ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগামী মরসুমে মেগা অকশন। রিটেনশন পলিসিও জানিয়ে দিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল এবং বোর্ড। বেশ কিছু নতুন সিদ্ধান্ত হয়েছে। তেমনই ফেরানো হয়েছে রাইট টু ম্যাচ কার্ড (RTM) এবং ‘আনক্যাপড’ প্লেয়ার নিয়মও। মনে হতেই পারে, আনক্যাপড প্লেয়ারের কোন নিয়ম? সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটে না খেলা ক্রিকেটাররাই আনক্যাপড। তবে আইপিএলের শুরুর দিকে একটি নিয়ম ছিল, যেটি কাজে না লাগায় তুলে নেওয়া হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার যদি পাঁচ বছর কিংবা তারও বেশি সময় আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে থাকেন, কিংবা জাতীয় দলের স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ না পান, আইপিএলে তাঁদের আনক্যাপড প্লেয়ার হিসেবে গণ্য করা হবে। মহেন্দ্র সিং ধোনিকে এই নিয়মে সহজেই রাখতে পারবে চেন্নাই সুপার কিংস। ভারত-বাংলাদেশ সিরিজেও ফ্র্যাঞ্চাইজিগুলির বিশেষ নজর থাকবে। টাকার অঙ্ক যেন শুরু হবে এই সিরিজেই।
এ বার যে পলিসি হয়েছে, তাতে রিটেনশন এবং আরটিএম মিলিয়ে ছয় জনকে রাখা যাবে। প্রথম তিনজনের জন্য যথাক্রমে ১৮, ১৪ এবং ১১ কোটি। পরবর্তী দু-জনের জন্য ১৮ ও ১৪ কোটি। আনক্যাপড প্লেয়ারদের ক্ষেত্রে ৪ কোটি। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে রয়েছেন মায়াঙ্ক যাদব, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডির মতো তিন মুখ। এর মধ্যে হর্ষিত রানা জাতীয় দলে আগেও ডাক পেয়েছেন। তবে অভিষেক হয়নি। মায়াঙ্ক প্রথম বার জাতীয় দলে। নীতীশ জিম্বাবোয়ে সফরের স্কোয়াডে থাকলেও চোটে শেষ মুহূর্তে ছিটকে গিয়েছিলেন।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ অংশ হর্ষিত রানা। নতুন বল হোক কিংবা স্লগ ওভার, তাঁর উপর ভরসা করা যায়। কেকেআর তাঁকে রিটেন করার কথা ভাবছে। যদিও অন্তরায় হয়ে দাঁড়াতে পারে টাকার অঙ্ক। আপাতত যা পরিস্থিতি, হর্ষিতকে আনক্যাপড প্লেয়ার হিসেবে ৪ কোটিতে রিটেন করতে পারবে নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে খেলার সুযোগ পেলে তিনি আর আনক্যাপড থাকছেন না। সেক্ষেত্রে তাঁকে রাখতে গেলে ন্যুনতম ১১ কোটি দিতে হবে। একই পরিস্থিতি লখনউ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদের। মায়াঙ্ক যাদব এবং নীতীশ ছিলেন যথাক্রমে লখনউ ও সানরাইজার্সে। বাংলাদেশ সিরিজে অভিষেক হলে তাঁরাও আর আনক্যাপড থাকছেন না।
শুধু টাকার ক্ষেত্রেই নয়, এই সিরিজে পারফরম্যান্স দেখেও অনেক প্লেয়ারকে রিটেনশনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। রিঙ্কু সিংকে রিটেন করতে হলে কেকেআরের খরচ হবে অন্তত ১১ কোটি। তেমনই অভিষেক শর্মার দিকে নজর থাকবে সানরাইজার্সের। গত মরসুমে দুর্দান্ত খেলা অভিষেক জাতীয় দলের হয়ে জিম্বাবোয়েতে খেলেছেন এবং কেরিয়ারের দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এ বার বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ নিজের দর বাড়িয়ে নেওয়ার। কাল থেকে শুরু তিন ম্যাচের সিরিজ।
টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ভারতের স্কোয়াড-সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জীতেশ শর্মা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব।