India vs West Indies: টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন রাহুল-অক্ষর, যোগ দিলেন দীপক হুডা, ঋতুরাজ গায়কোয়াড়

বিসিসিআইয়ের (BCCI) তরফ থেকে এক বিবৃতিতে জানানো হল, চোটের কারণে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মার ডেপুটি লোকেশ রাহুল (KL Rahul) এবং অক্ষর প্যাটেল (Axar Patel)।

India vs West Indies: টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন রাহুল-অক্ষর, যোগ দিলেন দীপক হুডা, ঋতুরাজ গায়কোয়াড়
India vs West Indies: টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন রাহুল-অক্ষর, যোগ দিলেন দীপক হুডা, ঋতুরাজ গায়কোয়াড়
Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2022 | 7:34 PM

আমেদাবাদ: ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচ খেলছে আজ ভারত। অন্যদিকে বিসিসিআইয়ের (BCCI) তরফ থেকে এক বিবৃতিতে জানানো হল, চোটের কারণে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মার ডেপুটি লোকেশ রাহুল (KL Rahul) এবং অক্ষর প্যাটেল (Axar Patel)। ১৬ ফেব্রুয়ারি কলকাতায় শুরু হতে চলেছে টি-২০ সিরিজ। দ্বিতীয় একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন কেএল রাহুল। যার জন্য আসন্ন টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। পাশাপাশি করোনা আক্রান্ত হওয়ার পর রিহ্যাবের শেষ পর্যায়ে রয়েছেন অক্ষর। দুই ক্রিকেটারের চোটের কথা মাথায় রেখে বিসিসিআইয়ের তরফ থেকে ঠিক করা হয়েছে, তাঁরা বেঙ্গালুরুর এনসিএতে রিহ্যাব করবেন।

বিসিসিআইয়ের ওই বিবৃতিতে এও জানানো হয়েছে, আসন্ন টি-২০ সিরিজে তাঁদের বদলে নেওয়া দলে নেওয়া হয়েছে দীপক হুডা (Deepak Hooda) ও ঋতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad)। একদিনের সিরিজে ছিলেন ঋতুরাজ। কিন্তু সিরিজ শুরুর হওয়ার আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন। ফলে একদিনের সিরিজে খেলার সুযোগ পাননি ঋতু। তবে ভাগ্যের জোরে সুযোগ পেয়ে গেলেন টি-২০ স্কোয়াডে। দীপক হুডা প্রথম দুটি ওয়ান ডে ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। এবং ভালো পারফর্মও করেছিলেন।

আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজের শেষ ম্যাচ চলছে। তারপরই দুই দল চলে আসবে কলকাতায়। এর পর ক্রিকেটের নন্দন কাননে হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। ইডেনে অনুষ্ঠিত হতে চলা তিন ম্যাচের সিরিজে মাঠে দর্শক চাইছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। অনুমতি চেয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে আবেদন করছে সিএবি। করোনার জন্য আমেদাবাদে একদিনের সিরিজ হয়েছে দর্শক শূন্য স্টেডিয়ামে। কলকাতাতেও সেটাই হওয়ার কথা। আমেদাবাদে ভারতীয় টিমেও করোনা ঢুকে পড়ায়, বেশি চিন্তা বোর্ডের। তাই করোনা পরিস্থিতি যেমনই হোক না কেন, হয়তো ইডেনে দর্শক প্রবেশের অনুমতি নাও দেওয়া হতে পারে। তবে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর সিএবি সিদ্ধান্ত নিয়েছে, বোর্ডের কাছে আবেদন করার। রাজ্য সরকার বিধি নিষেধে বেশ কিছুটা ছাড় দিয়েছে। সেই নিয়ম অনুযায়ী ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ৭৫ শতাংশ দর্শক গ্যালারিতে থাকতে পারেন।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দূল ঠাকুর, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন, সুন্দর, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক হুডা।

আরও পড়ুন: India vs West Indies Live Score, 3rd ODI 2022: পুরানকে ফেরালেন কুলদীপ, সাত নম্বর উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা