IND vs BAN: ‘নতুন’দের নিয়ে বিশেষ প্রস্তুতি ভারতের
India vs Bangladesh T20I Series: সামনে ভারতের টানা টেস্ট সূচি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট এবং অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের সিরিজ। সে কারণেই টেস্ট স্কোয়াডের প্লেয়ারদের টি-টোয়েন্টিতে রাখা হয়নি। নতুনদের নিয়ে বিশেষ প্রস্তুতি ফিল্ডিং কোচ টি দিলীপের।
টেস্ট সিরিজে বাংলাদেশকে ক্লিনসুইপ করেছে ভারত। টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বকাপের পর জিম্বাবোয়ে, শ্রীলঙ্কাতেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। স্বাভাবিক ভাবেই বাংলাদেশের বিরুদ্ধে প্রত্যাশা অনেক অনেক বেশি থাকবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে ভারত শীর্ষে রয়েছে। তবে এখনই ফাইনাল নিশ্চিত নয়। সামনে ভারতের টানা টেস্ট সূচি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট এবং অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের সিরিজ। সে কারণেই টেস্ট স্কোয়াডের প্লেয়ারদের টি-টোয়েন্টিতে রাখা হয়নি। নতুনদের নিয়ে বিশেষ প্রস্তুতি ফিল্ডিং কোচ টি দিলীপের।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে সেরা ফিল্ডার হিসেবে যুগ্মভাবে মেডেল জিতেছেন যশস্বী জয়সওয়াল ও মহম্মদ সিরাজ। দুর্দান্ত ফিল্ডিং করেছে ভারত। স্লিপ ফিল্ডার হিসেবে যশস্বীর উত্থান বড় প্রাপ্তি। তেমনই দুর্দান্ত কিছু ক্যাচ নিয়েছেন সিরাজ, রোহিত এবং লোকেশ রাহুল। টি-টোয়েন্টিতেও একই মেজাজ ধরে রাখতে চান টি-দিলীপ। সূর্যকুমার যাদবের নেতৃত্বে যেমন অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন, তেমনই স্কোয়াডে বেশ কিছু নতুন মুখ। স্বাভাবিক ভাবেই তাঁদের দিকে বাড়তি নজর দিতে হচ্ছে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি। তার আগে প্র্যাক্টিস সেশনে ফিল্ডিংয়ে বাড়তি জোর দেন টি দিলীপ। টেস্টে যে ফিল্ডিংয়ের মান দেখিয়েছে ভারত, সেই ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য।
Gearing 🆙 in Gwalior with radiant rhythm and full flow 👌👌 #TeamIndia hone their fielding skills ahead of the #INDvBAN T20I series opener 🙌@IDFCFIRSTBank pic.twitter.com/RjbUb7scXe
— BCCI (@BCCI) October 4, 2024
টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ভারতের স্কোয়াড-সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জীতেশ শর্মা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব।
বাংলাদেশ স্কোয়াড-নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লা, লিটন দাস, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসা, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান