দিন যত এগিয়ে আসছে, উন্মাদনা বাড়ছে। ভারত-বাংলাদেশ সিরিজ মানেই বাড়তি আকর্ষণ। এ বার তা আরও বেড়েছে। টেস্ট ক্রিকেটে ভারতকে কখনও হারাতে পারেনি বাংলাদেশ। সদ্য পাকিস্তানকে তাদেরই ঘরের মাঠে ক্লিনসুইপ করেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে পার্থক্য গড়ে দিয়েছিলেন বাংলাদেশের কিপার ব্যাটার লিটন দাস। চাপের মুখে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। পাকিস্তানকে প্রথম বার হারানোর স্বাদ, সঙ্গে ভারত সফরের আগে জোড়া ভয়ও রয়েছে। ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা প্রচুর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন। কিন্তু টেস্ট ক্রিকেট যে পুরোপুরি আলাদা। সে কারণেই ভয়। কী বলছেন লিটন দাস?
লিটন দাসের প্রথম ভয় অবশ্য আত্মতুষ্টি। তার কারণ, পাকিস্তানের বিরুদ্ধে এর আগে কখনও টেস্ট জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। এ বার প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়েছিল তারা। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজও জয়! ভারতের বিরুদ্ধেও টেস্টে কোনও দিন জয় পায়নি বাংলাদেশ। সেই লক্ষ্য পূরণে প্রধান ভয় পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সই। মিরপুরে ভারত সফরের প্র্যাক্টিস করছে বাংলাদেশ ক্রিকেট টিম। সাংবাদিক সম্মেলনে কিপার-ব্যাটার লিটন দাস বলেন, ‘পাকিস্তানে আমরা ভালো খেলেছি। তবে সেটা কিন্তু অতীত হয়ে গিয়েছে। আমাদের এখন পরবর্তী সিরিজের কথাই ভাবা উচিত।’
আর এ বিষয়ে সংবাদমাধ্যমেরও সহযোগিতা চেয়েছেন লিটন। পাকিস্তান সফর নিয়ে যত কম কথা বলা যায়, ততটাই ভারত সিরিজ নিয়ে ফোকাস করা যাবে, এমনটাই মনে করেন লিটন। বলছেন, ‘পাকিস্তান সিরিজ নিয়ে আপনারা খুব বেশি না বললেই ভালো। একজন প্লেয়ার হিসেবে আমার কাছে ওই সিরিজ অতীত।’ লিটনের প্রধান ভয় এসজি টেস্ট বল। বিভিন্ন দেশেই আলাদা বলে খেলা হয়। ঘরের মাঠে কুকাবুরা বলে খেলে থাকে বাংলাদেশ। এমনকি পাকিস্তানেও একই ব্র্যান্ডে খেলা হয়। ভারতে টেস্ট ক্রিকেটে এসজি বল ব্যবহার হয়। টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও রয়েছে। বাংলাদেশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাদের হোয়াইট বল স্পেশালিস্ট ক্রিকেটাররা কুকাবুরা বলেই প্রস্তুতি সারছেন। টেস্ট যারা খেলবেন, তাঁদের চিন্তা এসজি বল। কেন? সেটাই ব্যাখ্যা করেন লিটন।
বাংলাদেশের কিপার ব্যাটার লিটন আরও বলেন, ‘ভারতে আলাদা বলে খেলতে হবে। এসজি বলে খেলা খুবই কঠিন। কুকাবুরা বল তুলনামূলক ভাবে অনেক সহজ। পুরনো হলেও সমস্যা হয় না। এসজি বলে উল্টো। বল পুরনো হলে খেলতে প্রচণ্ড সমস্যা হয়।’ এসজি বল নতুন থাকতে হার্ড থাকে। ব্যাটে সহজেই পৌঁছয়। শট খেলা সহজ হয়। বল যত পুরনো হতে শুরু করে, শট খেলা সমস্যা হয়। সে কারণেই আতঙ্কে রয়েছেন লিটন। তার উপর ভারতের স্পিন আক্রমণ বিশ্বের অন্যতম সেরা।