Rohit Sharma: ভারত-অস্ট্রেলিয়ার লম্বা ইতিহাস… পার্লামেন্ট হাউস থেকে অজি সফরের আগামীর লক্ষ্য রোহিতের মুখে

Nov 28, 2024 | 7:19 PM

IND vs AUS: কয়েকদিন আগে ভারতীয় টিমের সঙ্গে যোগ দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। এ বার হিটম্যানের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া হাজির অস্ট্রেলিয়ার ফেডেরাল পার্লামেন্ট হাউসে। সেখানে টিম ইন্ডিয়াকে আমন্ত্রণ জানিয়েছিলেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

Rohit Sharma: ভারত-অস্ট্রেলিয়ার লম্বা ইতিহাস... পার্লামেন্ট হাউস থেকে অজি সফরের আগামীর লক্ষ্য রোহিতের মুখে
Rohit Sharma: ভারত-অস্ট্রেলিয়ার লম্বা ইতিহাস... পার্লামেন্ট হাউস থেকে অজি সফরের আগামীর লক্ষ্য রোহিতের মুখে

Follow Us

কলকাতা: অ্যাডিলেড টেস্ট শুরু হতে হাতে কয়েকটা দিন সময় রয়েছে। ইতিমধ্যেই ক্যানবেরায় পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। কয়েকদিন আগে ভারতীয় টিমের সঙ্গে যোগ দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। এ বার হিটম্যানের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Team India) হাজির অস্ট্রেলিয়ার ফেডেরাল পার্লামেন্ট হাউসে। সেখানে টিম ইন্ডিয়াকে আমন্ত্রণ জানিয়েছিলেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। এরপর পার্লামেন্ট হাউসে বক্তৃতা রাখেন রোহিত। কী বলেছেন ভারত অধিনায়ক?

পার্লামেন্ট হাউসে বক্তৃতা দিতে গিয়ে রোহিত বলেন, ‘ভারত এবং অস্ট্রেলিয়ার বিরাট লম্বা ইতিহাস রয়েছে। তা খেলাধুলো হোক বা বাণিজ্য। বছরের পর বছর ধরে আমরা পৃথিবীর এই অংশে বার বার আসতে ভালোবাসি। এখানে এসে ক্রিকেট খেলার পাশাপাশি এখানকার সংস্কৃতিও শেখার চেষ্টা করি। যে কথা বলতেই হয়, অস্ট্রেলিয়া এসে খেলা অন্যতম কঠিন কাজ। এখানকার ক্রিকেট প্রেমীদের আবেগ এবং প্রতিযোগিতামূলক মানসিকতা আমাদের খুবই ভালো লাগে। তাই এখানে এসে খেলা খুব কঠিন। একইসঙ্গে চ্যালেঞ্জেরও।’

পারথ টেস্টের সাফল্যের কথা তুলে ধরে রোহিত বলেন, ‘অতীতে এবং গত সপ্তাহে আমরা এখানে সাফল্য পেয়েছি। সেই ছন্দটাই আমরা ধরে রাখতে চাই। আগামী কয়েক সপ্তাহে এখানে ক্রিকেট খেলার পাশাপাশি অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেট সমর্থকদের বিনোদন দিতে চাই। আমরা জানি এই কাজটা মোটেও সহজ নয়। আমরা ভালো ক্রিকেট খেলার জন্য তৈরি। আমাদের এখানে ডাকার জন্য স্যার (অ্যান্থনি অ্যালবানিজকে) আপনাকে ধন্যবাদ।’

অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টের আগে এক প্রস্তুতি ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার। শুক্রবার ক্যানবেরায় অনুশীলন করবে টিম ইন্ডিয়া। ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় টিম। ৬ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ।

Next Article