আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়েই ঘরের মাঠে ভরাডুবি। টেস্ট ক্রিকেটে বল মারার পাশাপাশি বল ছাড়াও প্রয়োজন। ভারতীয় শিবিরে সেটারই অভাব দেখা গিয়েছে। টেস্টে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ। তবে টি-টোয়েন্টিতে জয়ের ধারা বজায় রাখল ভারতের তরুণ দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টিতে ৬১ রানের বিশাল ব্যবধানে জয়। টানা দু-ম্যাচে সেঞ্চুরি সঞ্জু স্যামসনের। অনবদ্য বোলিং। দুর্দান্ত ফিল্ডিং। ম্যাচ শেষে কী বললেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব?
ক্যাপ্টেন স্কাই বলেন, ‘আমরা একই ফর্মূলা ফলো করছি। আমরা কিন্তু খেলার স্টাইল বদলাইনি।’ টানা দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি করা সঞ্জু স্যামসনকে নিয়ে সূর্য বলছেন, ‘ওর ইনিংসে দারুণ লাগছে। গত কয়েক বছর ও যেমন পরিশ্রম করেছে, তার সুফল মিলছে। একই জিনিস বছরের পর বছর করে যাওয়া বোরিং। সেই বোরিং বিষয়েরই ফল পাচ্ছে এখন। ও সবার আগে টিমের কথা ভাবে। ৯০-র ঘরে পৌঁছেও ও কিন্তু চার-ছয় মারা বন্ধ করে না। সে কারণেই ও অনেকটা আলাদা।’
টি-টোয়েন্টিতে ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং বর্তমান অধিনায়ক আন্তর্জাতিক মঞ্চে একাধিক সেঞ্চুরি করেছেন। সঞ্জু অবশ্য অনন্য রেকর্ড গড়েছেন। টানা দু-ম্যাচে সেঞ্চুরি। ম্যাচের সেরা বাছতে সমস্যা হয়নি কারও। পুরস্কার বিতরণে সঞ্জু বলেন, ‘ক্রিজে সময়টাকে উপভোগ করছি। ভালো খেলছিলাম, সেই ফর্মটাকেই এখানেও কাজে লাগানোর চেষ্টা করেছি।’
সব ঠিক যাওয়ার কারণ কী? সেঞ্চুরিয়ন সঞ্জুর মতে, ‘এটা তাগিদের বিষয়। আমরা সবসময়ই টিমকে প্রাধান্য দিই, ব্যক্তিগত মাইলস্টোন নয়। শুরুতে দু-তিনটে ডেলিভারি সামলে দেওয়ার পর বাউন্ডারি শটে নজর থাকে। ধীরে ধীরে সব সহজ হয়ে যায়। কখনও সাফল্য আসবে, কখনও আসবে না। আজ সাফল্য এসেছে। দক্ষিণ আফ্রিকার কাছে হোম অ্যাডভান্টেজ ছিল। ওরা বিধ্বংসী টিম। আমাদের কাছে জরুরি ছিল জয় দিয়ে সিরিজ শুরু করা।’