India vs Australia Highlights, 4th Test 2023, Day 3: তৃতীয় দিনের খেলা শেষ, ভারত ২৮৯-৩

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 11, 2023 | 5:58 PM

India vs Australia, BGT 2023, Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার (Australia) চতুর্থ টেস্ট (4th Test) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs Australia Highlights, 4th Test 2023, Day 3: তৃতীয় দিনের খেলা শেষ, ভারত ২৮৯-৩
Image Credit source: OWN Photograph

Follow Us

আমেদাবাদ: বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে প্রথম দু-দিন ব্যাকফুটে ভারতীয় দল। টসে হার এবং অস্ট্রেলিয়ার ৪৮০-র স্কোর ভারতকে কোণঠাসা করে রেখেছিল। সিরিজে ২-১ এগিয়ে থাকলেও ভারতীয় দলের কাছে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার কাছে শুধুমাত্র মর্যাদারক্ষার হলেও ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নির্ভর করছে এই ম্যাচে ফলের ওপরই। জিতলে ফাইনাল নিশ্চিত। হারলে কিংবা ড্র-হলেও জটিল অঙ্কের দিকে তাকিয়ে থাকতে হবে। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে তৃতীয় দিনের প্রথম সেশন খুবই গুরুত্বপূর্ণ ছিল। এ দিন প্রথমে সেশনে মাত্র ১ উইকেট হারায় ভারত। শুভমন গিল ১২৮ রানের অনবদ্য ইনিংস খেলেন। দিনের শেষে ক্রিজে সেট ব্য়াটার বিরাট কোহলি। কেরিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি করেছেন। ৫৯ রানে অপরাজিত তিনি। চতুর্থ দিন ভারতীয় ইনিংসে বিশেষ নজর থাকবে, বিরাটের ব্যাটে টেস্ট সেঞ্চুরির খরা কাটে কী না। দলের পারফরম্যান্সের নিরিখে, প্রথম সেশনে উইকেট না হারালে অস্ট্রেলিয়ার স্কোর পেরিয়ে যেতে সমস্য়া হবে না। তৃতীয় দিনের শেষে ভারত পিছিয়ে ১৯১ রানে। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত-অস্ট্রেলিয়া আমেদাবাদ টেস্টের তৃতীয় দিনের বিশেষ মুহূর্তগুলি পড়ুন TV9Bangla-র এই পেজে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 11 Mar 2023 05:53 PM (IST)

    এক নজরে

    • প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৮০ রানে অলআউট হয়।
    • দ্বিতীয় দিনের শেষে ভারত বিনা উইকেটে ৩৬ রান তুলেছিল।
    • তৃতীয় দিন শুভমন-রোহিত জুটি শুরুটা ভালো করে।
    • ব্যক্তিগত ৩৫ রানে ফেরেন রোহিত। প্রথম সেশনে আর কোনও উইকেট পড়েনি।
    • শুভমন গিল কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি এবং ঘরের মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন।
    • বিরাট কোহলি ঘরের মাঠে ৪ হাজার রানের মাইলফলকে পৌঁছান।
    • দিনের শেষে ভারতের স্কোর ২৮৯-৩। এখনও পিছিয়ে ১৯১ রানে।
    • ক্রিজে রয়েছেন বিরাট কোহলি (৫৯) ও রবীন্দ্র জাডেজা (১৬)।
  • 11 Mar 2023 05:36 PM (IST)

    ভারতীয় দল কতটা স্বস্তিতে!

    তৃতীয় দিনের শেষে ভারত ১৯১ রানে পিছিয়ে থাকলেও স্বস্তিতে। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি। পডুন বিস্তারিত: শুভমনের শতরানের পর বিরাটও সেট, চাপে অজিরা


  • 11 Mar 2023 04:43 PM (IST)

    হাফসেঞ্চুরি ও মাইলফলক

    এই ম্যাচে ৪২ রান করতেই ঘরের মাঠে ৪ হাজার টেস্ট রান বিরাটের। জেনে নিন বিস্তারিত: হাফসেঞ্চুরি, আরও একটা মাইলফলকে বিরাট কোহলি

  • 11 Mar 2023 03:38 PM (IST)

    পায়ে টান, মনসংযোগে ব্যাঘাত

    প্রচণ্ড গরমে পায়ে টান ধরেছিল। তবু ব্য়াটিং চালিয়ে যান শুভমন গিল। ব্যাথার কারণেই হয়তো মনসংযোগে ব্যাঘাত ঘটল। ফিরলেন শুভমন। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে অভিবাদন জানাল শুভমনকে।

  • 11 Mar 2023 02:49 PM (IST)

    মাঠ বদলায়, মুহূর্ত নয়!

    এখন যেন এটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। দেশে যে মাঠেই খেলা হোক, শুভমন গিলকে এই পদ্ধতিতে তাতাতে প্রস্তুত থাকে গ্য়ালারি। পড়ুন বিস্তারিত-সেঞ্চুরির মুহূর্তে শুভমন আর সারাভাবিকে মেলাল আমেদাবাদ

  • 11 Mar 2023 02:47 PM (IST)

    শুভমন মাস্টারক্লাস

    কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ সময়। ৯০-র ঘর থেকেও ফিরতে হয়েছিল। অবশেষে গত বছরের শেষে বাংলাদেশ সফরে প্রথম টেস্ট সেঞ্চুরি। এ দিন কেরিয়ারের দ্বিতীয় টেস্ট শতরান শুভমনের। বিস্তারিত পড়ুন-দাবার খেলায় জয়ী, কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি শুভমনের

  • 11 Mar 2023 02:08 PM (IST)

    বিরাট-লিয়ঁ

    চেতেশ্বর পূজারাকে লেগ বিফোর আউট করলেন টড মার্ফি। রাউন্ড দ্য় উইকেট বল করছিলেন। মাঠের আম্পায়ার আউট দেন। রিভিউ নিয়ে লাভ হয়নি। কোহলি ক্রিজে আসতেই লিয়ঁর সঙ্গে কথা শুরু।

  • 11 Mar 2023 01:00 PM (IST)

    দ্বিতীয় সেশনে মন্থর শুরু

    প্রথম সেশনে ২৭ ওভারে এসেছিল ৯৩ রান। দ্বিতীয় সেশনে প্রথম ১১ ওভারে মাত্র ১৮ রান। রিভার্স সুইংয়ে কিছু সমস্য়া হচ্ছে ব্য়াটিংয়ে।

  • 11 Mar 2023 11:44 AM (IST)

    সেশন আপডেট

    • তৃতীয় দিনের প্রথম সেশন ভারতের। রোহিতের উইকেট না পড়লে হয়তো আরও স্বস্তিতে থাকত ভারত।
    • প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৯৩ রান যোগ করেছে ভারত।
    • কেরিয়ারের পঞ্চম অর্ধশতরান পেরিয়েছেন তরুণ ওপেনার শুভমন গিল।
    • শুভমন গিল- চেতেশ্বর পূজারা জুটিতে যোগ হয়েছে ৫৫ রান
  • 11 Mar 2023 11:28 AM (IST)

    শার্প টার্ন

    গত তিন টেস্টে এমনটা নিয়মিত দেখা গিয়েছে। আমেদাবাদে খুব কম ডেলিভারিই বিশাল টার্ন নিয়েছে। টড মার্ফির একটি ডেলিভারি শার্প টার্ন নেয়। ব্যাটার শুভমন গিলই শুধু নয়, কিপারও মিস করেন। বাউন্স বেশি না হলে উইকেট হারাতে পারতেন শুভমন গিল।

  • 11 Mar 2023 11:15 AM (IST)

    ভুল বোঝাবুঝি

    চেতেশ্বর পূজারার সঙ্গে তৃতীয় রান নেওয়া নিয়ে ভুল বোঝাবুঝি। অল্পের জন্য় রান আউট থেকে রক্ষা শুভমনের।

  • 11 Mar 2023 10:55 AM (IST)

    শুভমনের অর্ধশতরান

    মিচেল স্টার্কের বোলিংয়ে ব্যাকফুট পাঞ্চে বাউন্ডারি মেরে অর্ধশতরানে পৌঁছলেন ওপেনার শুভমন গিল। অনবদ্য ছন্দে শুভমন। কেরিয়ারের পঞ্চম অর্ধশতরান।

  • 11 Mar 2023 10:47 AM (IST)

    রেকর্ড অ্যালার্ট

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ হাজার রানের মাইলফলক পার করলেন চেতেশ্বর পূজারা।

  • 11 Mar 2023 10:17 AM (IST)

    আউট রোহিত

    শর্ট এক্সট্রা কভারে ক্যাচ দিয়ে ফিরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সবই ঠিক চলছিল। বাঁ হাতি স্পিনার ম্যাট কুহনেম্যানের বোলিংয়ে শর্ট এক্সট্রা কভারে ক্য়াচ নেন মার্নাস লাবুশেন। বল আটকে এসেছিল। জমি ঘেসা শট খেলতে চাইলেও তা রাখতে পারেননি। ক্যাচ ওঠে। ক্রিজে চেতেশ্বর পূজারা।

  • 11 Mar 2023 10:04 AM (IST)

    এলবির আবেদন-রিভিউ

    শুভমন গিলের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন। অনেকটা এগিয়ে এসে খেলেছিলেন। মাঠের আম্পায়ার আউট দেননি। রিভিউ-তেও ধরা পড়েছে, ৩ মিটারের বেশি এগিয়েছিলেন। সে কারণেই তৃতীয় আম্পায়ারও আউট দেননি। স্টিভ স্মিথ দীর্ঘ সময় আলোচনা করেন আম্পায়ারের সঙ্গে। বেশ কিছুটা কনফিউশন তৈরি হয়েছিল।

  • 11 Mar 2023 09:54 AM (IST)

    রোহিত-শুভমন

    পিচ নিয়ে অনেক তরজা হয়েছে। আমেদাবাদে সেটার সুযোগ হয়নি কারও। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৮০ রান করেছে। ভারতীয় দলের একটা ভালো শুরু প্রয়োজন ছিল। ইতিমধ্যেই ওপেনিং জুটিতে যোগ হয়েছে ৬৪ রান।