India vs New Zealand: টেস্টে নেতা বিরাটই, দলে শ্রেয়স, ভরত
India squad for New Zealand Tests: কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টে নেতা অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)।
মুম্বই: সমস্ত জল্পনার অবসান। টেস্টে ভারতের ক্যাপ্টেন থাকছেন বিরাট কোহলিই (Virat Kohli)। টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেও টেস্টে নেতা বিরাটই। একদিনের ক্রিকেট নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আসন্ন নিউজিল্যান্ড (New Zealand) সিরিজের জন্য আজ দল ঘোষণা নির্বাচক কমিটির।
দেশের মাঠে দুটো টেস্ট খেলবে নিউজিল্যান্ড। উইলিয়ামসনদের বিরুদ্ধে প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। কানপুর (Kanpur) টেস্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। মুম্বইয়ে (Mumbai) দ্বিতীয় টেস্টে দলের সঙ্গে যোগ দেবেন ক্যাপ্টেন বিরাট কোহলি। টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। একই সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে ঋষভ পন্থ, মহম্মদ সামি আর জসপ্রীত বুমরাকে। টেস্ট দলে সুযোগ পেয়েছেন শ্রেয়স আইয়ার। ঋদ্ধিমান সাহার সঙ্গে উইকেটকিপার কেএস ভরতকেও রাখা হয়েছে দলে।
এক নজরে নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতীয় টেস্ট দল:
অজিঙ্কা রাহানে (অধিনায়ক), চেতেশ্বর পূজারা (সহ অধিনায়ক), লোকেশ রাহুল, ময়াঙ্ক আগারওয়াল, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা।
*বিরাট কোহলি দ্বিতীয় টেস্টে দলের সঙ্গে যোগ দেবেন এবং অধিনায়কত্ব দেবেন।
২৫ নভেম্বর থেকে কানপুরে শুরু প্রথম টেস্ট। ৩ ডিসেম্বর থেকে মুম্বইয়ে শুরু সিরিজের শেষ টেস্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছে ভারত। এ বার ঘরের মাঠে কিউয়িদের হারিয়ে বদলা নেওয়ার চ্যালেঞ্জ বিরাট-রাহানেদের।
#TeamIndia squad for NZ Tests:
A Rahane (C), C Pujara (VC), KL Rahul, M Agarwal, S Gill, S Iyer, W Saha (WK), KS Bharat (WK), R Jadeja, R Ashwin, A Patel, J Yadav, I Sharma, U Yadav, Md Siraj, P Krishna
*Virat Kohli will join the squad for the 2nd Test and will lead the team. pic.twitter.com/FqU7xdHpjQ
— BCCI (@BCCI) November 12, 2021
আরও পড়ুন: T20 World Cup 2021: ‘স্পিরিট অফ ক্রিকেট’ অস্ট্রেলিয়াকে তুলোধোনা গম্ভীর ও হরভজনের