Champions Trophy India schedule: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কবে কে ভারতের প্রতিপক্ষ? কোথায় দেখবেন ম্যাচ; রইল সমস্ত তথ্য

Feb 15, 2025 | 9:04 PM

ICC Champions Trophy 2025 India team schedule: চারটি দলের মধ্যে শীর্ষ দুই সরাসরি সেমিফাইনালে। ফলে গ্রুপ পর্বে ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই বললেই চলে। তিনটের মধ্যে একটা ম্যাচ হারা মানেই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া। এমনকি টুর্নামেন্ট থেকে ছিটকেও যেতে হতে পারে।

Champions Trophy India schedule: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কবে কে ভারতের প্রতিপক্ষ? কোথায় দেখবেন ম্যাচ; রইল সমস্ত তথ্য
Image Credit source: ICC

Follow Us

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আটটি দল, সব মিলিয়ে ১৫টি ম্যাচ। মিনি বিশ্বকাপও বলা হয় চ্যাম্পিয়ন্স ট্রফিকে। এর প্রধান কারণ, টুর্নামেন্টের ফরম্যাট। আটটি দলকে দুটো গ্রুপে রাখা হয়। গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ। চারটি দলের মধ্যে শীর্ষ দুই সরাসরি সেমিফাইনালে। ফলে গ্রুপ পর্বে ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই বললেই চলে। তিনটের মধ্যে একটা ম্যাচ হারা মানেই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া। এমনকি টুর্নামেন্ট থেকে ছিটকেও যেতে হতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত রয়েছে গ্রুপ এ-তে। এই গ্রুপের বাকি তিনটি দল হল আয়োজক পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। টুর্নামেন্ট ১৯ ফেব্রুয়ারি শুরু হলেও ভারতের প্রথম ম্যাচ দ্বিতীয় দিন। ভারতের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। এরপরই হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ। গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। সম্প্রচার নিয়ে এ বার বড় উদ্যোগ আইসিসির। জেনে নেওয়া যাক, ভারতের ম্যাচ কোথায় কোথায় দেখা যাবে।

টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমের পাশাপাশি অল ইন্ডিয়া রেডিয়োতে ধারাবিবরণীও শোনা যাবে। ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি সম্প্রচার করবে জিওস্টার। ডিজিটাল প্লাটফর্মের ইতিহাসে প্রথম বার কোনও আইসিসি টুর্নামেন্ট ১৬টি ফিডে সম্প্রচার হবে। ডিজিটাল মাধ্যমে ৯টি ভাষায় সম্প্রচার হবে ম্যাচ। সেগুলি হল-ইংরেজি, হিন্দি, মারাঠি, হরিয়ানভি, বাংলা, ভোজপুরি, তামিল, তেলেগু, কন্নড়। ম্যাচগুলি লাইভ স্ট্রিমিং হবে জিওহটস্টারে।

টেলিভিশনে ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ভাষায় সম্প্রচার হবে। ম্যাচগুলি টেলিভিশনে দেখা যাবে স্টার স্পোর্টস এবং স্পোর্টস ১৮ চ্যানেলে। সমস্ত ক্রিকেটপ্রেমীদের জন্য দুর্দান্ত অভিজ্ঞতার উদ্যোগ সম্প্রচারকারীদের। মূক ও বধিরদের জন্য় সাংকেতিক ধারাভাষ্য় হবে এবং দৃষ্টিহীনদের বিস্তারিত ধারাভাষ্যের ব্যবস্থা থাকছে।

গ্রুপে ভারতের সূচি

২০ ফেব্রুয়ারি-ভারত বনাম বাংলাদেশ, দুবাই

২৩ ফেব্রুয়ারি- ভারত বনাম পাকিস্তান, দুবাই

২ মার্চ- ভারত বনাম নিউজিল্যান্ড, দুবাই

সব ম্যাচই ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২.৩০ থেকে