IND vs ENG: হতাশার তৃতীয় সেশন ভারতের, উইকেটের খাতা খুললেন AK-47
India Vs England 4th Test Day 2 Report: সিরিজের শুরু থেকেই কথা হচ্ছিল, বাজ়বল কোথায় হারিয়ে গেল ইংল্য়ান্ডের! ম্যাঞ্চেস্টারে প্রথম ইনিংসে এখনও অবধি সেই খেলাতেই ফিরল ইংল্যান্ড। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৫৮ রানে। এর মাঝে মন জিতেছেন ঋষভ পন্থ।

ঘরোয়া ক্রিকেটের স্বাদ খুব ভালো পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট এক নয়। বিশেষ করে টেস্ট ক্রিকেট। তাঁর স্বাদও পেলেন অংশুল কম্বোজ। যিনি পরিচিত AK 47 নামে। নামের আদ্যক্ষর এবং জার্সি নম্বর মিলিয়ে এই ডাক নাম। অর্শদীপ, আকাশ দীপের চোট। দু-জনই ম্যাঞ্চেস্টার টেস্টের জন্য ফিট ছিলেন না। অন্য দিকে, সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন নীতীশ কুমার রেড্ডি। তাঁর পরিবর্ত হিসেবে টেস্টে প্রথম বার ডাক পান অংশুল কম্বোজ। আর প্রথম ডাকেই অভিষেক। উইকেটের খাতাও খুললেন। তবে দিনের শেষ সেশনটা চূড়ান্ত হতাশারই কাটল ভারতের।
সিরিজের শুরু থেকেই কথা হচ্ছিল, বাজ়বল কোথায় হারিয়ে গেল ইংল্য়ান্ডের! ম্যাঞ্চেস্টারে প্রথম ইনিংসে এখনও অবধি সেই খেলাতেই ফিরল ইংল্যান্ড। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৫৮ রানে। এর মাঝে মন জিতেছেন ঋষভ পন্থ। প্রথম দিন গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। তাঁর এই সিরিজে খেলাই ঝুঁকির। কিন্তু দলের প্রয়োজনে ময়দান ছাড়বেন না, বুঝিয়ে দিয়েছেন। চোট নিয়েই ব্যাট হাতে নেমেছিলেন পন্থ। হাফসেঞ্চুরির ইনিংস খেলেন। বাকিটা নির্ভর করছিল বোলারদের উপর। দুটো উইকেট এল। কিন্তু রান রেটটা অনেক বেশি ইংল্য়ান্ডের।
দ্বিতীয় দিনের শেষে মাত্র ২ উইকেট হারিয়ে ২২৫ রান তুলে নিয়েছে ইংল্যান্ড। রান রেট ৪.৮৯! ওপেনিং জুটি না ভাঙলে রান রেটটা প্রায় ৬-এর কাছাকাছিই থাকত। ওপেনিং জুটিতে ১৬৬ রান যোগ করে ইংল্যান্ড। ভারতকে প্রথম ব্রেক থ্রু দেন বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা। ১১৩ বলে ৮৪ রানে ফেরেন জ্যাক ক্রলি। কয়েক ওভারের ব্যবধানে আর এক ওপেনার বেন ডাকেটের উইকেট নেন অভিষেক ম্যাচ খেলতে নামা অংশুল কম্বোজ। ডাকেট ১০০ বলে ৯৪ রানে ফেরেন।
দুই ওপেনার ক্রিজে থাকাকালীন বাজ়বলই খেলছিল ইংল্যান্ড। দুটো উইকেট পড়তে শেষ আধঘণ্টা কিছুটা মন্থর হয়। ওলি পোপ ৪২ নলে ২০ এবং জো রুট ২৭ বলে ১১ রানে ক্রিজে রয়েছেন। ভারতের লিড আর মাত্র ১৩৩। তৃতীয় দিন দ্রুত উইকেট নিতে না পারলে চাপ বাড়বে ভারতীয় শিবিরে।
