Indian Cricket: ব্যাক-আপ নয়, সরাসরি টেস্ট স্কোয়াডে; অভিষেক পারফেক্ট টেন-এর নায়কের!
India vs England 4th Test: সরাসরি টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন। ইতিমধ্যেই ম্যাঞ্চেস্টারে দলের সঙ্গে যোগও দিয়েছেন হরিয়ানার এই পেসার। টিমের সঙ্গে অনুশীলনও করবেন। ম্যাঞ্চেস্টারেই কি অভিষেক হতে পারে অংশুলের?

প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, শুধুমাত্র ব্যাক-আপ হিসেবে দলে ঢুকবেন। যদিও নীতীশ কুমার রেড্ডির চোট এবং সিরিজ থেকেই ছিটকে যাওয়া, ভারতীয় শিবিরে বড় ধাক্কা। তার উপর ম্যাঞ্চেস্টারে পাওয়া যাবে না অর্শদীপ সিংকেও। কুঁচকিতে চোট রয়েছে আকাশ দীপেরও। যে কারণে অংশুল কম্বোজ আর ব্যাক আপ নন। সরাসরি টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন। ইতিমধ্যেই ম্যাঞ্চেস্টারে দলের সঙ্গে যোগও দিয়েছেন হরিয়ানার এই পেসার। টিমের সঙ্গে অনুশীলনও করবেন। ম্যাঞ্চেস্টারেই কি অভিষেক হতে পারে অংশুলের?
ম্যাঞ্চেস্টারে অংশুল কম্বোজের অভিষেকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বোলিংয়ের নিরিখে যদি বলা যায়, দীর্ঘ সময় ধরেই ভারতীয় দলের রাডারে রয়েছেন। ঘরোয়া ক্রিকেটে গত মরসুমে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। কেরলের বিরুদ্ধে ইনিংসে নিয়েছিলেন ১০ উইকেট। এমার্জিং এশিয়া কাপ, ভারত এ দলের হয়ে নানা সিরিজ খেলেছেন। ইংল্যান্ডেও ভারত এ দলের স্কোয়াডে ছিলেন। খেলেছেনও। এ বার ডাক পড়ল সিনিয়র দলে।
ধরে নেওয়া যাক, জসপ্রীত বুমরা খেলবেন ম্যাঞ্চেস্টারে। সঙ্গী মহম্মদ সিরাজ। তৃতীয় পেসার কে? এই নিয়ে প্রশ্ন কিন্তু থাকছেই। আকাশ দীপ অনিশ্চিত। তাঁর জায়গায় বিকল্প রইলেন অংশুল কম্বোজই। তেমনই নীতীশ রেড্ডি না থাকায় পেস বোলিং অলরাউন্ডারের অভাবও থাকছে। শার্দূল ঠাকুর কামব্যাক করলেও প্রথম টেস্টে নজর কাড়তে পারেননি। গত দু-ম্যাচে সুযোগ দেওয়া হয়নি। এই ম্যাচেও সম্ভাবনা কম। সে কারণেই মনে করা হচ্ছে, অংশুল কম্বোজের অভিষেক হতে পারে। আকাশ দীপ ফুল ফিট হয়ে উঠলে অবশ্য অপক্ষা করতে হবে।
