India vs Sri Lanka: আট নম্বরে নেমে পূজার অর্ধশতরান, ৩-০ জয় ভারতের

সপ্তম উইকেটে ৯৭ রান যোগ করেন হরমনপ্রীত, পূজা বস্ত্রকার।

India vs Sri Lanka: আট নম্বরে নেমে পূজার অর্ধশতরান, ৩-০ জয় ভারতের
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2022 | 7:23 PM

ক্যান্ডি : টি ২০ সিরিজের পুনরাবৃত্তি হতে দিলেন না হরমনপ্রীতরা। ২-০ সিরিজ জিতেও শেষ ম্যাচে হেরেছিল ভারত। প্রথম দুটি ম্যাচ জিতে ওডিআই সিরিজ আগেই জিতেছিল ভারত। শেষ ম্যাচও জিতে সফর শেষ করলেন হরমনপ্রীতের নেতৃত্বাধীন ভারতীয় দল। ব্য়াট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন অধিনায়ক হরমনপ্রীত কউর। পূজা বস্ত্রকারের অলরাউন্ড পারফরম্যান্স। ৩৯ রানে জিতল ভারত। ১২৪-৬ থেকে ভারতকে বড় স্কোর গড়তে সাহায্য করল হরমনপ্রীত-পূজা জুটি। সামনেই কমনওয়েলথ গেমস। তার আগে শ্রীলঙ্কায় সাদা বলে দুই সিরিজেই জয়, ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ওপেনার শেফালি বর্মা ৫০ বলে ৪৯ করেন। গত ম্য়াচে অনবদ্য ইনিংস খেলা স্মৃতি মান্ধানা ২০ বলে ৬ রানে ফেরেন। শেফালি-যষ্টিকা ভাটিয়া জুটি ভাঙতেই ধস নামে। ১২৪-৬ হয়ে যায় ভারত। এখান থেকেই হাল ধরে হরমনপ্রীত কউর-পূজা বস্ত্রকার জুটি। দু জনেই অর্ধশতরান করেন। কেরিয়ারে ১৬ তম অর্ধশতরান হরমনপ্রীতের। পূজা বস্ত্রকারের কেরিয়ারে তৃতীয় অর্ধশতরান। সপ্তম উইকেটে ৯৭ রান যোগ করেন তাঁরা। হরমনপ্রীত ৭৫ রানে ফিরলেও আট নম্বরে নামা পূজা বস্ত্রকার ৬৫ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন। কোনও বাউন্ডারি না মারলেও তিনটি ওভার বাউন্ডারি মারেন। ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৫ রান করে ভারত।

রান তাড়ায় ভাল জায়গায় ছিল শ্রীলঙ্কা। বিপজ্জনক হয়ে ওঠা অধিনায়ক চামারি আতাপাত্তুকে ফেরান ভারত অধিনায়ক হরমনপ্রীত। বাঁ হাতি স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড় তিন উইকেট নেন। নীলাক্ষি ডি সিলভা একদিক আগলে রাখলেও আর কোনও জুটি গড়তে দেননি ভারতীয় বোলাররা। ৪৭,৩ ওভারে মাত্র ২১৬ রানেই অলআউট শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ২৫৫-৯, ৫০ ওভার (হরমনপ্রীত কউর ৭৫, পূজা বস্ত্রকার ৫৬, শেফালি বর্মা ৪৯, ইনোকা রনবীরা ২-২২)। শ্রীলঙ্কা ২১৬, ৪৭.৩ ওভার (নীলাক্ষি ডি সিলভা অপরাজিত ৪৮, চামারি আতাপাত্তু ৪৪, রাজেশ্বরী গায়কোয়াড় ৩-৩৬, মেঘনা সিং ২-৩২, পূজা বস্ত্রকার ২-৩৩)।