Sourav Ganguly: মোহনবাগানের আর্থিক পুরস্কার ক্লাবকে ফিরিয়ে হৃদয় জিতলেন রত্ন-সৌরভ

Mohun Bagan Ratna Sourav: স্পোর্টিং ইউনিয়ন থেকে কীভাবে মোহনবাগানে সৌরভকে ছিনিয়ে এনেছিলেন সবুজ-মেরুন কর্তারা সেই স্মৃতি উস্কে দিলেন বাগান সভাপতি টুটু বসু। অরুণ লালের বাড়িতে মহারাজকে লুকিয়ে রেখেছিলেন। সৌরভের মা-কে বুঝিয়ে মোহনবাগানে নিয়ে এসেছিলেন টুটু বসুরা।

Sourav Ganguly: মোহনবাগানের আর্থিক পুরস্কার ক্লাবকে ফিরিয়ে হৃদয় জিতলেন রত্ন-সৌরভ
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2024 | 10:01 PM

কলকাতা: ‘কলকাতা ময়দানই হৃৎপিন্ড।’ মোহনবাগান রত্ন সম্মান হাতে মঞ্চ থেকে বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। করতালিতে ফেটে পড়ল মোহনবাগান ক্লাব। মোহনবাগান ক্লাবের সঙ্গে সৌরভের ইতিহাস নিবিড় ভাবে জড়িয়ে রয়েছে। শুধু মোহনবাগান কেন, অপর প্রধান ইস্টবেঙ্গলের সঙ্গেও সৌরভের নিবিড় যোগ। কাকতলীয়ভাবে একই বছরে ময়দানের দুই প্রধান সৌরভকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করল। ১ তারিখ ইস্টবেঙ্গল দিবসেও ভারতগৌরব সম্মান নিতে যাবেন সৌরভ। মোহনবাগান রত্ন ক্লাব ছেড়ে বেরনোর সময় জানাতে ভুললেন না।

স্পোর্টিং ইউনিয়ন থেকে কীভাবে মোহনবাগানে সৌরভকে ছিনিয়ে এনেছিলেন সবুজ-মেরুন কর্তারা সেই স্মৃতি উস্কে দিলেন বাগান সভাপতি টুটু বসু। অরুণ লালের বাড়িতে মহারাজকে লুকিয়ে রেখেছিলেন। সৌরভের মা-কে বুঝিয়ে মোহনবাগানে নিয়ে এসেছিলেন টুটু বসুরা। পাশে বসে নস্টালজিক হয়ে পড়ছিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর।

মহানুভব সৌরভ আর্থিক পুরস্কার ক্লাবকে ফিরিয়ে দিলেন। মোহনবাগান রত্ন হিসেবে সাম্মানিক ২ লাখ টাকা ক্লাবে ইয়ুথ ডেভলপমেন্টের কাজে ব্যবহার হোক। চান সৌরভ। মহারাজের এই সিদ্ধান্ত ময়দানপ্রেমী মানুষের হৃদয় আবার জিতে নিল। মোহনবাগান রত্ন পেয়ে গর্বিত ভারতের প্রাক্তন অধিনায়ক। দিল্লি ক্যাপিটালসের কোচ হওয়ার দৌড়ে সৌরভের নাম ভাসছে। দিল্লির ক্রিকেট ডিরেক্টরকে দেখা যেতে পারে নতুন ভূমিকায়। ১ তারিখই বৈঠক দিল্লিতে। সেদিনই ছবি পরিষ্কার হয়ে যেতে পারে। ১ তারিখ বিকেলের বিমানেই কলকাতা ফিরে ইস্টবেঙ্গল ক্লাবে যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।