Shubman Gill: তিন অঙ্কে তিনে ভরসা হয়ে উঠছেন শুভমন গিল!

India vs Bangladesh 1st Test: যে কোনও পরিস্থিতির জন্যই তৈরি থাকতে হবে। টেস্টে ভারতীয় দলে এই পজিশনে একটা সময় ভরসা দিয়ে এসেছেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়। হয়ে উঠেছিলেন দ্য ওয়াল। তাঁর পর এই পজিশনে সবচেয়ে নির্ভরযোগ্য হয়ে উঠেছিলেন চেতেশ্বর পূজারা। শুভমন গিলও কি ভরসা হয়ে উঠছেন?

Shubman Gill: তিন অঙ্কে তিনে ভরসা হয়ে উঠছেন শুভমন গিল!
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Sep 21, 2024 | 6:14 PM

যে কোনও ফরম্যাটেই ব্যাটিং অর্ডারে অন্যতম গুরুত্বপূর্ণ তিন নম্বর। টেস্ট ক্রিকেটে আরও অনেক বেশি। কখনও ওপেনারের ভূমিকাও পালন করতে হতে পারে, আবার কখনও লোয়ার অর্ডার ব্যাটারেরও। ইনিংসের প্রথম বলেই উইকেট পড়লে তিনে যে নামছেন, তাঁকে নতুন বলই সামলাতে হবে। ওপেনিং জুটি শক্তিশালী হলে পুরনো বল সামলাতে হতে পারে, আবার দ্বিতীয় নতুন বলও। যে কোনও পরিস্থিতির জন্যই তৈরি থাকতে হবে। টেস্টে ভারতীয় দলে এই পজিশনে একটা সময় ভরসা দিয়ে এসেছেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়। হয়ে উঠেছিলেন দ্য ওয়াল। তাঁর পর এই পজিশনে সবচেয়ে নির্ভরযোগ্য হয়ে উঠেছিলেন চেতেশ্বর পূজারা। শুভমন গিলও কি ভরসা হয়ে উঠছেন?

শ্রীলঙ্কায় ওয়ান ডে সিরিজ ভালো কাটেনি শুভমন গিলের। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসেও লেগ সাইডের ডেলিভারিতে আউট হয়েছিলেন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। যশস্বী জয়সওয়ালের টেস্ট অভিষেকের ম্যাচ থেকে তিন নম্বরে ব্যাটিং শুরু করেছিলেন শুভমন। এই পজিশনে তিন নম্বর সেঞ্চুরি করলেন চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে। প্রশ্ন উঠতেই পারে, তা হলে এতদিন কেন তাঁকে নিয়ে নেতিবাচক আলোচনা হচ্ছিল? তার কারণ, বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও ধারাবাহিকতা দেখাতে পারছিলেন না শুভমন।

ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজেও সেঞ্চুরি করেছিলেন। কিন্তু মাঝে এমন অনেক ম্যাচই ছিল যেখানে শুরুটা ভালো করলেও বড় ইনিংসে পরিণত করতে পারেননি। তিনে যে ভরসাটা প্রয়োজন, সেই পরিণত ব্যাটিং দেখা যায়নি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ধরমশালা টেস্টের প্রথম ইনিংস এবং বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি যেন সেই ভরসাটা তৈরি করছে।

প্রতি ম্যাচেই সেঞ্চুরির ইনিংস আসবে তা নয়। ম্যাচে কতটা ইমপ্যাক্ট রাখতে পারছেন, সেটাই আসল বিষয়। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে তাঁর আউটের ধরন নিয়ে প্রশ্ন উঠেছিল। দ্বিতীয় ইনিংসে ১১৯ রানের অপরাজিত পারফরম্যান্স নতুন করে আত্মবিশ্বাস জোগাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টও। এই তিন অঙ্কের রান যেন বুঝিয়ে দিচ্ছে, তিন নম্বরের জন্য প্রস্তুত শুভমন। পরীক্ষা যদিও শেষ হচ্ছে না। বরং অস্ট্রেলিয়ার মাটিতে এই পজিশনে কেমন ব্যাটিং করেন তার উপরই যেন নির্ভর করবে ‘সার্টিফিকেট’!