T20I: ৭ রানে অলআউট! আন্তর্জাতিক ক্রিকেটে লজ্জার নজির গড়ল যে দেশ

চোখের পলক পড়তে না পড়তেই একখানা পুরো ক্রিকেট ম্যাচ শেষ। অবিশ্বাস্য মনে হলেও সেটাই সত্যি। আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় সবে মাত্র পা রেখেছে সেই দেশ। তাতেই ৭ রানে অলআউট হয়ে গড়ল লজ্জার নজির।

T20I: ৭ রানে অলআউট! আন্তর্জাতিক ক্রিকেটে লজ্জার নজির গড়ল যে দেশ
T20I: ৭ রানে অলআউট! আন্তর্জাতিক ক্রিকেটে লজ্জার নজির গড়ল যে দেশImage Credit source: Getty Images Creative, peepo
Follow Us:
| Updated on: Nov 25, 2024 | 12:57 PM

কলকাতা: চোখের পলক পড়তে না পড়তেই একখানা পুরো ক্রিকেট ম্যাচ শেষ। আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় সবে মাত্র পা রেখেছে সেই দেশ। কথা হচ্ছে আইভরি কোস্টকে (Ivory Coast) নিয়ে। মাত্র ৭ রানেই এক ম্যাচে অলআউট হয়েছে তারা। বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইয়ে নাইজেরিয়ার (Nigeria) বিরুদ্ধে এই লজ্জার নজির গড়েছে আইভরি কোস্ট। পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বনিম্ন রান এটাই।

গত বছর স্পেনের বিরুদ্ধে আইল অফ ম্যান আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০ রানে অলআউট হয়েছিল। এ বছর মঙ্গোলিয়া সিঙ্গাপুরের বিরুদ্ধে ঠিক একই ১০ রানে অলআউট হয়। এ বার আইল অফ ম্যান ও মঙ্গোলিয়াকে ছাপিয়ে গেল আইভরি কোস্ট। বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইয়ের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় নাইজেরিয়া। ৪ উইকেটে ২৭১ রান তোলে নাইজেরিয়া। ওপেনার সেলিম সালাউ ১১২ করে রিটায়ার্ড আউট হন। আর এক ওপেনার হাফসেঞ্চুরি করেন। নাইজেরিয়ার দেওয়া ২৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে আইভরি কোস্ট শেষ হয় মাত্র ৭-এ।

আইভরি কোস্টের হয়ে সর্বাধিক রান করেন ওপেনার ওউত্তারা মহম্মদ (৪)। টিমের বাকি ক্রিকেটাররা করেন ০, ১, ০, ০, ১, ০, ১, ০, ০, ০। আইভরি কোস্টকে ২৬৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে নাইজেরিয়া। মাত্র ৫৯টি টি-২০ ম্যাচ খেলা দলটা নিজেদের ক্রিকেট ইতিহাসে রানের দিক থেকে সবচেয়ে বড় জয় পেয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে রানের হিসেবে এটা তৃতীয় সর্বাধিক ব্যবধানে জয়। সবচেয়ে বড় জয়ের রেকর্ডটি রয়েছে জিম্বাবোয়ের দখলে। এ বছরের অক্টোবরে গাম্বিয়াকে ২৯০ রানে হারায় সিকান্দার রাজারা।

এক ঝলকে দেখুন পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন মোট ৫ রান —

  • আইভরি কোস্ট বনাম নাইজেরিয়া – ৭ রান (আইভরি কোস্ট), ২০২৪
  • মঙ্গোলিয়া বনাম সিঙ্গাপুর – ১০ রান (মঙ্গোলিয়া), ২০২৪
  • আইল অফ ম্যান বনাম স্পেন – ১০ রান (আইল অফ ম্যান), ২০২৩
  • মঙ্গোলিয়া বনাম জাপান – ১২ রান (মঙ্গোলিয়া), ২০২৪
  • মঙ্গোলিয়া বনাম হংকং – ১৭ রান (মঙ্গোলিয়া), ২০২৪