IND vs ZIM, 2nd ODI 2022 Highlights: এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল মেন ইন ব্লু

| Edited By: | Updated on: Aug 20, 2022 | 7:20 PM

India vs Zimbabwe Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম জিম্বাবোয়ের (Zimbabwe) দ্বিতীয় ওয়ান ডে (ODI) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

IND vs ZIM, 2nd ODI 2022 Highlights: এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল মেন ইন ব্লু
ভারত বনাম জিম্বাবোয়ে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ লাইভ

হারারে: জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতেছিল ভারত (India)। দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জিতল ভারত। ফলে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলল টিম ইন্ডিয়া। এ দিন টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত অধিনায়ক লোকেশ রাহুল। প্রথমে ব্যাটিং করে ১৬১ রানে অল আউট হয়ে যায় জিম্বাবোয়ে। টিম ইন্ডিয়ার টার্গেট ছিল ১৬২। আজ ভারতের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। শুরুতেই উইকেট দিয়ে বসেন লোকেশ রাহুল। ২৫.৪ ওভারের মাথায় টার্গেট পূর্ণ করে ফেলে টিম ইন্ডিয়া। ৩৯ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে যান সঞ্জু। পাশাপাশি উইকেটের পিছন থেকে নিয়েছেন ৩টি উইকেট। যার ফলে ম্যাচের সেরার পুরস্কার গিয়েছে সঞ্জুর ঝুলিতে। উল্লেখ্য, ২২ অগস্ট সিরিজের শেষ ম্যাচ।

Key Events

ম্যাচের সেরা সঞ্জু স্যামসন

৩৯ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে যান সঞ্জু। পাশাপাশি উইকেটের পিছন থেকে নিয়েছেন ৩টি উইকেট। যার ফলে ম্যাচের সেরার পুরস্কার গিয়েছে সঞ্জুর ঝুলিতে।

এই মুহূর্তে সিরিজের ফলাফল

এই মুহূর্তে ৩ ম্যাচের একদিনের সিরিজ জিতে নিয়েছে ভারত। ২-০ দাঁড়িয়ে সিরিজ। ২২ অগস্ট জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে নামবে ভারত।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 20 Aug 2022 07:18 PM (IST)

    এক ঝলকে ভারত বনাম জিম্বাবোয়ে দ্বিতীয় ওয়ান ডে

    • দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জিতল ভারত।
    • ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলল টিম ইন্ডিয়া।
    • এ দিন টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত অধিনায়ক লোকেশ রাহুল।
    • প্রথমে ব্যাটিং করে ১৬১ রানে অল আউট হয়ে যায় জিম্বাবোয়ে।
    • টিম ইন্ডিয়ার টার্গেট ছিল ১৬২।
    • আজ ভারতের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান।
    • শুরুতেই উইকেট দিয়ে বসেন লোকেশ রাহুল।
    • ২৫.৪ ওভারের মাথায় টার্গেট পূর্ণ করে ফেলে টিম ইন্ডিয়া।
    • ৩৯ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে যান সঞ্জু। পাশাপাশি উইকেটের পিছন থেকে নিয়েছেন ৩টি উইকেট। যার ফলে ম্যাচের সেরার পুরস্কার গিয়েছে সঞ্জুর ঝুলিতে।
    • উল্লেখ্য, ২২ অগস্ট সিরিজের শেষ ম্যাচ।
  • 20 Aug 2022 06:23 PM (IST)

    এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল মেন ইন ব্লু

    ইনোসেন্ট কাইয়াকে ছয় মেরে ম্যাচ জেতালেন সঞ্জু স্যামসন

  • 20 Aug 2022 05:41 PM (IST)

    ১৫ ওভারে ভারত ৯৮/৪

    খেলা বাকি এখনও ৩৫ ওভারের। শুরুর ১৫ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। স্কোরবোর্ডে মেন ইন ব্লু তুলেছে ৯৮ রান। ম্যাচ ও সিরিজ জেতার জন্য সামনের ৩৫ ওভারে ৬৪ রান তুলতে হবে ভারতকে।

  • 20 Aug 2022 05:33 PM (IST)

    গিল ফিরলেন সাজঘরে

    ঈশান কিষাণের পর শুভমন গিলের উইকেট তুলে নিলেন লুক জংওয়ে। ৩৪ বলে ৩৩ রান করে মাঠ ছাড়লেন গিল।

  • 20 Aug 2022 05:23 PM (IST)

    ঈশান আউট

    লুক জংওয়ে তুলে নিলেন ঈশান কিষাণের উইকেট। ১৩ বল খেলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়লেন ঈশান।

  • 20 Aug 2022 05:13 PM (IST)

    ১০ ওভারে ভারত ৭৫/২

    খেলা বাকি এখনও ৪০ ওভারের। শুরুর ১০ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। ক্রিজে রয়েছেন শুভমন গিল ও ঈশান কিষাণ। ম্যাচ জিততে হলে ভারতকে তুলতে হবে ৪০ ওভারে ৮৭ রান

  • 20 Aug 2022 04:59 PM (IST)

    শিখর আউট

    শিখর ধাওয়ানের উইকেট তুলে নিলেন তানাকা শিভাঙ্গা। ২১ বলে ৩৩ রান করে মাঠ ছাড়লেন ধাওয়ান। দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলল ভারত।

  • 20 Aug 2022 04:30 PM (IST)

    কেএল রাহুল আউট

    শুরুতেই অধিনায়ক লোকেশ রাহুলের উইকেট হারিয়ে ফেলল ভারত। ৫ বল খেলে মাত্র ১ রান করে সাজঘরে ফিরে গেলেন কেএল। ভিক্টর নিয়াউচি তুলে নিলেন কেএলের উইকেট।

  • 20 Aug 2022 04:20 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    রান তাড়া করতে নামলেন লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। টিম ইন্ডিয়ার টার্গেট ১৬২।

  • 20 Aug 2022 04:05 PM (IST)

    এক নজরে জিম্বাবোয়ের ইনিংস

    • হারারেতে দ্বিতীয় ওয়ান ডে-তে টসে জেতেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল।
    • দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে পুরো ৫০ ওভার খেলতে পারল না জিম্বাবোয়ে।
    • ৩৮.১ ওভারেই গুটিয়ে গেল জিম্বাবোয়ের ইনিংস।
    • ১৬১ রান তুলল রেগিস চাকাভার দল।
    • জিম্বাবোয়ের বিরুদ্ধে সর্বাধিক রান করেন শন উইলিয়ামস (৪২)। দ্বিতীয় সর্বাধিক রান করেন রায়ান বার্ল (৩৯)।
    • ছয় বোলারে খেলেছে আজ ভারত। প্রত্যেকেই উইকেট পেয়েছেন।
    • দীপক চাহারের বদলে আজ একাদশে আসা শার্দূল ঠাকুর নিয়েছেন ৩টি উইকেট।
    • ১টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব ও দীপক হুডা।
  • 20 Aug 2022 03:56 PM (IST)

    ১৬১ রানে থেমে গেল জিম্বাবোয়ে

    হারারেতে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ১৬১ রান তুলে অল আউট জিম্বাবোয়ে। সিরিজ পকেটে পুরে ফেলতে হলে ভারতকে তুলতে হবে ১৬২ রান।

  • 20 Aug 2022 03:45 PM (IST)

    রান আউট নিয়াউচি

    শূন্যে ফিরলেন ভিক্টর নিয়াউচি। নয় নম্বর উইকেট হারিয়ে ফেলল জিম্বাবোয়ে।

  • 20 Aug 2022 03:35 PM (IST)

    ৩৫ ওভারে জিম্বাবোয়ের স্কোর ১৪১/৭

    খেলা বাকি আর ১৫ ওভারের। ক্রিজে রয়েছেন রায়ান বার্ল (২৭*) ও ব্র্যাড ইভান্স (৭*)।
  • 20 Aug 2022 03:22 PM (IST)

    সপ্তম উইকেট হারাল জিম্বাবোয়ে

    লুক জংওয়েকে ফেরালেন শার্দূল ঠাকুর। সাত নম্বর উইকেট হারাল জিম্বাবোয়ে। ১৬ বল খেলে ৬ রান করে মাঠ ছেড়েছেন লুক।

  • 20 Aug 2022 03:06 PM (IST)

    ৩০ ওভারে জিম্বাবোয়ের স্কোর ১১৩/৬

    খেলা বাকি আর ২০ ওভারের। ৩০ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৬ উইকেটে ১১৩। ক্রিজে রয়েছেন রায়ান বার্ল ও লুক জংওয়ে।

  • 20 Aug 2022 02:51 PM (IST)

    ছন্দে থাকা শনকে ফেরালেন হুডা

    জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার শন উইলিয়ামস ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ফর্মে ছিলেন। অবশেষে দীপক হুডার শিকার হয়ে ফিরলেন তিনি। হাফসেঞ্চুরি হাতছাড়া করে গেলেন হুডা। ৪২ বলে ৪২ রান করে যান শন। যার মধ্যে ছিল ৩টি চার ও ১টি ছয়।

  • 20 Aug 2022 02:30 PM (IST)

    রাজা আউট

    সিকন্দর রাজাকে প্যাভিলিয়নে পাঠালেন ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ৩১ বলে ১৬ রান করে মাঠ ছাড়লেন রাজা।

  • 20 Aug 2022 02:23 PM (IST)

    ২০ ওভারে জিম্বাবোয়ের স্কোর ৬৯/৪

    ২০ ওভারের খেলা শেষ। প্রথম ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে জিম্বাবোয়ে তুলেছে ৬৯ রান। ক্রিজে রয়েছেন শন উইলিয়ামস (২৩*) ও সিকন্দর রাজা (১৫*)।

  • 20 Aug 2022 01:48 PM (IST)

    পরপর উইকেট হারাচ্ছে জিম্বাবোয়ে

    এ বার প্রসিধের শিকার মাধবেরে, চতুর্থ উইকেট হারাল জিম্বাবোয়ে। ১২ বল খেলে ২ রান করে মাঠ ছাড়লেন মাধবেরে।

  • 20 Aug 2022 01:46 PM (IST)

    জোড়া ধাক্কা খেল জিম্বাবোয়ে

    • ১২ ওভারে মাত্র ২ রান খরচ করে জোড়া ধাক্কা দিলেন শার্দূল ঠাকুর। তৃতীয় উইকেট হারিয়ে ফেলল জিম্বাবোয়ে।
    • ওভারের শুরুতে ইনোসেন্ট কাইয়ার উইকেট তুলে নেন শার্দূল। ২৭ বলে ১৬ রান করে যান তিনি।
    • ওই ওভারেই অধিনায়ক রেগিস চাকাভাকেও সাজঘরে পাঠান শার্দূল। ৫ বল খেলে ২ রান করে যান চাকাভা।
  • 20 Aug 2022 01:32 PM (IST)

    ১০ ওভারে জিম্বাবোয়ের স্কোর ২৬/১

    হারারেতে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের প্রথম ১০ ওভারের খেলা শেষ। শুরুর ১০ ওভারের মধ্যে ওপেনার কাইতানোর উইকেট হারিয়েছে জিম্বাবোয়ে। ১০ ওভারে জিম্বাবোয়ের স্কোর ২৬/১

  • 20 Aug 2022 01:25 PM (IST)

    কাইতানো আউট

    ৮.৪ ওভারে তাকুজানাসে কাইতানোকে ফেরালেন মহম্মদ সিরাজ। প্রথম ধাক্কা খেল জিম্বাবোয়ে। ৩২ বল খেলে ৭ রান করে মাঠ ছাড়লেন কাইতানো।

  • 20 Aug 2022 12:47 PM (IST)

    জিম্বাবোয়ে ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন তাকুজানাসে কাইতানো ও ইনোসেন্ট কাইয়া

  • 20 Aug 2022 12:27 PM (IST)

    এক নজরে জিম্বাবোয়ের একাদশ

    জিম্বাবোয়ে একাদশ: তাকুজানাসে কাইতানো, ইনোসেন্ট কাইয়া, শন উইলিয়ামস, ওয়েসলি মাধবেরে, সিকান্দার রাজা, তানাকা শিভাঙ্গা, রেগিস চাকাভা (অধিনায়ক ও উইকেটকিপার), রায়ান বার্ল, লুক জংওয়ে, ব্র্যাডলি এভান্স, ভিক্টর নিয়াউচি।

    তাদিয়ানাসে মারুমানি ও রিচার্ড এনগারাভা নেই দ্বিতীয় ম্যাচে।

  • 20 Aug 2022 12:24 PM (IST)

    এক নজরে টিম ইন্ডিয়ার একাদশ

    ভারতের একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমন গিল, ঈশান কিষাণ, দীপক হুডা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণা ও মহম্মদ সিরাজ।

    মাত্র ১টি পরিবর্তন মেন ইন ব্লুতে।

  • 20 Aug 2022 12:23 PM (IST)

    দ্বিতীয় ওয়ান ডে -তে দীপক নেই

    টস করতে এসে ভারত অধিনায়ক লোকেশ রাহুল জানান, দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে খেলবেন না দীপক চাহার। তাঁর বদলে একাদশে এসেছেন শার্দূল ঠাকুর।

  • 20 Aug 2022 12:16 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে হারারেতে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল।

  • 20 Aug 2022 11:49 AM (IST)

    আর কিছুক্ষণের মধ্যেই হারারেতে দ্বিতীয় ওয়ান ডে-র লড়াই শুরু হবে

    জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-র জন্য তৈরি রাহুলব্রিগেড।

  • 20 Aug 2022 11:46 AM (IST)

    জিম্বাবোয়ের মাটিতে দুই দলের সাক্ষাৎ

    জিম্বাবোয়ের মাটিতে মোট ২৪ টি ম্যাচে সাক্ষাৎ হয়েছে দুই দলের। যার মধ্যে ২০ টি ম্যাচে জিতেছে ভারত এবং ৪ টি ম্যাচে জিতেছে জিম্বাবোয়ে।

  • 20 Aug 2022 11:46 AM (IST)

    এক নজরে হেড টু হেড

    হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে এর আগে ভারত ও জিম্বাবোয়ে ৬৪ বার ওয়ান ডে ক্রিকেটে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৫২ বার জিতেছে ভারত। এবং জিম্বাবোয়ে জিতেছে ১০ বার।

Published On - Aug 20,2022 11:45 AM

Follow Us: