কলকাতা: প্রতিপক্ষকে বিন্দুমাত্র খাটো করে দেখেন না ভারতের হেড কোচ। কিন্তু টিম ইন্ডিয়ার গুরু গৌতম গম্ভীর (Gautam Gambhir) বিশ্বাসী, যে ভারতীয় টিমে (Team India) এমন ক্রিকেটাররা রয়েছেন, যাঁরা প্রতিপক্ষ শিবিরে হানা চালাতে পারেন। এক লহমায় যে কোনও প্রতিপক্ষকে তছনছ করতে পারেন। বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) টেস্টের বল চিপকের মাঠে গড়াবে। তার আগে প্রেস কনফারেন্সে ভারতের দুই বোলারের বিশেষ প্রশংসা করলেন গৌতম। তাঁর মতে, সেই দুই বোলার একাই ২০টি উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখেন। কাদের কথা বললেন গৌতি?
গম্ভীর মনে করেন, অশ্বিন ও জাডেজা বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। শুধু তাই নয়, এই জুটি প্রতিপক্ষর ২০টি উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখেন মনে করেন গৌতি। তিনি বলেন, ‘টেস্ট ম্যাচের প্রথম দিন থেকে ওরা কেমন অবদান রাখতে পারে, আমরা তা জানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, রক্ষণাত্মক বল করার ক্ষমতা এবং আক্রমণাত্মক বোলিং করার ক্ষমতাও থাকা উচিত। এই দু’জনই (রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা) প্রথম দিন যা করতে পারে, পঞ্চম দিনেও সেটা করতে পারে। তাই, আমি মনে করি আমাদের এমন একটা আক্রমণ হবে, যাতে আমরা ২০টা উইকেট নিতে পারে। এই দু’জন ভারতের পরিবেশে অনেক প্রভাব ফেলতে চলেছে।’
সদ্য পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়ে ভারতে এসেছে বাংলাদেশ। প্রতিপক্ষকে তাই কোনও মতেই হালকা নিতে নারাজ টিম ইন্ডিয়া। গুরু গম্ভীর এই প্রসঙ্গে বলেন, ‘আমরা সকলকে সমীহ করি। কোনও প্রতিপক্ষকে আমরা হালকা ভাবে নিই না। আমরা ভালো ক্রিকেট উপহার দিতে চাই। চ্যাম্পিয়নরা যেমন খেলে, সেটা তুলে ধরতে চাই। আর চ্যাম্পিয়নরা কখনও প্রতিপক্ষ কারা, সেটা দেখে না। অবশ্যই প্রতিপক্ষরা ম্যাচের রাশ নেওয়ার চেষ্টা করবে। নিজেদের মতো করে ওরা খেলার চেষ্টা করবে। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ যে পারফরম্যান্স দেখিয়েছে, তাতে ওদের শুভেচ্ছা জানাই। কিন্তু এও বলব, এ বার একটা নতুন সূচনা হতে চলেছে। একটা নতুন সিরিজ। এবং একই সঙ্গে ওদের জন্য একটা নতুন প্রতিপক্ষও সামনে আসতে চলেছে।’