AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NZ 2nd Test Day 2 Highlights: দ্বিতীয় দিনের শেষে ৩৩২ রানে এগিয়ে কোহলির ভারত

| Edited By: | Updated on: Dec 04, 2021 | 5:43 PM
Share

India vs New Zealand 2nd Test Day 2 Live Score: মুম্বইতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড।

IND vs NZ 2nd Test Day 2 Highlights: দ্বিতীয় দিনের শেষে ৩৩২ রানে এগিয়ে কোহলির ভারত
মুম্বইতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি কোহলি-ল্যাথাম

মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হয়ে গিয়েছে ভারত-নিউজিল্যান্ডের (India vs New Zealand) দুই ম্যাচের টেস্ট (Test) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। কানপুর টেস্ট ড্র হওয়ার পর এ বার মুম্বই টেস্টের পালা। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর বিশ্রাম নিয়ে দলে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। দ্বিতীয় টেস্টে টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক কোহলি। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ২২১। দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষে ভারতের স্কোর ছিল ৬ উইকেটে ২৮৫। দ্বিতীয় সেশনে স্কোরবোর্ডে ৪০ রান তোলেন অক্ষররা। হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন তিনি। তবে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও ওয়াংখেড়ের পিচ থেকে সব থেকে বেশি সাফল্য পেলেন আজাজ প্যাটেল। ৩২৫ রানে অলআউট হল টিম ইন্ডিয়া। ভারতকে অলআউট করলেন একজন মাত্র কিউয়ি বোলার। আজাজ প্যাটেল। একইসঙ্গে এক ইনিংসে ১০টি উইকেট নিয়ে ইতিহাস গড়লেন তিনি।

মুম্বই টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ। মুম্বইতে দ্বিতীয় দিন ৩২৫ রানে ভারত অলআউট হওয়ার পর মাঠে নামে কিউয়িরা। অশ্বিন-সিরাজ-অক্ষরদের দাপটে ৬২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ৪ উইকেট অশ্বিনের। ৩টি উইকেট নিলেন সিরাজ। ২ টি উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল এবং একটি উইকেট পেয়েছেন জয়ন্ত যাদব। ৫ ওভার বল করেছিলেন উমেশ যাদব। কিন্তু তিনি কোনও উইকেট পাননি। ফলে দ্বিতীয় দিনই দ্বিতীয় ইনিংস খেলতে নামে টিম ইন্ডিয়া। দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬৯। ৩৮ রানে অপরাজিত মায়াঙ্ক আগরওয়াল এবং ২৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন চেতেশ্বর পূজারা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 04 Dec 2021 05:23 PM (IST)

    দ্বিতীয় দিনের খেলা শেষ

    মুম্বই টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ। মুম্বইতে দ্বিতীয় দিন ৩২৫ রানে ভারত অলআউট হওয়ার পর মাঠে নামে কিউয়িরা। অশ্বিন-সিরাজ-অক্ষরদের দাপটে ৬২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ফলে দ্বিতীয় দিনই দ্বিতীয় ইনিংস খেলতে নামে টিম ইন্ডিয়া। দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬৯। ৩৮ রানে অপরাজিত মায়াঙ্ক আগরওয়াল এবং ২৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন চেতেশ্বর পূজারা।

  • 04 Dec 2021 05:19 PM (IST)

    ২০ ওভারে ভারত ৬৩/০

    দ্বিতীয় দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংস শুরু হয়ে গিয়েছে। ২০ ওভারের খেলার পর ভারতের স্কোর বিনা উইকেটে ৬৩।

  • 04 Dec 2021 04:50 PM (IST)

    ১৫ ওভারে ভারত ৫০/০

    দ্বিতীয় সেশনে ১৫ ওভার খেলা হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। কোনও উইকেট না হারিয়ে ১৫ ওভারে পূজারা-মায়াঙ্ক তুলেছেন ৫০ রান। ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করে ফেলেছে পূজারা-মায়াঙ্ক জুটি।

  • 04 Dec 2021 04:29 PM (IST)

    ১০ ওভারে ভারত ৩০/০

    দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ভারত দ্বিতীয় ইনিংসের ১০ ওভারের খেলা সম্পূর্ণ করেছে। প্রথম ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ৩০ রান।

    পূজারা ১৮*, মায়াঙ্ক ১২*

  • 04 Dec 2021 04:11 PM (IST)

    ৫ ওভারে ভারত ১৬/০

    ভারতের দ্বিতীয় ইনিংসের খেলা চলছে। ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারতের ওপেনিং জুটি তুলেছে ১৬ রান।

  • 04 Dec 2021 03:49 PM (IST)

    ভারতের দ্বিতীয় ইনিংস শুরু

    ওপেনিংয়ে নেমে পড়লেন চেতেশ্বর পূজারা ও মায়াঙ্ক আগরওয়াল।

  • 04 Dec 2021 03:41 PM (IST)

    ৬২ রানে অল আউট নিউজিল্যান্ড

    ৬২ রানে গোটা নিউজিল্যান্ড দলকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিল ভারত। ৪ উইকেট অশ্বিনের। ৩টি উইকেট নিলেন সিরাজ। ২ টি উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল এবং একটি উইকেট পেয়েছেন জয়ন্ত যাদব। ৫ ওভার বল করেছিলেন উমেশ যাদব। কিন্তু তিনি কোনও উইকেট পাননি।

  • 04 Dec 2021 03:36 PM (IST)

    আট উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড

    টি-ব্রেক থেকে ফিরে জোড়া ধাক্কা। আট উইকেট হারিয়ে কোনঠাসা কিউয়িরা।

  • 04 Dec 2021 02:43 PM (IST)

    চা বিরতি

    চা বিরতির মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলেছে কিউয়িরা। প্রথম ইনিংসে এখনও পর্যন্ত ১৬.৪ ওভার খেলে ৩৮ রান তুলেছে কিউয়িরা।

  • 04 Dec 2021 02:27 PM (IST)

    নিকোলাস আউট

    হেনরি নিকোলাসের উইকেট তুলে নিলেন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। পঞ্চম উইকেট হারাল কিউয়িরা। ৭ রান করে সাজঘরে ফিরলেন নিকোলাস

  • 04 Dec 2021 02:11 PM (IST)

    ১০ ওভারে নিউজিল্যান্ড ২৭/৪

    ১০ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছে কিউয়িরা। এই মুহূর্তে নিউজিল্যান্ডের স্কোর ২৭।

  • 04 Dec 2021 02:03 PM (IST)

    মিচেল আউট

    ড্যারেল মিচেলকে ফেরালেন অক্ষর প্যাটেল। ৮ রান করে সাজঘরে ফিরলেন মিচেল। কিউয়িদের চতুর্থ উইকেটের পতন।

  • 04 Dec 2021 01:35 PM (IST)

    ল্যাথাম আউট

    উইল ইয়ংয়ের পর একই ওভারে টম ল্যাথামকেও (১০) ফেরালেন মহম্মদ সিরাজ।

  • 04 Dec 2021 01:30 PM (IST)

    ইয়ং আউট

    কিউয়ি ওপেনার উইল ইয়ংকে ফেরালেন মহম্মদ সিরাজ। প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড। ৪ রান করে সাজঘরে ফিরলেন ইয়ং।
  • 04 Dec 2021 01:19 PM (IST)

    কিউয়িদের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন টম ল্যাথম ও উইল ইয়ং।

  • 04 Dec 2021 01:13 PM (IST)

    আজাজের কীর্তি

    মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একমাত্র যে কিউয়ি বোলারের শাসন চলল তিনি হলেন আজাজ প্যাটেল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র তৃতীয় বোলার যিনি এক ইনিংসে ১০ উইকেট তুলে নিলেন।

  • 04 Dec 2021 01:08 PM (IST)

    ভারতের প্রথম ইনিংস শেষ

    ৩২৫ রানে অলআউট হল টিম ইন্ডিয়া। ভারতকে অলআউট করলেন একজন মাত্র কিউয়ি বোলার। আজাজ প্যাটেল। একইসঙ্গে এক ইনিংসে ১০টি উইকেট নিয়ে ইতিহাস গড়লেন তিনি।

  • 04 Dec 2021 12:52 PM (IST)

    অক্ষর আউট

    অক্ষর প্যাটেলের উইকেট তুলে নিলেন আজাজ প্যাটেল। ভারতের আট নম্বর উইকেটও চলে গেল আজাজের খাতায়। ৫২ রান করে সাজঘরে ফিরলেন অক্ষর প্যাটেল।

  • 04 Dec 2021 12:34 PM (IST)

    অক্ষরের হাফসেঞ্চুরি

    মুম্বই টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন অক্ষর প্যাটেল। টেস্ট কেরিয়ারে এটি অক্ষরের প্রথম হাফসেঞ্চুরি।

  • 04 Dec 2021 12:24 PM (IST)

    ১০০ ওভারে ভারত ২৯১/৭

    ১০০ ওভারের খেলা শেষ। লাঞ্চ বিরতির পরই ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে ফিরিয়েছেন আজাজ প্যাটেল। ক্রিজে অক্ষর-জয়ন্ত।
  • 04 Dec 2021 12:20 PM (IST)

    লাঞ্চ বিরতির পরই আউট মায়াঙ্ক

    দ্বিতীয় সেশনের শুরুতেই ভারতকে বড় ধাক্কা দিলেন আজাজ প্যাটেল। লাঞ্চ বিরতির পর মায়াঙ্কের উইকেট হারাল টিম ইন্ডিয়া। ১৫০ রান করে সাজঘরে ফিরলেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক।

  • 04 Dec 2021 12:13 PM (IST)

    লাঞ্চ বিরতির পর খেলা শুরু

    মুম্বই টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় ইনিংস শুরু। ক্রিজে মায়াঙ্ক-অক্ষর।

  • 04 Dec 2021 11:34 AM (IST)

    লাঞ্চ বিরতি

    প্রথম সেশনের খেলা শেষ। মুম্বই টেস্টের প্রথম দিনে ৪ উইকেট হারানোর পর পর দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২টি উইকেট হারিয়েছে ভারত। এবং স্কোরবোর্ডে জুড়েছে ৬৪ রান। লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ৬ উইকেটে ২৮৫। টিম ইন্ডিয়ার ৬টি উইকেটই তুলে নিয়েছেন আজাজ প্যাটেল।

  • 04 Dec 2021 11:22 AM (IST)

    ৯৫ ওভারে ভারত ২৭৫/৬

    প্রথম সেশনের খেলা শেষের দিকে। ৯৫ ওভারে ৬ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ২৭৫ রান।

  • 04 Dec 2021 10:59 AM (IST)

    ৯০ ওভারে ভারত ২৬৩/৬

    দ্বিতীয় দিনের শুরুতেই পরপর ২ উইকেট হারিয়ে, মায়াঙ্ক-অক্ষর জুটিতে এগোচ্ছে ভারত। ৯০ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৬ উইকেটে ২৬৩।

  • 04 Dec 2021 10:42 AM (IST)

    ৮৫ ওভারে ভারত ২৫৯/৬

    অক্ষর-মায়াঙ্ক জুটিতে এগোচ্ছে ভারত। ৮৫ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৬ উইকেটে ২৫৯।

  • 04 Dec 2021 10:11 AM (IST)

    ৮০ ওভারে ভারত ২৪৭/৬

    প্রথম দিন ৭০ ওভারের খেলা হওয়ার পর দ্বিতীয় দিনে ১০ ওভারের খেলা হয়ে গিয়েছে। ৮০ ওভারে ভারতের স্কোর  ৬ উইকেটে ২৪৭।

  • 04 Dec 2021 09:42 AM (IST)

    ওয়াংখেড়ের ওনরবোর্ডে নাম লিখিয়ে ফেললেন আজাজ

    প্রথম দিনের শেষে তিনি ৪টি উইকেট পেয়েছিলেন। দ্বিতীয় দিনের শুরুতেই দুটি উইকেট তুলে নিয়ে ওয়াংখেড়ের ওনরবোর্ডে নাম তুলিয়ে ফেললেন মুম্বইজাত কিউয়ি বোলার আজাজ প্যাটেল।

  • 04 Dec 2021 09:40 AM (IST)

    অশ্বিন আউট

    ঋদ্ধিকে ফেরানোর পরের বলেই রবিচন্দ্রন অশ্বিনের উইকেট তুলে নিলেন আজাজ প্যাটেল। দ্বিতীয় দিনের শুরুতেই জোড়া ধাক্কা খেল টিম ইন্ডিয়া। কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরলেন অশ্বিন

  • 04 Dec 2021 09:37 AM (IST)

    ঋদ্ধি আউট

    দ্বিতীয় দিনের শুরুতেই ঋদ্ধিমান সাহার উইকেট তুলে নিলেন আজাজ প্যাটেল। পঞ্চম উইকেট হারাল ভারত। ২৭ রান করে সাজঘরে ফিরলেন ঋদ্ধি।

  • 04 Dec 2021 09:31 AM (IST)

    দ্বিতীয় দিনের খেলা শুরু

    মুম্বই টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু। ক্রিজে মায়াঙ্ক-ঋদ্ধি।

  • 04 Dec 2021 09:13 AM (IST)

    টিম টকের মুহূর্ত

    দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে ভারতের টিম টক

  • 04 Dec 2021 09:10 AM (IST)

    দেখে নিন দ্বিতীয় দিনের সেশনের সময়সূচি

  • 04 Dec 2021 09:05 AM (IST)

    আজ মুম্বই টেস্টের দ্বিতীয় দিন

    আর কিছুক্ষণ পর শুরু হবে মুম্বই টেস্টের দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিনের শেষে ১২০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন মায়াঙ্ক আগরওয়াল এবং ২৫ রানে অপরাজিত রয়েছেন ঋদ্ধিমান সাহা।

Published On - Dec 04,2021 9:00 AM