কলকাতা: কানপুর টেস্টে কোনও কসুর রাখবে না টিম ইন্ডিয়া (Team India)। পরিস্থিতি এখন তেমনটাই। বাংলাদেশ ২৩৩ রানে প্রথম ইনিংসে অল আউট হওয়ার পর ভারত যে বিধ্বংসী মেজাজে খেলবে, সেটাই মনে হচ্ছিল। আর হলও তেমনটাই। রকেট গতিতে ব্যাটিং করলেন ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। একটা সময় মনে হচ্ছিল চা বিরতির আগেই হয়তো সেঞ্চুরি হাঁকাবেন। তাড়াহুড়ো করতে গিয়ে সেটা অবশ্য হয়নি। ৫১ বলে ৭২ রানে আউট হন তিনি। প্রথম ইনিংসে ১৬ ওভার আপাতত ব্যাটিং করেছে টিম ইন্ডিয়া। চা বিরতিতে যাওয়ার পথে ২ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১৩৮ রান। ক্রিজে অপরাজিত ৩০ বলে ৩৭ রানে শুভমন গিল আর ৫ বলে ৪ রানে অপরাজিত ঋষভ পন্থ।
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ ওভারেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ। ১১ বলে ২৩ রান করে আউট হন ক্যাপ্টেন রোহিত। তারই মাঝে এক রেকর্ড গড়ে ফেলেন রোহিত-যশস্বী। টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতিতে দলগত অর্ধশতরানের রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। মাত্র ৩ ওভারে দলগত হাফসেঞ্চুরি পূরণ হয় ভারতের। রোহিত ফিরলে এরপর দ্বিতীয় উইকেটে শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল মিলে দ্রুত গতিতে রান তুলতে থাকেন। ৩১ বলে অর্ধশতরান করেন যশস্বী। সবচেয়ে দ্রুত টেস্ট হাফসেঞ্চুরি করার তালিকায় চতুর্থ স্থানে যশস্বী। ১৫তম ওভারে হাসান মাহমুদ বোল্ড আউট করেন তাঁকে।
কানপুরে দেখতে দেখতে দ্রুতই ভারতের দলগত রান ১০০ হয়ে যায়। ১১তম ওভারের প্রথম ডেলিভারির পরই ভারতের দলগত ১০০ রান পূর্ণ হয়ে যায়। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই সবচেয়ে দ্রুত দলগত সেঞ্চুরি। এ বার দেখার প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া কত রান তুলতে পারে।