Asia Cup: আগামী বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি ক্রিকেটের মেগা ইভেন্ট

India to host T20 Asia Cup: সদ্য ভারতীয় দলের কোচ হয়েছে গৌতম গম্ভীর। টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারত। আগামী বছর ওয়ান ডে ফরম্যাটে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপ।

Asia Cup: আগামী বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি ক্রিকেটের মেগা ইভেন্ট
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jul 29, 2024 | 10:27 PM

সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। এরপর জিম্বাবোয়েতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও জয়। শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে নতুন অধ্যায়। সদ্য ভারতীয় দলের কোচ হয়েছে গৌতম গম্ভীর। টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারত। কাল টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। এরপর ওয়ান ডে সিরিজ। আগামী বছর ওয়ান ডে ফরম্যাটে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপ। এর মাঝেই আগামী বছর ভারতের মাটিতে ক্রিকেটের মেগা ইভেন্ট।

বিশ্বকাপের কথা মাথায় রেখেই এশিয়া কাপের ফরম্যাট নির্ধারণ করা হয়। ২০২৬ সালে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে আগামী বছর এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ফলে এশিয়া কাপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। ভারতের মাটিতে হবে ২০২৫ সালের এশিয়া কাপ। উপমহাদেশের দলগুলি বিশ্বকাপের জন্য দুর্দান্ত প্রস্তুতির সুযোগ পাবে এশিয়া কাপের মাধ্যমে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে ২০২৭ সালের এশিয়া কাপের আয়োজকের কথাও জানানো হয়েছে। ২০২৭ সালে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। ফলে এশিয়া কাপও ওয়ান ডে ফরম্যাটেই হবে। আয়োজনের দায়িত্বে বাংলাদেশ। গত এশিয়া কাপ অর্থাৎ ২০২৩ সালে টুর্নামেন্টের আয়োজক ছিল পাকিস্তান। যদিও ভারত না যাওয়ায় শেষ অবধি হাইব্রিড মডেলে হয়েছিল টুর্নামেন্ট। ভারত খেলেছিল শ্রীলঙ্কায়। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিরও আয়োজক পাকিস্তান। ভারতীয় দল যে পাকিস্তান যাবে না, এখনও অবধি নিশ্চিত। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে হওয়ারই সম্ভাবনা বেশি।