India Tour of Australia: অজি-ভূমে টিম ইন্ডিয়ার ‘রুদ্ধদ্বার’ অনুশীলনের চেষ্টা গেল বিফলে, রইল প্রথম ঝলক

Nov 12, 2024 | 3:53 PM

দু'টো ব্যাচে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা ডনের দেশে পৌঁছেছে। বিন্দুমাত্র সময় অপচয় না করে নেটে নেমে পড়েছেন ভারতীয় ক্রিকেটাররা। পারথে লুকিয়ে লুকিয়ে অনুশীলন করছে ভারতীয় টিম। কি অবাক লাগছে শুনে? লুকিয়ে কেন অনুশীলন করতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের?

India Tour of Australia: অজি-ভূমে টিম ইন্ডিয়ার রুদ্ধদ্বার অনুশীলনের চেষ্টা গেল বিফলে, রইল প্রথম ঝলক
India Tour of Australia: অজি-ভূমে টিম ইন্ডিয়ার 'রুদ্ধদ্বার' অনুশীলনের চেষ্টা গেল বিফলে, রইল প্রথম ঝলক
Image Credit source: X

Follow Us

কলকাতা: আর ঠিক ৯ দিন পর পারথে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy)। দু’টো ব্যাচে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা ডনের দেশে পৌঁছেছে। বিন্দুমাত্র সময় অপচয় না করে নেটে নেমে পড়েছেন ভারতীয় ক্রিকেটাররা। পারথে লুকিয়ে লুকিয়ে অনুশীলন করছে ভারতীয় টিম। কি অবাক লাগছে শুনে? লুকিয়ে কেন অনুশীলন করতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের? পারথ থেকে ভারতীয় ক্রিকেট টিমের প্র্যাক্টিস ভেনুর যে ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে বাইরে থেকে যেন টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের অনুশীলন দেখা না যায়, তার জন্য কালো কাপড়ে ঘেরা রয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের চারপাশ। এরই মাঝে অবশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালের অনুশীলনের ভিডিয়ো।

২২ নভেম্বর থেকে যেহেতু শুরু হবে পারথ টেস্ট, তাই অনুশীলনের জন্য হাতে ১০ দিন সময় পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। নিজেদের অনুশীলন কি দেখতে দিতে চায় না ভারতীয় টিম? উত্তর অজানা। সোশ্যাল মিডিয়া সাইট এক্সে ফোর্বসের এক ক্রিকেট জার্নালিস্ট ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন (WACA) এর এক ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে WACA-র বাউন্ডারির গ্রিলে কালো কাপড় জড়ানো রয়েছে।

পারথে ভারতীয় ক্রিকেটাররা অনুশীলন করছেন না। সেই স্টেডিয়াম থেকে পাঁচ মিনিটের দূরত্বে থাকা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চলছে টিম ইন্ডিয়ার নেট সেশন। ফোর্বসের ওই ক্রিকেট জার্নালিস্ট নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা যায় কয়েকজন ক্রিকেটার প্র্যাক্টিস করছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘ঋষভ পন্থ ও যশস্বী জয়সওয়াল WACA- র নেটে প্র্যাক্টিস করছেন। এটাই এই সফরে ভারতের প্রথম ট্রেনিং সেশন। বিরাট কোহলিকে দেখা যাচ্ছে না।’

Next Article