WTC Latest Scenario: বক্সিং ডে-তেই ‘ফাইনাল’! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্ক কী বলছে?

Dec 25, 2024 | 8:11 PM

World Test Championship Final: পয়েন্ট টেবলে শীর্ষস্থান দখল করেছিল ভারতীয় দলই। নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ হওয়ার পরই বেকায়দায় পড়েছে ভারত। এই মুহূর্তে সবচেয়ে ভালো জায়গায় দক্ষিণ আফ্রিকা। হয়তো বক্সিং ডে টেস্ট থেকেই প্রথম ফাইনালিস্ট নিশ্চিত হয়ে যেতে পারে! কী বলছে অঙ্ক?

WTC Latest Scenario: বক্সিং ডে-তেই ফাইনাল! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্ক কী বলছে?
Image Credit source: Getty Images File

Follow Us

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে রয়েছে চারটি টিম। এর মধ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও যেমন রয়েছে, তেমনই প্রথম দুই সংস্করণের রানার্স ভারতও। টেস্ট বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণে ফাইনালে উঠলেও নিউজিল্যান্ডের কাছে হারে রানার্স ভারত। গত সংস্করণের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। নতুন সাইকেলের শুরু থেকে পয়েন্ট টেবলে শীর্ষস্থান দখল করেছিল ভারতীয় দলই। সদ্য ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ হওয়ার পরই বেকায়দায় পড়েছে ভারত। এই মুহূর্তে সবচেয়ে ভালো জায়গায় দক্ষিণ আফ্রিকা। হয়তো বক্সিং ডে টেস্ট থেকেই প্রথম ফাইনালিস্ট নিশ্চিত হয়ে যেতে পারে! কী বলছে অঙ্ক?

দক্ষিণ আফ্রিকা- এই মুহূর্তে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে প্রোটিয়ারাই। তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৬৩.৩৩। বর্তমান WTC সাইকেলে তাদের আর দুটি টেস্ট বাকি। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে। সিরিজ শুরু বক্সিং ডে অর্থাৎ কাল থেকে। পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টের মধ্যে একটি জিতলেই প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করবে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়া-পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে অজিরা। তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৫৮.৮৯। এখনও চারটি টেস্ট রয়েছে অস্ট্রেলিয়ার হাতে। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে দু-ম্যাচ, এরপর শ্রীলঙ্কার মাটিতে দুই টেস্ট। ভারতের বিরুদ্ধে এই সিরিজের বাকি দু-ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত অস্ট্রেলিয়ার।

এই খবরটিও পড়ুন

ভারত- কিউয়িদের কাছে হার থেকেই ব্যাকফুটে ভারত। পারথ টেস্ট জিতে কিছুটা স্বস্তি ফিরেছিল। অ্যাডিলেডে হার ফের চাপে ফেলেছে। ব্রিসবেনে ড্র করে আশা জিইয়ে রেখেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে আপাতত খাদের কিনারায়। হারলে কোনও সম্ভাবনাই নেই। এমনকি বাকি দুই টেস্ট জিতলেও নজর রাখতে হবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিরিজের দিকে। অজিরা যদি শ্রীলঙ্কার মাটিতে দু-ম্যাচেই হারে তখনই সম্ভব। ভারত যদি এই সিরিজ অন্তত ৪-১ ব্যবধানে জিতত, সেক্ষেত্রে আর কোনও অঙ্কে নির্ভরশীল হতে হত না।

শ্রীলঙ্কা- দৌড়ে থাকলেও তাদের রাস্তাও কঠিন। দক্ষিণ আফ্রিকার কাছে ০-২ হেরেছে শ্রীলঙ্কা। তাদের নজর এবার পাকিস্তানের দিকে। পাকিস্তান যদি দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়ে দেয় এবং শ্রীলঙ্কা যদি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারায়, বর্ডার-গাভাসকর ট্রফির রেজাল্টের উপর আর ভাবনা নেই। শ্রীলঙ্কা ফাইনালে চলে যাবে।

Next Article