারে মার্কাস স্টইনিসের উইকেট পেয়ে যেতেন সামি।

  • 17 Mar 2023 03:59 PM (IST)

    ক্যামেরন গ্রিন আউট

    ১৯ বলে ১২ রান করে মাঠ ছাড়লেন ক্যামেরন গ্রিন। মহম্মদ সামি ফেরালেন গ্রিনকে। ছয় নম্বর উইকেট হারাল অস্ট্রেলিয়া।

  • 17 Mar 2023 03:47 PM (IST)

    ইংলিসের স্টাম্প ছিটকে দিলেন সামি

    ২৭ বলে ২৬ রান করে মহম্মদ সামির শিকার হলেন জশ ইংলিস। পঞ্চম উইকেট হারিয়ে ফেলল অস্ট্রেলিয়া।

  • 17 Mar 2023 03:32 PM (IST)

    ২৫ ওভারে অস্ট্রেলিয়া ১৫১/৪

    • ভারতের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে অজিদের ইনিংসের ২৫ ওভারের খেলা শেষ
    • অস্ট্রেলিয়ার আর ২৫ ওভারের খেলা বাকি
    • শুরুর ২৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছে ক্যাঙ্গারুরা
  • 17 Mar 2023 03:23 PM (IST)

    লাবুশেনকে ফেরালেন কুলদীপ

    ২২ বলে ১৫ রান করে মাঠ ছাড়লেন মার্নাস লাবুশেন। কুলদীপ যাদবের বলে কাট শট খেলতে যান লাবুশেন। দারুণ ক্যাচ নিলেন রবীন্দ্র জাডেজা।

  • 17 Mar 2023 03:13 PM (IST)

    ২০ ওভারে অস্ট্রেলিয়া ১২৯/৩

    • অস্ট্রেলিয়ার ২০ ওভারের খেলা শেষ
    • শুরুর ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে অজিরা তুলেছে ১২৯ রান
    • মিচেল মার্শ ফিরতে মাঠে এসেছেন জশ ইংলিস
  • 17 Mar 2023 03:11 PM (IST)

    মার্শকে ফেরালেন জাডেজা

    দুরন্ত ছন্দে থাকা মিচেল মার্শের উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাডেজা। ৬৫ বলে ৮১ রান করে মাঠ ছাড়লেন মার্শ।

  • 17 Mar 2023 02:58 PM (IST)

    মার্শের হাফসেঞ্চুরি

    প্রথম বার ওপেন করতে নেমে হাফসেঞ্চুরি পূর্ণ মিচেল মার্শের। ৫১ বলে হাফসেঞ্চুরি করলেন মার্শ। ১৬.৩ ওভারে কুলদীপ যাদবের বলে চার মেরে অর্ধশতরান করলেন মার্শ।

  • 17 Mar 2023 02:52 PM (IST)

    ১৫ ওভারে অস্ট্রেলিয়া ৯১/২

    • অজিদের ইনিংসের ১৫ ওভারের খেলা শেষ
    • শুরুর ১৫ ওভারের মধ্যে ওপেনার ট্রাভিস হেড এবং অধিনায়ক স্টিভ স্মিথের উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া
    • ক্রিজে রয়েছেন মিচেল মার্শ ও মার্নাস লাবুশেন
  • 17 Mar 2023 02:39 PM (IST)

    অধিনায়ককে ফেরালেন অপর অধিনায়ক

    অজি অধিনায়ক স্টিভ স্মিথের উইকেট তুলে নিলেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৩০ বলে ২২ রান করে মাঠ ছাড়লেন অজি ক্যাপ্টেন।

  • 17 Mar 2023 02:24 PM (IST)

    ১০ ওভারে অস্ট্রেলিয়া ৫৯/১

    • অস্ট্রেলিয়ার ইনিংসের প্রথম ১০ ওভারের খেলা শেষ
    • ১০ ওভার শেষে অজিরা ১ উইকেট হারিয়ে তুলেছে ৫৯ রান
    • মিচেল মার্শ ব্যাটিং করছেন ৩১* রানে
    • স্টিভ স্মিথ রয়েছেন ১৬* রানে
  • 17 Mar 2023 02:21 PM (IST)

    মার্শ-স্মিথের পার্টনারশিপ জমাট হচ্ছে

    শুরুতেই ওপেনার ট্রাভিস হেডের উইকেট হারানোর পর মিচেল মার্শ ও স্টিভ স্মিথ জুটি বেঁধে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দ্বিতীয় উইকেটে মার্শ-স্মিথ জুটির ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ। ৯.৩ ওভারে শার্দূল ঠাকুরকে ছক্কা হাঁকালেন মার্শ।

  • 17 Mar 2023 02:01 PM (IST)

    ৫ ওভারে ২৯ রান

    ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২৯/১। মিচেল মার্শ, স্টিভ স্মিথ দু’জনই বড় শট হাঁকাচ্ছেন।

  • 17 Mar 2023 01:43 PM (IST)

    অস্ট্রেলিয়ার উইকেট পতন

    প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। মহম্মদ সিরাজ ফেরালেন ট্রাভিস হেডকে। ১০ বলে ৫ রান। ২ ওভারে অস্ট্রেলিয়া ৫/১। ক্রিজে ক্যাপ্টেন স্টিভ স্মিথ।

  • 17 Mar 2023 01:33 PM (IST)

    শুরু হল ম্যাচ

    অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের সূচনায় মিচেল মার্শ এবং ট্রাভিস হেড। বল হাতে মহম্মদ সামি।

  • 17 Mar 2023 01:12 PM (IST)

    অস্ট্রেলিয়ার একাদশ

    অস্ট্রেলিয়ার একাদশে নেই ডেভিড ওয়ার্নার।

    অস্ট্রেলিয়ার একাদশ: ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ লাবুশেন, জশ ইংলিশ, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, শন অ্যাবট, মিচেল স্টার্ক এবং অ্যাডাম জাম্পা

  • 17 Mar 2023 01:09 PM (IST)

    ভারতের একাদশ

    পাঁচ বোলার নিয়ে নামছে ভারত। স্পিন বিভাগে কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাডেজা। পেস বিভাগে মহম্মদ সামি, মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুর।

    ভারতের একাদশ: শুভমন গিল, ইশান কিষাণ (উইকেটকিপার), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি।

  • 17 Mar 2023 01:02 PM (IST)

    টস আপডেট

    টস জিতল ভারত। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। পরের দিকে শিশির ফ্যাক্টর হতে পারে। পাশাপাশি রান তাড়ায় নিজেদের পরীক্ষা করে নেওয়ার সুযোগ।

  • 17 Mar 2023 12:51 PM (IST)

    রেকর্ডের সামনে কোহলি

    প্রথম ওডিআই ম্যাচে অজি কিংবদন্তি রিকি পন্টিংয়ের এক বিশেষ রেকর্ড ভেঙে দিতে পারেন কোহলি।

    পড়ুন বিস্তারিত: অজি কিংবদন্তি পন্টিংয়ের রেকর্ড ভাঙার সামনে কিং কোহলি

  • 17 Mar 2023 12:48 PM (IST)

    ওপেনিং জুটি

    রোহিতের পরিবর্তে শুভমন গিলের সঙ্গে ওপেনিংয়ে কে? জবাব দিলেন স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া।

    পড়ুন বিস্তারিত: রাহুল নাকি ঈশান, আজ শুভমনের সঙ্গে ওপেনিংয়ে কে? জল্পনার অবসান হার্দিকের

  • 17 Mar 2023 12:45 PM (IST)

    নজরে হার্দিক

    ২০২০ সালে শেষবার ভারত-অস্ট্রেলিয়া ওডিআই ম্যাচ খেলা হয়েছিল। ক্যানবেরার সেই ম্যাচ ১৩ রানে জিতেছিল ভারত। হার্দিক পান্ডিয়া সেদিন ৯২ রানের ইনিংস খেলেছিলেন। আজও তার পুনরাবৃত্তি করতে পারবেন পান্ডিয়া? আগামীদিনে জাতীয় দলের নেতা হওয়ার জন্য কতটা প্রস্তুত হার্দিক, সেটাও প্রমাণ হয়ে যাবে আজকের ম্যাচে।

  • 17 Mar 2023 12:41 PM (IST)

    হেড টু হেড

    ১৪৩ বার ওডিআই ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। হেড টু হেডে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা এগিয়ে রয়েছে ৮০-৬৩ ব্য়বধানে।

  • 17 Mar 2023 12:33 PM (IST)

    বিশ্বকাপের মহড়া

    ওডিআই বিশ্বকাপ শুরু হতে হাতে মাত্র সাতমাস। ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজকে তারই মহড়া বলে ধরা হচ্ছে।

Published On - Mar 17,2023 12:30 PM

Follow Us: