India vs Australia Highlights, 1st Test 2023, Day 1: নাগপুরে প্রথম দিনের খেলা শেষ, ১০০ রানে পিছিয়ে ভারত

| Edited By: | Updated on: Feb 09, 2023 | 4:46 PM

India vs Australia, BGT 2023, Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার (Australia) প্রথম টেস্ট (1st Test) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs Australia Highlights, 1st Test 2023, Day 1: নাগপুরে প্রথম দিনের খেলা শেষ, ১০০ রানে পিছিয়ে ভারত
নাগপুরে প্রথম টেস্টে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়াImage Credit source: গ্রাফিক্স: অভীক দেবনাথ

নাগপুর: অবশেষে অপেক্ষার অবসান। আজ থেকে শুরু হয়েছে বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy)। সেই ১৯৪৭ সাল থেকে চলছে বর্ডার গাভাসকর ট্রফি। ৭৫ বছরের ইতিহাসে রয়েছে ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) বহু স্মরণীয় ম্যাচ। ফের একটা বর্ডার গাভাসকর ট্রফি উপভোগ করছে ক্রিকেট প্রেমীরা। নাগপুরে শুরু হয়েছে বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচ। প্যাট কামিন্স ও রোহিত শর্মাদের জন্য এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ। চলতি বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে এগিয়ে যেতে হলে ভারতকে এই সিরিজ জিততে হবে। অন্যদিকে অজিরাও WTC-ফাইনালে নিজেদের জায়গা আরও মজবুত করার জন্য, এই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ঝাঁপাবে। প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ৬৩.৫ ওভার খেলে ১৭৭ রান তুলে গুটিয়ে যায় অজিদের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক রান করেছেন মার্নাস লাবুশেন (৪৯ রান)। অজিদের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান করেছেন অ্যালেক্স ক্যারি (৩৬)। ভারতের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন রবীন্দ্র জাডেজা (৫টি)। টিম ইন্ডিয়ার হয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (৩টি)। টিম ইন্ডিয়ার ওপেনিং জুটিতে তোলে ৭৬ রান। প্রথম দিনের খেলা শেষ হওয়ার ৭ বল বাকি থাকতেই লোকেশ রাহুলের উইকেট হারাল ভারত। প্রথম দিনের শেষে ক্রিজে অপরাজিত রয়েছেন রোহিত শর্মা (৫৬*) ও রবিচন্দ্রন অশ্বিন (০*)। অজিদের থেকে ১০০ রানে পিছিয়ে রয়েছে ভারত। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৭৭ (২৪ ওভারে)।

Key Events

১৭৭ রানে অজিদের প্রথম ইনিংস শেষ

প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ৬৩.৫ ওভার খেলে ১৭৭ রান তুলে গুটিয়ে যায় অজিদের প্রথম ইনিংস।

জাডেজার ৫ উইকেট

চোট সারিয়ে জাতীয় দলের হয়ে কামব্যাক করেই ৫ উইকেট নিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 09 Feb 2023 04:34 PM (IST)

    নাগপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ

    এক ঝলকে প্রথম দিনের খেলা

    • নাগপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ।
    • টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
    • ৬৩.৫ ওভারের মধ্যে ১৭৭ রান তুলে গুটিয়ে যায় অজিদের প্রথম ইনিংস।
    • অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক রান করেছেন মার্নাস লাবুশেন (৪৯ রান)।
    • দ্বিতীয় সর্বাধিক রান করেছেন অ্যালেক্স ক্যারি (৩৬)।
    • ভারতের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন রবীন্দ্র জাডেজা (৫টি)।
    • দ্বিতীয় সর্বাধিক উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (৩টি)।
    • টিম ইন্ডিয়ার ওপেনিং জুটিতে তোলে ৭৬ রান।
    • প্রথম দিনের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৭৭ (২৪ ওভার)।
    • প্রথম দিনের খেলা শেষ হওয়ার ৭ বল বাকি থাকতেই লোকেশ রাহুলের উইকেট হারাল ভারত।
    • ক্রিজে অপরাজিত রয়েছেন রোহিত শর্মা (৫৬*) ও রবিচন্দ্রন অশ্বিন (০*)।
    • ১০০ রানে পিছিয়ে রয়েছে ভারত।
  • 09 Feb 2023 04:28 PM (IST)

    রাহুলের উইকেট হারাল ভারত

    কেএল রাহুলের উইকেট তুলে নিলেন টড মরফি। অজি দলের হয়ে আজ অভিষেক হয়েছে মরফি। ৭১ বলে ২০ রান করে মাঠ ছেড়েছেন রাহুল। নাইট ওয়াচম্যান হিসেবে মাঠে নেমেছেন রবিচন্দ্রন অশ্বিন।

  • 09 Feb 2023 04:23 PM (IST)

    হিটম্যানের হাফসেঞ্চুরি

    • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ হাফসেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
    • ৬৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন রোহিত।
  • 09 Feb 2023 03:58 PM (IST)

    ১৫ ওভারে ভারত ৪৯/০

    • নাগপুরের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষের পথে
    • ১৫ ওভারে ভারত কোনও উইকেট না হারিয়ে তুলেছে ৪৯ রান
    • ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল
    • রাহুল ব্যাট করছেন ৩৮ রানে
    • কেএল রয়েছেন ১০ রানে
  • 09 Feb 2023 03:18 PM (IST)

    ৫ ওভারে ভারত ২৬/০

    • নাগপুরে চলছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনের খেলা
    • ভারতের প্রথম ইনিংসের ৫ ওভারের খেলা শেষ।
    • প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারতীয় দল করেছে ২৬ রান।
  • 09 Feb 2023 02:55 PM (IST)

    ভারতের প্রথম ইনিংস শুরু

    টিম ইন্ডিয়ার হয়ে ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। চার মেরে ভারতের ইনিংসের সূচনা করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। বল করছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

  • 09 Feb 2023 02:46 PM (IST)

    অজিদের প্রথম ইনিংস শেষ

    • অজিদের প্রথম ইনিংস শেষ।
    • ১৭৭ রানে গুটিয়ে গেলেন কামিন্সরা
    • অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক রান করেছেন মার্নাস লাবুশেন (৪৯ রান)।
    • দ্বিতীয় সর্বাধিক রান করেছেন অ্যালেক্স ক্যারি (৩৬)।
    • ভারতের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন রবীন্দ্র জাডেজা (৫টি)।
    • দ্বিতীয় সর্বাধিক উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (৩টি)।
  • 09 Feb 2023 02:41 PM (IST)

    জাডেজার ফাইফার

    পিটার হ্যান্ডসকম্বকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করলেন রবীন্দ্র জাডেজা। ৮৪ বলে ৩১ রান করে মাঠ ছাড়লেন হ্যান্ডসকম্ব। এই নিয়ে ১১ বার টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট নিলেন জাডেজা।

  • 09 Feb 2023 02:30 PM (IST)

    তৃতীয় সেশনের খেলা শুরু

    • চা বিরতির পর ফের শুরু হল খেলা
    • প্রথম টেস্টের তৃতীয় সেশনের খেলা শুরু
    • বল হাতে এলেন রবীন্দ্র জাডেজা
    • ক্রিজে পিটার হ্যান্ডসকম্ব ও নাথায় লিয়ঁ
  • 09 Feb 2023 02:14 PM (IST)

    চা বিরতি

    • নাগপুরে চা বিরতি
    • প্রথম সেশনে ২টি উইকেট পেয়েছিল ভারত
    • চা বিরতির আগে আরও ৬টি উইকেট নিয়েছে ভারত
    • যার মধ্যে একা রবীন্দ্র জাডেজাই নিয়েছেন ৪টি উইকেট
    • অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ২টি উইকেট
  • 09 Feb 2023 01:53 PM (IST)

    ৫৫ ওভারে অস্ট্রেলিয়া ১৭২/৬

    • নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের প্রথম দিনের খেলা চলছে
    • ৫৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ১৭২
    • ক্রিজে রয়েছেন পিটার হ্যান্ডসকম্ব ও প্যাট কামিন্স
  • 09 Feb 2023 01:43 PM (IST)

    ক্যারিকে ফেরালেন অশ্বিন

    ষষ্ঠ উইকেট হারাল অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারিকে ফেরালেন তিনি। এই উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে ৪৫০তম উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন অশ্বিন। ৩৬ রান করে মাঠ ছাড়লেন অ্যালেক্স ক্যারি।

  • 09 Feb 2023 01:29 PM (IST)

    ৫০ ওভারে অস্ট্রেলিয়া ১৪৪/৫

    • নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় সেশনের খেলা চলছে
    • প্রথম ইনিংসে ৫০ ওভারের পর অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৪৪ রান
  • 09 Feb 2023 12:54 PM (IST)

    স্মিথকে ফেরালেন জাডেজা

    ৪২তম ওভারের শেষ বলে স্টিভ স্মিথের উইকেট তুলে নিলেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। ১০৭ বল খেলে ৩৭ রান করে গেলেন স্মিথ।

  • 09 Feb 2023 12:30 PM (IST)

    রেনশো আউট

    ৩৬ ওভারের শেষ ২ বলে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘোরালেন রবীন্দ্র জাডেজা। এক ওভারে জোড়া ধাক্কা খেল অজিরা। ম্যাট রেনশো এলেন আর গেলেন। খাতা খোলার আগেই মাঠ ছাড়তে হল রেনশোকে।

  • 09 Feb 2023 12:26 PM (IST)

    হাফসেঞ্চুরি হাতছাড়া করে লাবুশেন আউট

    রবীন্দ্র জাডেজা তুলে নিলেন মার্নাস লাবুশেনের উইকেট। চকিতে স্টাম্পে বল ছুইয়ে দিলেন আজ ডেবিউ ম্যাচ খেলতে নামা কেএস ভরত। ৪৯ রান করে ড্রেসিংরুমে ফিরে গেলেন লাবুশেন।

  • 09 Feb 2023 12:09 PM (IST)

    দ্বিতীয় সেশন শুরু

    নাগপুর টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশন শুরু। মাঠে ফিরলেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন

  • 09 Feb 2023 11:37 AM (IST)

    নাগপুরে লাঞ্চ বিরতি

    • নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের খেলা শেষ।
    • লাঞ্চ বিরতি।
    • লাঞ্চ বিরতির আগে ৩২ ওভার খেলল অজিরা।
    • মধ্যাহ্নভোজনের আগে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে তুলেছে ৭৬ রান।
    • স্টিভ স্মিথ প্রথম সেশনে ৭৪ বলের মুখোমুখি হয়েছেন। করেছেন ১৯ রান।
    • ১১০ বল খেলে মার্নাস লাবুশেন করেছেন ৪৭* রান।
  • 09 Feb 2023 11:15 AM (IST)

    অজিদের বিরুদ্ধে অভিষেক সূর্য-ভরতের, দলে নেই শুভমন

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ভারতীয় দলে জোড়া অভিষেক হল।

    পড়ুন বিস্তারিত - IND vs AUS: অজিদের বিরুদ্ধে অভিষেক সূর্য-ভরতের, দলে নেই শুভমন

  • 09 Feb 2023 11:09 AM (IST)

    ২৫ ওভারে অস্ট্রেলিয়া ৫৭/২

    • ক্রিজে রয়েছেন মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ।
    • লাবুশেন ব্যাট করছেন ৮৬ বলে ৩২ রানে।
    • অন্যদিকে স্মিথ রয়েছেন ৫৬ বলে ১৫ রানে।
    • ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৭ রান করেছে অস্ট্রেলিয়া।
  • 09 Feb 2023 10:54 AM (IST)

    ২০ ওভারে অস্ট্রেলিয়া ৪৮/২

    •  নাগপুরে চলছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের প্রথম দিনের খেলা
    • শুরুর ৩ ওভারের মধ্যে দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া
    • এরপর ম্য়াচের হাল ধরেন মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ
  • 09 Feb 2023 10:43 AM (IST)

    স্মিথের ক্যাচ ফস্কালেন অক্ষর

    ১৫.৫ ওভারে স্টিভ স্মিথের ক্যাচ হাতছাড়া করলেন অক্ষর প্যাটেল। বড় সুযোগ হাতছাড়া করল ভারত।

  • 09 Feb 2023 10:16 AM (IST)

    ১০ ওভারে অস্ট্রেলিয়া ২০/২

    • শুরুর ধাক্কা সামলে এগিয়ে চলেছে অস্ট্রেলিয়া
    • অজিদের প্রথম ইনিংসের প্রথম ১০ ওভারের খেলা শেষ
    • ১০ ওভারে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তুলেছে ২৭ রান
    • ক্রিজে রয়েছেন মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ
  • 09 Feb 2023 09:58 AM (IST)

    ৫ ওভারে অস্ট্রেলিয়া ২০/২

    • অজিদের প্রথম ইনিংসের ৫ ওভারের খেলা শেষ
    • শুরুর ৫ ওভারের মধ্যে ২ ওপেনারের উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া
    • ৫ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ২০
  • 09 Feb 2023 09:45 AM (IST)

    তৃতীয় ওভারে দ্বিতীয় ধাক্কা খেল অজিরা

    তৃতীয় ওভারের প্রথম বলে ডেভিড ওয়ার্নারের উইকেট হারাল অস্ট্রেলিয়া। ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন মহম্মদ সামি। মাত্র ১ রান করে ওয়ার্নার ফিরলেন ড্রেসিংরুমে।

  • 09 Feb 2023 09:38 AM (IST)

    সিরাজের প্রথম বলে আউট উসমান

    দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট হারাল অস্ট্রেলিয়া। মহম্মদ সিরাজ দ্বিতীয় ওভারে বল হাতে এগিয়ে আসেন। প্রথম বলেই তুলে নেন অজি ওপেনার উসমান খোয়াজার। আম্পায়ার নট আউট দেন। সেই সময় মহম্মদ সিরাজ হাজির হন অধিনায়কের সামনে। রিভিউ নেন রোহিত শর্মা। এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন খোয়াজা। মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন উসমান খোয়াজা।

  • 09 Feb 2023 09:31 AM (IST)

    নাগপুরে শুরু বর্ডার গাভাসকর ট্রফি

    অজিদের হয়ে ওপেনিংয়ে নামলেন ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা। নতুন বল হাতে এলেন মহম্মদ সামি।

  • 09 Feb 2023 09:16 AM (IST)

    দেখে নিন টিম ইন্ডিয়ার একাদশ

    ভারতের একাদশে নেই ছন্দে থাকা শুভমন গিল। জাগয়া পাননি ঈশান কিষাণও। জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হল সূর্যকুমার যাদব ও কোনা শ্রীকর ভরতের।

    ভারতের একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কোনা শ্রীকর ভরত, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ।

  • 09 Feb 2023 09:15 AM (IST)

    জেনে নিন অজিদের একাদশ

    অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ম্যাট রেনশো, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, নাথান লিয়ঁ, টড মরফি।

  • 09 Feb 2023 09:13 AM (IST)

    অজি দলে অভিষেক

    টিম ইন্ডিয়া জোড়া অভিষেক হওয়ার পাশাপাশি, অস্ট্রেলিয়ার হয়ে আজ টেস্ট অভিষেক হয়েছে টড মরফির।

  • 09 Feb 2023 09:12 AM (IST)

    টিম ইন্ডিয়ায় জোড়া ডেবিউ

    আজ অজিদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার জার্সিতে টেস্ট অভিষেক হল সূর্যকুমার যাদব ও কোনা শ্রীকর ভরতের।

  • 09 Feb 2023 09:10 AM (IST)

    টস আপডেট

    নাগপুরে বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

  • 09 Feb 2023 09:06 AM (IST)

    ২৫ হাজার রানের ‘বিরাট’ মাইলস্টোন, কোহলির সামনে শুধুই মাস্টার ব্লাস্টার

    শুরু হয়ে যাচ্ছে ২০২৩ বর্ডার গাভাসকর ট্রফি। চার ম্যাচের সিরিজ ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনই এই সিরিজের দিকে তাকিয়ে রয়েছেন বিরাট কোহলি। বলা ভালো কোহলির অনুরাগীরা।

    পড়ুন বিস্তারিত - Virat Kohli: ২৫ হাজার রানের ‘বিরাট’ মাইলস্টোন, কোহলির সামনে শুধুই মাস্টার ব্লাস্টার

  • 09 Feb 2023 08:55 AM (IST)

    পড়ুন ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের প্রিভিউ

    টানা দ্বিতীয় বার ফাইনালে ওঠার সুযোগ রয়েছে ভারতের সামনে। তার জন্য অস্ট্রেলিয়াকে হারাতে হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পাশাপাশি, এই সিরিজ জিতলে আইসিসি টেস্ট ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করবে ভারত।

    পড়ুন বিস্তারিত - Ind vs Aus, BGT 2023: এ শুধু সিরিজ নয়, ভারত-অস্ট্রেলিয়া ‘অ্যাসিড টেস্ট’

Published On - Feb 09,2023 8:30 AM

Follow Us: