Asia Cup 2023, India vs Bangladesh Highlights: এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশের কাছে ভারতের দ্বিতীয় হার

| Edited By: | Updated on: Sep 15, 2023 | 11:30 PM

Asia Cup 2023, IND vs BAN Match Live Score in Bengali: কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ, এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচ। মুখোমুখি রোহিত শর্মার ভারত এবং সাকিব আল হাসানের বাংলাদেশ। সুপার ফোরে পরপর ২ ম্যাচ হেরেছে বাংলাদেশ। অন্যদিকে এশিয়া কাপে ভারত এখনও অপরাজিত। এই ম্যাচের বিস্তারিত জানতে চোখ রাখুন এই লাইভব্লগে।

Asia Cup 2023, India vs Bangladesh Highlights: এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশের কাছে ভারতের দ্বিতীয় হার
কলম্বোয় আজ মুখোমুখি ভারত ও বাংলাদেশ।Image Credit source: Graphics - TV9Bangla

কলম্বো: এশিয়া কাপে (Asia Cup 2023) সুপার ফোর পর্ব শেষ। মহাদেশীয় টুর্নামেন্টের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ (India vs Bangladesh)। গ্রুপ পর্বে ২ ম্যাচে ১টি জয় ও ১টি হারের পর সুপার ফোরে প্রবেশ করেছিল বাংলাদেশ। কিন্তু সাকিব আল হাসানদের সুপার ফোর সফর ভালো কাটেনি। পরপর ২ ম্যাচে হেরেছিল টাইগার্সরা। অন্যদিকে গ্রুপ পর্বে ২ ম্যাচে ১টি জয় ও ১টি অমীমাংসিত হওয়ার পর সুপার ফোরে প্রবেশ করে ভারত। সেখানে পরপর ২ ম্যাচ জিতে টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট হয় ভারত। টিম ইন্ডিয়ার নজর ছিল পরীক্ষায়। একাদশে পাঁচটি পরিবর্তন করা হয়। বাংলাদেশের বিরুদ্ধে রান তাড়ায় সেঞ্চুরি শুভমন গিলের। মাত্র ৬ রানে হার ভারতের। এশিয়া কাপে এই নিয়ে দ্বিতীয় বার বাংলাদেশের কাছে হার। ফাইনালের আগে যা কিছুটা হলেও অস্বস্তিতে রাখবে ভারতীয় থিঙ্কট্যাঙ্ককে। আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ (IND vs BAN) ম্যাচের বিস্তারিত জানতে নজর রাখুন TV9Bangla Sports এর এই লাইভব্লগে।

Key Events

ফাইনালের আগে হার

ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারত। তার আগে বাংলাদেশের কাছে হার।

বাংলাদেশের ইতিহাস!

এশিয়া কাপে একমাত্র ২০১২ সালে ভারতকে হারিয়েছিল। এই নিয়ে দ্বিতীয় জয়।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 15 Sep 2023 11:22 PM (IST)

    ফাইনালের আগে ধাক্কা!

    পরীক্ষাও জরুরি ছিল। ফাইনাল নিশ্চিত হওয়ায় পাঁচটি পরিবর্তন হয়েছিল ভারতের একাদশে। ট্রফির ম্যাচের আগে হারে কিছুটা যেন অস্বস্তি : বাংলাদেশের কাছে হার, ভারতের প্রাপ্তি শুভমনের সেঞ্চুরি

  • 15 Sep 2023 11:11 PM (IST)

    খুব কাছ থেকে…

    মাত্র ৬ রানে হার। ফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল ভারতের। বেশ কয়েকজনকে বিশ্রামও দেওয়া হয়েছিল। টুর্নামেন্টের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় বার বাংলাদেশের কাছে হার। শুভমনের সেঞ্চুরি, অক্ষরের অনবদ্য ইনিংস ভারতের প্রাপ্তি।

  • 15 Sep 2023 10:00 PM (IST)

    শুভমনের সেঞ্চুরি

    ১১৭ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন শুভমন গিল। এ বছর স্বপ্নের ফর্মে রয়েছেন। এ বছর ওয়ান ডে ফরম্যাটে হাজার রানও পেরিয়ে গিয়েছেন শুভমন। এ বার দলকে জেতানোর পালা।

  • 15 Sep 2023 08:54 PM (IST)

    ভারতের চতুর্থ ধাক্কা

    একাধিক ক্রিকেটার বিশ্রামে। ঈশান কিষাণের কাছে সুযোগ ছিল আরও একটা বড় ইনিংস খেলে টিম ম্যানেজমেন্টকে ভাবনায় রাখার। রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট ঈশান। ক্রিজে সূর্য।

  • 15 Sep 2023 08:31 PM (IST)

    জুটি ভাঙল ভারতের

    ডট বলের চাপে পড়লেন লোকেশ রাহুল। ৩৮ বলে ১৯ রানে আউট। অফস্পিনার মেহদি হাসানের বোলিংয়ে শর্ট মিড উইকেটে সহজ ক্যাচ।

  • 15 Sep 2023 08:03 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • ভারতের পাওয়ার প্লে শেষ।
    • প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৪২ রান তুলেছে ভারত।
    • ক্রিজে শুভমন গিল ও লোকেশ রাহুল।
    • গিল ব্যাট করছেন ২৬ বলে ১৯ রানে।
    • রাহুল রয়েছেন ২৩ বলে ১১ রানে।
  • 15 Sep 2023 07:28 PM (IST)

    তিলক আউট

    এক ডেবিউটান্ট নিলেন আর এক অভিষেককারীর উইকেট। তিলক ভার্মার উইকেট তুলে নিলেন বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা তানজিম সাকিব। ৯ বলে মাত্র ৫ রান করে ফিরলেন তিলক।

  • 15 Sep 2023 07:18 PM (IST)

    তিনে তিলক

    ভারতের হয়ে ওডিআইতে আজ ডেবিউ হল তিলক ভার্মার। রোহিত শর্মা আউট হওয়ার পর তিন নম্বরে নামলেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি তিলক ভার্মা। অভিষেক ম্যাচে তিলক কেমন ছাপ রাখেন, সেটাই দেখার।

  • 15 Sep 2023 07:16 PM (IST)

    ভারতের ইনিংসের শুরুতেই আউট রোহিত

    রান তাড়া করতে নেমেছে ভারত। প্রথম ওভারের দ্বিতীয় বলে বাংলাদেশের হয়ে ডেবিউ হওয়া তানজিম সাকিব তুলে নিলেন রোহিত শর্মার উইকেট। শূন্যে ফিরলেন ভারত অধিনায়ক।

  • 15 Sep 2023 06:42 PM (IST)

    ভারতের টার্গেট ২৬৬

    নির্ধারিত ৫০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান তুলল সাকিব আল হাসানের বাংলাদেশ। ভারতের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নিয়েছেন শার্দূল ঠাকুর। বাংলাদেশের হয়ে সর্বাধিক রান করেছেন সাকিব আল হাসান (৮০)।

  • 15 Sep 2023 06:04 PM (IST)

    সামি এনে দিলেন সপ্তম উইকেট

    মহম্মদ সামি ভারতকে এনে দিলেন সপ্তম উইকেট। আউট তৌহিদ হৃদয়। ৮১ বলে ৫৪ রান করে মাঠ ছাড়লেন হৃদয়।

  • 15 Sep 2023 05:52 PM (IST)

    হৃদয়ের অর্ধশতরান

    ৭৭ বলে অর্ধশতরান পূর্ণ করলেন তৌহিদ হৃদয়। ৩৯.৪ ওভারে অক্ষর প্যাটেলের বলে চার মেরে অর্ধশতরান পূর্ণ করলেন হৃদয়।

  • 15 Sep 2023 05:34 PM (IST)

    জাডেজার মাইলস্টোন, আউট শামিম

    শামিম হোসেনের উইকেট হারাল বাংলাদেশ। রবীন্দ্র জাডেজা আন্তর্জাতিক ওডিআইকে ২০০ উইকেটের রেকর্ড পূর্ণ করলেন।

  • 15 Sep 2023 05:28 PM (IST)

    সাকিবকে ফেরালেন শার্দূল

    অবশেষে সাকিব-হৃদয় জমাট জুটি ভাঙলেন শার্দূল ঠাকুর। ৮০ রান করে মাঠ ছাড়লেন বাংলাদেশের অধিনায়ক সাকিব। আপাতত বাংলাদেশের দলগত স্কোর ১৬০/৫।

  • 15 Sep 2023 05:15 PM (IST)

    সাকিব-হৃদয় জমাট জুটি

    বাংলাদেশের ইনিংসের ৩১ ওভারের খেলা শেষ। ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছে বাংলাদেশ। সাকিব-হৃদয়ের জুটি রীতিমতো জমে উঠেছে। ৩১ ওভার শেষে ৮১ বলে ৭৭ রান করেছেন সাকিব। হৃদয় ৫২ বলে ৩০ রান করেছেন।
  • 15 Sep 2023 04:55 PM (IST)

    সাকিবের হাফসেঞ্চুরি

    অক্ষর প্যাটেলের বলে ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ৬৫ বলে অর্ধশতরান পূর্ণ টাইগার্সদের ক্যাপ্টেনের।

  • 15 Sep 2023 04:49 PM (IST)

    দলগত ১০০ রান পূর্ণ

    বাংলাদেশের দলগত ১০০ রান পূর্ণ হল। ক্রিজে সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়।

  • 15 Sep 2023 04:40 PM (IST)

    ২১ ওভারে বাংলাদেশ ৮১/৪

    চার উইকেট হারিয়ে হৃদয়-সাকিব জুটিতে এগোচ্ছে বাংলাদেশ। ২১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৮১।

  • 15 Sep 2023 04:17 PM (IST)

    মেহেদি আউট

    মেহেদি হাসান মিরাজকে ফেরালেন অক্ষর প্যাটেল। ২৮ বলে ১৩ রান করে মাঠ ছাড়লেন মিরাজ।

  • 15 Sep 2023 03:53 PM (IST)

    ১০ ওভারে বাংলাদেশ ৪৪/৩

    বাংলাদেশের ইনিংসের ১০ ওভারের খেলা শেষ। ৩ উইকেট হারিয়ে ৪৪ রান তুলেছে বাংলাদেশ। ক্রিজে সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। ১০ ওভারের শেষ বলে মেহেদির ক্যাচ মিস করেন সূর্যকুমার যাদব।

  • 15 Sep 2023 03:34 PM (IST)

    এনামুল আউট

    তৃতীয় ধাক্কা খেল বাংলাদেশ। শার্দূল ঠাকুর তুলে নিলেন এনামুল হকের উইকেট। ১১ বলে ৪ করে ফিরলেন এনামুল।

  • 15 Sep 2023 03:19 PM (IST)

    বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন

    বাংলাদেশকে দ্বিতীয় ধাক্কা দিলেন শার্দূল ঠাকুর। ১৩ রান করে আউট তানজিদ হাসান। 

  • 15 Sep 2023 03:13 PM (IST)

    সামি এনে দিলেন প্রথম উইকেট

    শূন্যে ফিরলেন ওপেনার লিটন দাস। বাংলাদেশকে প্রথম ধাক্কা দিলেন মহম্মদ সামি। দলগত ১৩ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ।

  • 15 Sep 2023 03:01 PM (IST)

    বাংলাদেশের ইনিংস শুরু

    বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামলেন লিটন দাস ও তানজিদ হাসান।

  • 15 Sep 2023 02:55 PM (IST)

    বাংলাদেশের হয়ে ডেবিউ এক ক্রিকেটারের

    বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে আজ ওডিআইতে ডেবিউ হল তানজিম সাকিবের।

  • 15 Sep 2023 02:32 PM (IST)

    টস আপডেট

    সুপার ফোরের শেষ ম্যাচে টস জিতলেন রোহিত শর্মা। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক।

  • 15 Sep 2023 02:30 PM (IST)

    পড়ুন IND vs BAN ম্যাচের প্রিভিউ

    আর ৩০ মিনিট পর শুরু হবে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ। তার আগে পড়ে নিন এই ম্যাচের প্রিভিউ।

    পড়ুন বিস্তারিত – নিয়মরক্ষার ম্যাচ, উইনিং কম্বিনেশন বনাম পরীক্ষা ধাঁধায় ভারত

  • 15 Sep 2023 02:21 PM (IST)

    আজ ওডিআই ডেবিউ তিলক ভার্মার

    বাংলাদেশের বিরুদ্ধে আজ আন্তর্জাতিক ওডিআইতে ডেবিউ হচ্ছে তরুণ তুর্কি তিলক ভার্মার। অধিনায়ক রোহিত শর্মা তাঁকে ডেবিউ ক্যাপ তুলে দিলেন।

  • 15 Sep 2023 02:08 PM (IST)

    কোন কোন রেকর্ড তৈরি হতে পারে আজকের ম্যাচে?

    কলম্বোয় আজ মুখোমুখি মেন ইন ব্লু আর টাইগার্সরা। এক ঝলকে দেখে নিন আজ এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে যে রেকর্ড গড়তে পারেন দুই দলের ক্রিকেটাররা

    পড়ুন বিস্তারিত – India vs Bangladesh: এশিয়া কাপের সুপার-৪ এর শেষ ম্যাচে যে রেকর্ডের সামনে রোহিত-সাকিবরা

  • 15 Sep 2023 02:01 PM (IST)

    সুপার-৪ এ আজ শেষ ম্যাচ

    চলতি এশিয়া কাপের সুপার-৪-এ আজ শেষ ম্যাচ। কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার ভারত ও সাকিব আল হাসানের বাংলাদেশ।

Published On - Sep 15,2023 2:00 PM

Follow Us: