IND vs AUS, ICC World Cup 2023 Highlights: বিরাট-রাহুলের ব্যাটে ভর করে অজিদের হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ভারতের

| Edited By: | Updated on: Oct 08, 2023 | 10:01 PM

India vs Australia ICC world Cup 2023 Live Score Updates: চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ বিশ্বকাপ যাত্রা শুরু করল রোহিত শর্মার ভারত ও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। দেশের মাটিতে যেহেতু বিশ্বকাপ হচ্ছে, তাই ভারত হট ফেভারিট। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য নজর রাখুন এই লাইভব্লগে।

IND vs AUS, ICC World Cup 2023 Highlights: বিরাট-রাহুলের ব্যাটে ভর করে অজিদের হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ভারতের
ভারত বনাম অস্ট্রেলিয়া

চেন্নাই: জমে উঠেছে ওডিআই বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। চিপকে আজ মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার ভারত (India) ও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া (Australia)। টস ভাগ্য রোহিতের সঙ্গ দেয়নি। তাতে অবশ্য ম্যাচ জেতা আটকাল না। টস জিতে প্রথমে ব্যাটিং করে ১৯৯ রান তোলে অজিরা। ২০০-র টার্গেট তাড়া করতে নেমে শুরুতে পরপর ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। এরপর ম্যাচের হাল ধরেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। ৮৫ রানের দুরন্ত ইনিংস উপহার দেন বিরাট। ৯৭ রানে অপরাজিত থাকেন রাহুল। বিরাট-রাহুলের ১৬৫ রানের দুরন্ত পার্টনারশিপই ভারতের জয়ের ভিত গড়ে দেয়। বিরাট আউট হওয়ার পর রাহুলকে সঙ্গে দিতে আসেন হার্দিক পান্ডিয়া। তিনি ১১ রানে অপরাজিত থাকেন। ৬ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। ভারত বনাম অস্ট্রেলিয়ার এই ম্যাচের লাইভ আপডেট পাবেন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 08 Oct 2023 10:00 PM (IST)

    ICC World Cup: অজিদের বিরুদ্ধে ভারতের দুরন্ত জয়…

    বিশ্বকাপের প্রথম ম্যাচে খাদের কিনারা থেকে জয় ভারতের।

    পড়ুন ম্যাচ রিপোর্ট বিস্তারিত – স্নায়ুর চাপ! রাহুল-বিরাট ভরসায় ‘চেন্নাইয়ে’ শাপমুক্তি ভারতের

  • 08 Oct 2023 09:51 PM (IST)

    ICC World Cup: অজিদের হারিয়ে বিশ্বকাপ সফর শুরু ভারতের

    • ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে করল মেন ইন ব্লু।
    • অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে এ বারের বিশ্বকাপ যাত্রা শুরু হল ভারতের।
    • ৯৭ রানে অপরাজিত রইলেন লোকেশ রাহুল।
    • ১১ রানে অপরাজিত হার্দিক পান্ডিয়া।
    • ৫২ বল বাকি থাকতেই ভারত অজিদের দেওয়া ২০০ রানের টার্গেট পূরণ করে নিল।
  • 08 Oct 2023 09:48 PM (IST)

    ICC World Cup: জয়ের কাছাকাছি ভারত

    জয়ের দিকে এগোচ্ছে ভারত। গ্লেন ম্যাক্সওয়েলের ওভারে পরপর ছয় ও চার মেরে ৯০এ পৌঁছে গিয়েছেন রাহুল। পাশাপাশি জয়ের জন্য ভারতের প্রয়োজন ৭ রান।

  • 08 Oct 2023 09:33 PM (IST)

    ICC World Cup: কোহলির বড় উইকেট হারাল ভারত

    জশ হ্যাজলউডের শর্ট বল। কোহলির পুল শট। কিন্তু শর্ট মিড উইকেটে মার্নাস লাবুশেনের হাতে ক্যাচ। ৮৫ রানে জয়ের ভিত গড়ে দিয়েছেন কোহলি। পুরো স্টেডিয়াম এই ইনিংসের জন্য কোহলিকে দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছে। রাহুলের সঙ্গে ২১৫ বলে ১৬৫ রানের দুরন্ত পার্টনারশিপ গড়েছিলেন বিরাট। ক্রিজে নতুন ব্যাটার হার্দিক পান্ডিয়া।

  • 08 Oct 2023 09:10 PM (IST)

    ICC World Cup: স্টার্কের বাউন্সার আছড়ে পড়ল কোহলির হেলমেটে

    ৩৪তম ওভারের চতুর্থ বল। শর্টপিচ ডেলিভারি। পুল শট খেলার চেষ্টা কোহলির। মিচেল স্টার্কের বাউন্সার আছড়ে পড়ে বিরাটের হেলমেটে। দ্রুত তাঁর কনকাশন টেস্ট হয়। ব্যাটিং চালিয়ে যাওয়ার জন্য তিনি প্রস্তুত। তাঁর হেলমেট বদল করা হয়। হেলমেটে লাগার পরের বলেই বিরাটের স্কোয়ার ড্রাইভে অনবদ্য বাউন্ডারি।

  • 08 Oct 2023 08:52 PM (IST)

    ICC World Cup: জিততে চাই ৮০ রান

    ভারতের জয়ের জন্য বাকি ২০ ওভারে তুলতে হবে ৮০ রান। ক্রিজে বিরাট (৬০*) ও রাহুল (৫৪*)।

  • 08 Oct 2023 08:35 PM (IST)

    ICC World Cup: বিরাটের পর রাহুলের অর্ধশতরান

    • বিরাট-রাহুলের সেঞ্চুরি পার্টনারশিপ পূর্ণ।
    • বিরাট কোহলির পর লোকেশ রাহুলও অর্ধশতরান পূর্ণ করলেন।
    • ৭২ বলে হাফসেঞ্চুরি রাহুলের।
  • 08 Oct 2023 08:29 PM (IST)

    ICC World Cup: চাপের মুখে ফের ভরসা দিলেন কোহলি

    পরপর ৩ উইকেট হারিয়ে চাপে ছিল ভারত। সেই চাপ থেকে ভারতকে দিশা দেখায় বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জুটি। দেখতে দেখতে জমে ওঠে এই পার্টনারশিপ। দল যখন চাপের মুখে, সেই সময় ফের জ্বলে উঠল কিং কোহলির ব্যাট। ৭৫ বলে অর্ধশতরান পূর্ণ হল বিরাটের। ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল ভারত। টিম ইন্ডিয়ার ওপেনিং ম্যাচে সেঞ্চুরি ছিল বিরাটের। বাংলাদেশের বিরুদ্ধে। আজও বিরাটের ব্যাটেই ভরসা পেল ভারত।

  • 08 Oct 2023 08:04 PM (IST)

    ICC World Cup: ২০ ওভার শেষ, বাকি ৩০ ওভারে ভারতকে কত রান তুলতে হবে?

    • ভারতের ইনিংসের ২০ ওভারের খেলা শেষ।
    • ২০ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৮০।
    • ক্রিজে বিরাট কোহলি (৩৮*) ও লোকেশ রাহুল (৩৯*)।
    • বাকি ৩০ ওভারে ভারতকে তুলতে হবে ১২০ রান।
  • 08 Oct 2023 07:50 PM (IST)

    ICC World Cup: বিরাট-রাহুল জুটির ৫০ রান পূর্ণ

    বিরাট কোহলি ও লোকেশ রাহুল এই জুটির উপর ভারতীয় ক্রিকেট প্রেমীদের নজর আটকে রয়েছে। দেখতে দেখতে এই জুটির ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ।

  • 08 Oct 2023 07:40 PM (IST)

    ICC World Cup: ১৫ ওভার শেষ

    • ভারতের ইনিংসের ১৫ ওভারের খেলা শেষ।
    • পরপর ৩ উইকেট হারানোর পর টিমের হাল ধরেছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
    • ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৪৯ রান।
    • কোহলি ব্যাট করছেন ৩১ রানে।
    • রাহুল রয়েছেন ১৫ রানে।
    • বাকি ৩৫ ওভারে ভারতকে ১৫১ রান তুলতে হবে।
  • 08 Oct 2023 06:41 PM (IST)

    ICC ODI World Cup: উইকেটের বন্য়া ভারতের

    মাঠে নেমেই ভরাডুবি। একের পর এক উইকেট হারাচ্ছে টিম ইন্ডিয়া। রোহিতের পরে আউট শ্রেয়স আইয়ার।

  • 08 Oct 2023 06:40 PM (IST)

    ICC ODI World Cup: অল্প রান তাড়া করতে গিয়ে আউট ক্য়াপ্টেন রোহিত

    শুরুতেই পর-পর উইকেট পতন ভারতের। এ বার আউট হলেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে প্রথম ওডিআই বিশ্বকাপ তাঁর। কিন্তু শুরুতেই মুখ থুবড়ে পড়লেন তিনি।

  • 08 Oct 2023 06:32 PM (IST)

    ICC ODI World Cup 2023: বিশ্বকাপ অভিষেকে গোল্ডেন ডাক

    বিশ্বকাপ অভিষেক সুখকর হল না কিষাণের। রানের খাতা না খুলেই ফিরতে হল প্যাভেলিয়নে। ক্রিজে রোহিত-কোহলি জুটি।

  • 08 Oct 2023 06:28 PM (IST)

    ICC ODI World Cup 2023: ভারতের ইনিংস শুরু

    ভারতের পরীক্ষা শুরু। ক্রিজে রোহিত ও ঈশান জুটি।

  • 08 Oct 2023 05:59 PM (IST)

    ICC ODI World Cup: প্রথম ইনিংস শেষ, অল আউট কামিন্সরা

    রোহিতদের ২০০ রানের লক্ষ্য় দিয়ে শেষ হল প্রথম ইনিংস। ৪৯.৩ ওভারে ১৯৯ রান করে অল আউট অজিরা।

  • 08 Oct 2023 05:52 PM (IST)

    ICC ODI World Cup 2023: বিরাটের আরও একটি অনবদ্য় ক্যাচ

    ফের উইকেট! এ বার অ্যাডাম জাম্পাকে ফেরালেন কোহলি।

  • 08 Oct 2023 05:29 PM (IST)

    ICC ODI World Cup 2023: জাডেজার স্পেল সমাপ্তি

    ১০ ওভারে দুই মেডেন সহ ২৮ রানে ২ উইকেট দিয়ে শেষ হল জাডেজার স্পেল।

  • 08 Oct 2023 05:23 PM (IST)

    ICC ODI World Cup: আউট কামিন্স

    কামিন্সের উইকেট তুলে নিলেন শ্রেয়স। অধিনায়কের ঝুলিতে মাত্র ১৫ রান।

  • 08 Oct 2023 05:00 PM (IST)

    ICC ODI World Cup: অশ্বিনের প্রথম উইকেট

    প্রথম স্পেলে রান আটকে অস্ট্রেলিয়ার চাপ বাড়িয়ে ছিলেন। নতুন স্পেলে উইকেটও নিলেন অশ্বিন। ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে অজিদের বড় রানের প্রত্যাশায় জোরালো ধাক্কা অশ্বিনের।

  • 08 Oct 2023 04:57 PM (IST)

    ICC ODI World Cup: গ্লেনকে পরাস্ত করলেন কুলদীপ

    পিচ এবং পরিস্থিতি অনুযায়ী অজি শিবিরের সবচেয়ে বড় ভরসা ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। স্পিনের বিরুদ্ধে বরাবরই সফল। ওয়ান ডে ফরম্যাটে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট। লেগ স্টাম্প ছিটকে ভারতে যেন সেরা উইকেট এনে দিলেন যাদব।

  • 08 Oct 2023 04:27 PM (IST)

    ICC ODI World Cup: ‘জাডেজা শো’ অব্যাহত

    অজিদের বিরুদ্ধে একাই কামাল জাডেজার। ১ রানের ব্যবধানে তুলে নিলেন ২ উইকেট। এবার ঘরে ফেরালেন অ্যালেক্স ক্যারিকে। ক্রিজে ক্যামেরন গ্রিন ও ম্য়াক্সওয়েল।

  • 08 Oct 2023 04:22 PM (IST)

    ICC ODI World Cup: জোড়া ধাক্কা অজি শিবিরে

    পর পর উইকেট জাডেজার। লাবুশেনকে প্যাভেলিয়নে ফেরালেন জাড্ডু।

  • 08 Oct 2023 04:10 PM (IST)

    ICC ODI World Cup: জাডেজার ‘মিশন’ সাক্সেসফুল

    স্মিথকে ফেরালেন জাডেজা। ক্রিজে দুই বাঁ-হাতি ব্যাটার ছিলেন। এই জুটি ভাঙার পরিকল্পনাতেই জাডেজাকে বোলিংয়ে আনা হয়। অবশেষে লক্ষ্য পূরণ জাড্ডুর। এ বার ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েল। স্পিনের বিরুদ্ধে ভালো খেলেন তিনি।

  • 08 Oct 2023 03:38 PM (IST)

    ICC ODI World Cup: ২০ ওভার শেষে

    ২০ ওভার শেষে স্মিথদের ঝুলিতে ৮৫ রান। উইকেট হারিয়েছে ২ টি।

  • 08 Oct 2023 03:34 PM (IST)

    ICC ODI World Cup: অশ্বিনের প্রথম স্পেল শেষ, আক্রমণে জাডেজা

    ক্রিজে দুই ডান হাতি ব্যাটার। বল টার্ন হচ্ছে। জাডেজাকে এনে চাপ বাড়ানার চেষ্টা রোহিতদের।

  • 08 Oct 2023 03:22 PM (IST)

    ICC ODI World Cup: আউট ওয়ার্নার

    ৪১ রান করে মাঠ ছাড়লেন ডেভিড ওয়ার্নার। এ বছর ওয়ান ডে ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। এই নিয়ে বছরের ৩৪তম উইকেট।

  • 08 Oct 2023 03:04 PM (IST)

    ICC ODI World Cup 2023: ‘কুলদীপ শো’ শুরু

    অজিদের বিরুদ্ধে মাঠে ভারতের দুই সেরা স্পিনার, কুলদীপ ও অশ্বিন।

  • 08 Oct 2023 02:52 PM (IST)

    ICC ODI World Cup 2023: পাওয়ার প্লে শেষ হল

    শেষ হল প্রথম পাওয়ার প্লে। ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৩ রান করেছে অজিরা।

  • 08 Oct 2023 02:26 PM (IST)

    ICC ODI World Cup 2023: ৫ ওভার শেষে

    ৫ ওভার শেষে কামিন্সদের ঝুলিতে ১৬ রান। উইকেট হারিয়েছে ১ টি।

  • 08 Oct 2023 02:15 PM (IST)

    ICC ODI World Cup 2023: ৩ ওভার শেষে

    ৩ ওভার শেষে অজিদের ঝুলিতে ৬ রান। মাঠে নেমেই ফিরে যান মার্শ।

  • 08 Oct 2023 02:12 PM (IST)

    ICC ODI World Cup 2023: শুরুতেই আউট মার্শ

    বুমরার বলে আউট মার্শ। তাঁকে মাঠ ছাড়া করলেন কোহলি। ক্রিজে ওয়ার্নার ও স্মিথ।

  • 08 Oct 2023 02:01 PM (IST)

    ICC World Cup: অস্ট্রেলিয়ার ইনিংস শুরু

    অজিদের ইনিংস শুরু। ওপেনিংয়ে নামলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। বোলিংয়ে সূচনায় জসপ্রীত বুমরা।

  • 08 Oct 2023 01:44 PM (IST)

    ICC ODI World Cup 2023: অস্ট্রেলিয়ার একাদশ

    ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

  • 08 Oct 2023 01:38 PM (IST)

    ICC ODI World Cup 2023: ভারতের একাদশ

    রোহিত শর্মা, ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।

  • 08 Oct 2023 01:34 PM (IST)

    ICC ODI World Cup 2023: টস জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত অজিদের

    টস জিতে আগে ব্যাট হাতে নামার সিদ্ধান্ত নিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

  • 08 Oct 2023 01:18 PM (IST)

    ICC ODI World Cup 2023: কোথায় দেখবেন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ?

    বিস্তারিত পড়ুন: কাল রোহিতদের বড় পরীক্ষা, অজিদের মুখোমুখি ভারত, কোথায়, কখন দেখবেন ম্যাচ?

  • 08 Oct 2023 01:03 PM (IST)

    ICC ODI World Cup 2023: আর কিছুক্ষণের অপেক্ষা!

    বিস্তারিত পড়ুন: ‘২০১১ বিশ্বকাপের যুবরাজ সিং হয়ে উঠবেন হার্দিক’ মহম্মদ কাইফ

Published On - Oct 08,2023 1:00 PM

Follow Us: