India vs West Indies: রোহিত-বিরাটদের ম্যাচে ইডেন দর্শকশূন্য
অনেক দিন পর ইডেনে আন্তর্জাতিক ম্যাচের সিরিজ হচ্ছে। করোনার কারণে ভারত-ওয়েস্ট ইন্ডিজের তিনটে ম্যাচই রাখা হয়েছে কলকাতায়। আর তা নিয়ে সিএবির তরফে উদ্যোগ কম ছিল না। রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা চেয়েছিলেন এই তিন ম্যাচের সিরিজকে রঙিন করে তুলতে।
কলকাতা: যা আশঙ্কা করা হয়েছিল তাই সত্যি হল। ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) তিন ম্যাচের টি-২০ (T20) সিরিজে ইডেনে (Eden Gardens) দর্শক প্রবেশের অনুমতি দিল না বিসিসিআই (BCCI)। কোভিড যে কোনও মুহূর্তে ছোবল মারতে পারে ভারতীয় টিমে, সেই আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত। আমেদাবাদের পরিস্থিতি আবার ফিরে আসুক, বোর্ড তা কোনও মতেই চায় না। ওয়ান ডে সিরিজ শুরুর আগে ৫ ক্রিকেটারসহ কয়েকজন সাপোর্ট স্টাফও করোনা আক্রান্ত হয়েছিলেন। যে কারণে, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়াররা ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারেননি। তাই কোনও ঝুকি নেওয়া হচ্ছে না টি-২০ সিরিজেও। ইডেন থাকছে দর্শকশূন্য।
অনেক দিন পর ইডেনে আন্তর্জাতিক ম্যাচের সিরিজ হচ্ছে। করোনার কারণে ভারত-ওয়েস্ট ইন্ডিজের তিনটে ম্যাচই রাখা হয়েছে কলকাতায়। আর তা নিয়ে সিএবির তরফে উদ্যোগ কম ছিল না। রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা চেয়েছিলেন এই তিন ম্যাচের সিরিজকে রঙিন করে তুলতে। ওমিক্রনের ঢেউ থেমে যাওয়ার পর, একে একে বাংলার সবকিছুই স্বাভাবিক হচ্ছে। স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। অফিস-কাছারিও চলছে পুরদমে। এই পরিস্থিতিতে ইডেনে দর্শক প্রবেশের অনুমতি পেতে অসুবিধা হত না বলে শুরু থেকেই ধারণা ছিল সিএবির। সরকারেরও সম্মতি ছিল। অন্তত আংশিক দর্শক নিয়ে ইডেনে ম্যাচ করা যেতেই পারত। কিন্তু বোর্ড ঝুঁকি কোনওভাবেই নিতে চাইছে না। তার কারণ দুটো। এক, ভারতীয় টিমের ঠাসা ক্রীড়াসূচি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে লাল ও সাদা বলের সিরিজ। এবং তারপরই শুরু হয়ে যাবে আইপিএল। এবং দ্বিতীয় কারণ হল, সম্প্রতি আমেদাবাদে করোনার সংক্রমণ। সব মিলিয়ে বোর্ড কোনওরকম ফাঁক রাখতে চাইছে না।
ওয়ান ডে সিরিজ ৩-০ জেতার পর রোহিত শর্মার ভারতের মনোবল তুঙ্গে। তবে এই মুহূর্তে ভারতীয় টিম ম্যানেজমেন্টের লক্ষ্য টি-২০ ক্রিকেট। অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ। এখন থেকেই দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের মতোই পরীক্ষা নিরীক্ষা চলবে।
আরও পড়ুন: India vs West Indies: শ্রেয়স-কুলদীপের দাপটে উড়ে গেল ক্যারিবিয়ানরা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা