ICC Women’s World Cup 2022: মেয়েদের বিশ্বকাপের আগে কিউয়িদের বিরুদ্ধে খেলবে ভারত

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 12, 2021 | 5:43 PM

মেয়েদের ২০২২ সালের ওয়ান ডে বিশ্বকাপের (Women’s World Cup 2022) আগে ভারতের (India) বিরুদ্ধে খেলবে নিউজিল্যান্ডের (New Zealand) মেয়েরা। বিশ্বকাপের আগে সেই ম্যাচে দুই দলেরই প্রস্তুতি হয়ে যাবে।

ICC Womens World Cup 2022: মেয়েদের বিশ্বকাপের আগে কিউয়িদের বিরুদ্ধে খেলবে ভারত
ICC Women's World Cup 2022: মেয়েদের বিশ্বকাপের আগে কিউয়িদের বিরুদ্ধে খেলবে ভারত

Follow Us

ক্রাইস্টচার্চ: মেয়েদের ২০২২ সালের ওয়ান ডে বিশ্বকাপের (Women’s World Cup 2022) আগে ভারতের (India) বিরুদ্ধে খেলবে নিউজিল্যান্ডের (New Zealand) মেয়েরা। বিশ্বকাপের আগে সেই ম্যাচে দুই দলেরই প্রস্তুতি হয়ে যাবে। ২০২২ সালে আট টিমের বিশ্বকাপ হবে নিউজিল্যান্ডের ছ’টা ভেনুতে। ভারত (India), অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো টিমগুলোর সঙ্গে খেলবে আরও তিনটে টিম। তবে সেই তিনটে দলকে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে হবে।

২২ বছরে এই প্রথম বার বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে নিউজিল্যান্ড। কিউয়ি মহিলা ক্রিকেট দলের সঙ্গে ছয় ম্যাচের টি-২০ সিরিজ ও পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। করোনার (COVID-19) কারণে মেয়েদের বিশ্বকাপ এক বছরের জন্য পিছিয়ে গিয়েছে। ২০২১ সালে মেয়েদের ৫০ ওভারের বিশ্বকাপ হওয়ার কথা ছিল। তা পিছিয়ে ২০২২ সালে অনুষ্ঠিত হওয়ার কথা। ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চের বদলে এই টুর্নামেন্ট হওয়ার কথা ২০২২ সালের মার্চ-এপ্রিলে। বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার ফলে নিউজিল্যান্ডের গ্রীষ্মকালীন মরসুম দেরিতে শুরু হবে।

নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট গ্রীষ্মের সময়সূচী প্রকাশ্যে আনতে দেরি হওয়াক কথা স্বীকার করেছেন। হোয়াইট একটি বিবৃতিতে বলেছেন, “এটি একটি সহজ সরল প্রক্রিয়া ছিল না এবং ব্যবস্থাগুলি চূড়ান্ত করার আগে আমাদের বেশ কয়েকটি অপ্রত্যাশিত পরিবর্তন করে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “গ্রীষ্মে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরিমাণ এবং গুণমান নিয়ে আমি আনন্দিত, বিশেষ করে এই ম্যাচগুলিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে। এবং ভারত সিরিজ হোয়াইট ফার্নসের বিশ্বকাপ প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ।”

আরও পড়ুন: T20 World Cup 2021: ‘হাসান যোদ্ধা, ও ফিরে আসবে’, বাবর

আরও পড়ুন: T20 World Cup 2021: নিজেরই মারাত্মক ভুলে ফাইনাল থেকে ছিটকে গেলেন কনওয়ে

আরও পড়ুন: India vs New Zealand: টেস্টে নেতা বিরাটই, দলে শ্রেয়স, ভরত

Next Article