T20 World Cup 2021: নিজেরই মারাত্মক ভুলে ফাইনাল থেকে ছিটকে গেলেন কনওয়ে

কিউয়ি কোচ গ্যারি স্টিড (Gary Stead) বলেন, 'এমন কাণ্ড ঘটিয়ে ফাইনাল থেকে ছিটকে যাওয়ায় ও নিজেও পস্তাচ্ছে। ব্ল্যাক ক্যাপসদের (Black Caps) খেলতে ও নিজেও মুখিয়ে থাকে। আমাদের থেকেও ও অনেক বেশি হতাশ হয়ে পড়েছে। গ্লাভসে ঠিক মতো প্যাডিং না থাকার জন্যই আঘাতটা ওর হাতে বেশি লেগেছে। ভাগ্য খারাপ, তাই ও ছিটকে গেল।'

T20 World Cup 2021: নিজেরই মারাত্মক ভুলে ফাইনাল থেকে ছিটকে গেলেন কনওয়ে
ডিভন কনওয়ে। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 12, 2021 | 2:48 PM

দুবাই: টুর্নামেন্টের সব ম্যাচ খেলেও ফাইনাল থেকে ছিটকে গেলেন ডেভন কনওয়ে (Devon Conway)। তাও নিজেরই করা এক মারাত্মক ভুলে। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে সেমিফাইনালে আউট হওয়ার পর হতাশায় নিজেরই ব্যাটে ডান হাত দিয়ে সজোরে মারেন। যার পরিণতি, তিনি বিশ্বকাপের ফাইনাল থেকেই ছিটকে গেলেন। শুধু ফাইনাল নয়, ভারত সফরেও নেই কনওয়ে।

সেমিফাইনালে লিভিংস্টোনের (Liam Livingstone) ডেলিভারি স্টেভ আউট করে মারতে যান কনওয়ে। কিন্তু বল মিস করায়, স্টাম্প আউট হয়ে যান। এরপরই রাগে নিজের ডান হাত দিয়ে সজোরে ব্যাটে মারেন। আর এই কাণ্ড ঘটিয়ে তিনি নিজের হাতই ভেঙে ফেললেন। ক্রিকেট দুনিয়ায় এমন ঘটনা এর আগে কখনও দেখা যায়নি। তবে তাঁর এই কর্মকাণ্ডের প্রভাব অবশ্যই কেন উইলিয়ামসনের দলের পড়েছে। কারণ কনওয়ের অনুপস্থিতি নিঃসন্দেহে চিন্তায় রাখবে কিউয়িদের।

কিউয়ি কোচ গ্যারি স্টিড (Gary Stead) বলেন, ‘এমন কাণ্ড ঘটিয়ে ফাইনাল থেকে ছিটকে যাওয়ায় ও নিজেও পস্তাচ্ছে। ব্ল্যাক ক্যাপসদের (Black Caps) খেলতে ও নিজেও মুখিয়ে থাকে। আমাদের থেকেও ও অনেক বেশি হতাশ হয়ে পড়েছে। গ্লাভসে ঠিক মতো প্যাডিং না থাকার জন্যই আঘাতটা ওর হাতে বেশি লেগেছে। ভাগ্য খারাপ, তাই ও ছিটকে গেল।’

এক্স-রে করার পরই রিপোর্টে দেখা যায়, ডেভন কনওয়ের ডান হাত ভেঙেছে। সেমিফাইনালে ড্যারেল মিচেলের (Daryl Mitchell) সঙ্গে জুটি বেঁধে গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়েছিলেন কনওয়ে। ৩৮ বলে ৪৬ রান করেছিলেন। কনওয়ে ছিটকে যাওয়ায় টিম শিফার্ট উইকেটকিপিং করবেন ফাইনালে। ব্যাটিং অর্ডারেও বদল আনতে হচ্ছে কিউয়ি টিম ম্যানেজমেন্টকে। গ্লেন ফিলিপ্স এক ধাপ এগিয়ে উপরে ব্যাট করবেন।

আরও পড়ুন: India vs New Zealand: টেস্টে নেতা বিরাটই, দলে শ্রেয়স, ভরত