India vs Australia: বুমরা-সিরাজদের দাপটে ছারখার অজিরা, পারথে ঐতিহাসিক জয় ভারতের
Border Gavaskar Trophy: বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্ট জয়ের জন্য ভারত অজিদের টার্গেট দিয়েছিল ৫৩৪ রানের। কামিন্সের দল সেখানে থামল ২৩৮ রানে।
কলকাতা: পারথ টেস্টে ভারতের প্রাপ্তির ঝুলি পূর্ণ। তেমনটাই বলতে হচ্ছে। পাঁচ দিনে গড়াল না ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। এমনটাই প্রত্যাশিত ছিল। অস্ট্রেলিয়া অতীতে চতুর্থ ইনিংসে সফলভাবে ৪০৪ রান তাড়া করে জিতেছে। লিডসে ১৯৪৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ জিতেছিল অজিরা। বুমরার ভারতের বিরুদ্ধে পারথে তেমনটা পারল না কামিন্সের দল। টেস্ট ক্রিকেটের ইতিহাস বলছে এতদিন সবচেয়ে বেশি ৪১৮ রান তাড়া হয়েছে। বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) প্রথম টেস্ট জয়ের জন্য ভারত (India) অজিদের টার্গেট দিয়েছিল ৫৩৪ রানের। কামিন্সের দল সেখানে থামল ২৩৮ রানে। যার ফলে ২৯৫ রানের ব্যবধানে বড় জয় ভারতের। দীর্ঘ ১৬ বছর পর পারথে টেস্ট জয় টিম ইন্ডিয়ার।
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিন ট্রাভিস হেড লড়াই করলেন। কিন্তু ক্যাপ্টেন বুমরা তাঁকে বিধ্বংসী হতে দিলেন না। ১০১ বলে ৮৯ রান করে মাঠ ছাড়েন তিনি। হেড ছাড়া মিচেল মার্শ করেন ৪৭ রান। শেষ অবধি লড়াই চালিয়ে যান অ্যালেক্স ক্যারি (৩৬)। এই লড়াইটা তিনি না করলে, অজিরা আরও বেশি ব্যবধানে এই টেস্টটা হারতে পারত।
পারথ টেস্টের তৃতীয় দিন ৩টে উইকেট নিয়ে জয়ের রাস্তা খানিক তৈরি করে রেখেছিলেন সিরাজ-বুমরারা। চতুর্থ দিন শুরুটা তাঁরা সেখান থেকেই করেন। আর তাঁদের সাহায্য করতে থাকেন নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। অজিদের ইনিংসের শেষ উইকেটটি নেন হর্ষিত রানা। দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট ক্যাপ্টেন বুমরা ও সিরাজের। ২টি উইকেট ওয়াশিংটন সুন্দরের। আর ১টি করে উইকেট হর্ষিত রানা ও নীতীশ রেড্ডির। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন ক্যাপ্টেন বুমরা।