India vs Australia Preview: বৃষ্টি মাথায় বদলার ম্যাচে ভারত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের নজরে আর এক স্পিনার!

Jun 24, 2024 | 8:00 AM

ICC MEN’S T20 WC 2024: গ্রুপ পর্বে সেম টিম ধরে রেখেছিল ভারত। সুপার এইট পর্বে এসে একটি পরিবর্তন করেছিল। মহম্মদ সিরাজের জায়গায় বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। সুপার এইটেও গত দু-ম্যাচে একই কম্বিনেশন। রশিদ খান, বাংলাদেশের রিশাদ হোসেন এবং ইংল্যান্ডের আদিল রশিদরা ভালো পারফর্ম করছেন। তিন জনই ডান হাতি রিস্ট স্পিনার। ভারতের কাছে একটা ভাবনা থাকতেই পারে...।

India vs Australia Preview: বৃষ্টি মাথায় বদলার ম্যাচে ভারত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের নজরে আর এক স্পিনার!
Image Credit source: X

Follow Us

সেন্ট লুসিয়ার আবহাওয়া কাকে বেশি স্বস্তি দেবে! কাউকেই নয়। ম্যাচ ভেস্তে গেলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারতের। তারপরও ভারতীয় শিবির চাইবে, ম্যাচ হোক। তার কারণ, গত নভেম্বর। ভারতের কাছে এই ম্যাচ যেমন সেমিফাইনাল নিশ্চিত করার, তার চেয়েও বেশি বদলার। গত ওয়ান ডে বিশ্বকাপ ভারতের মাটিতে হয়েছে। অস্ট্রেলিয়াকে হারিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। টানা দশ ম্যাচ জিতে ফাইনাল। ট্রফির ম্যাচেও সামনে ছিল অস্ট্রেলিয়াই। কিন্তু সেই ম্যাচে আর জয় আসেনি। অস্ট্রেলিয়ার কাছে হারে ট্রফির স্বপ্নভঙ্গ হয় রোহিতদের। এ বার অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে দিতে পারলে, সেই জ্বালা হয়তো কিছুটা জুড়োবে।

ওয়ান ডে বিশ্বকাপে ছিলেন না ঋষভ পন্থ। চোটের কারণে দীর্ঘ সময় টিমের বাইরে ছিলেন। তেমনই টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এই দু-জন থাকলে হয়তো ফাইনাল অন্যরকম হতেই পারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ঋষভ এবং হার্দিক দুর্দান্ত এবং ধারাবাহিক ভালো পারফর্ম করছেন। ম্যাচের আগে ঋষভ পন্থ চ্যালেঞ্জ জানিয়ে রেখেছেন অস্ট্রেলিয়াকে। শুধু মাঠের ১১ জন প্লেয়ারই নন, ১৪০ কোটির গর্জনে ঢেকে যাবে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের সেই নীরবতা।

ভারতীয় দলের কম্বিনেশনে কোনও বদলের সম্ভাবনা নেই। গ্রুপ পর্বে সেম টিম ধরে রেখেছিল ভারত। সুপার এইট পর্বে এসে একটি পরিবর্তন করেছিল। মহম্মদ সিরাজের জায়গায় বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। সুপার এইটেও গত দু-ম্যাচে একই কম্বিনেশন ধরে রেখেছে। রশিদ খান, বাংলাদেশের রিশাদ হোসেন এবং ইংল্যান্ডের আদিল রশিদরা ভালো পারফর্ম করছেন। তিন জনই ডান হাতি রিস্ট স্পিনার। ভারতের কাছে একটা ভাবনা থাকতেই পারে, কুলদীপের সঙ্গে চাহালকেও যোগ করা যায় কিনা। যদিও একাদশে আর পরীক্ষার জায়গা কম।

সুপার এইট গ্রুপ ১ জমিয়ে দিয়েছে আফগানিস্তান। তারা অস্ট্রেলিয়াকে হারাতেই গ্রুপ ওপেন। এর মধ্যেও বলা যায়, চালকের আসনে ভারতই। আজ অস্ট্রেলিয়ার কাছে বিশাল ব্যবধানে হারলেও ভারতীয় দলই চালকের আসনে থাকবে। তবে একটা অঙ্ক কাজ করবেই। আফগানিস্তানকে শেষ ম্যাচে বিশাল ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে। ভারতীয় দলের নজরে কোনও অঙ্ক নেই। সোজা হিসেব, বদলার ম্যাচ জিতে এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছনো। আবহাওয়ায় বাধা হয়ে দাঁড়াতে পারে এই ম্যাচে। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে ভারতের অবশ্য ক্ষতি হবে না। বরং, সেমিফাইনালে পৌঁছে যাবে। চাপে থাকবে অজিরাই।

Next Article