Rohit Sharma: ‘সিরিয়াসলি ভাবতে হবে…’, সিরিজ হারের পর রোহিত শর্মার কড়া বার্তা

Aug 08, 2024 | 3:21 AM

India vs Sri Lanka ODI: তিন ম্যাচেই স্পিনের বিরুদ্ধে খাবি খেয়েছে ভারতের বিশ্ববন্দিত ব্যাটিং লাইন আপ। সিরিজ হারের চেয়েও ভারতীয় শিবিরের বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে স্পিনের বিরুদ্ধে এমন পারফরম্যান্স। কী বলছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

Rohit Sharma: সিরিয়াসলি ভাবতে হবে..., সিরিজ হারের পর রোহিত শর্মার কড়া বার্তা
Image Credit source: PTI

Follow Us

দীর্ঘ ২৭ বছর! ভারতকে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে হারিয়েছে শ্রীলঙ্কা। তাদের কৃতিত্ব নিয়ে কোনও সংশয় নেই। তবে ভারতের ব্যাটিং? অবশ্য়ই সংশয়ের জায়গা রয়েছে। ভারতীয় ব্যাটাররা একটু ভালো পারফর্ম করলে সিরিজের ফল অন্যরকমই হতে পারত। স্পিনের বিরুদ্ধে যেন আত্মসমর্পণ করেছেন ভারতীয় ব্যাটাররা। তিন ম্যাচের ওডিআই সিরিজ। তিন ম্যাচেই অলআউট হয়েছে ভারত। প্রথম ম্যাচে ভারতের দশ উইকেটের মধ্যে স্পিনারদের ঝুলিতে ৯টি উইকেট। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার স্পিনাররা নিয়েছেন ৯ উইকেট। আর শেষ ওডিআইতেও ৯ উইকেট! অর্থাৎ তিন ম্যাচেই স্পিনের বিরুদ্ধে খাবি খেয়েছে ভারতের বিশ্ববন্দিত ব্যাটিং লাইন আপ। সিরিজ হারের চেয়েও ভারতীয় শিবিরের বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে স্পিনের বিরুদ্ধে এমন পারফরম্যান্স। কী বলছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

শ্রীলঙ্কার প্রথম সারির স্পিনাররাই যে শুধু উইকেট নিয়েছেন, তা নয়। তাদের পার্টটাইম স্পিনার ক্যাপ্টেন চরিত আসালঙ্কাও রয়েছেন উইকেট শিকারের তালিকায়। তেমনই আট মাস পর ওডিআইতে কামব্যাক করেই ৬ উইকেট নিয়েছিলেন জেফরি ভ্যানডারসে। আর শেষ ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন তরুণ বাঁ হাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে। গম্ভীর-রোহিত জুটির প্রথম সিরিজেই হার। স্পিনারদের মোকাবিলা প্রশ্নে অধিনায়ক রোহিত শর্মা বলছেন, ‘সিরিজ হার হয়তো বিশাল বড় চিন্তার বিষয় নয়, তবে আমাদের কিছু জিনিস নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। আমাদের ব্যক্তিগত গেমপ্ল্যান। এই সিরিজে আমরা বেশ কিছু মুহূর্তে চ্যালেঞ্জের সামনে পড়েছি।’

কোন বিষয় নিয়ে সিরিয়াসলি ভাবার কথা বলছেন ক্যাপ্টেন? রোহিতর কথায়, ‘সিরিজ হার মানেই পৃথিবী ধ্বংস হয়ে গেল তা নয়। ছেলেরা গত কয়েক বছর ধরেই দুর্দান্ত খেলছে। এমন হার হতেই পারে। আমার মনে হয়, অনেক বিষয় নিয়েই ভাবা উচিত। বিশেষ করে এই ধরনের স্পিন সহায়ক পিচে আমাদের খেলার স্টাইল কী হবে, সেটা গুরুত্ব দিয়ে ভাবতে হবে।’

ওয়ান ডে সিরিজের আগে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ক্লিনসুইপ করেছে ভারত। তা হলে কি টিমের মধ্য়ে আত্মতুষ্টি কাজ করছিল? এই ভাবনাকে অবশ্য হাস্যকর বলছেন ক্যাপ্টেন। তাঁর কথায়, ‘এটা হাস্যকর। দেশের হয়ে খেলার সময় আত্মতুষ্টির কোনও জায়গা নেই। এই সিরিজে আমরা ভালো খেলতে পারিনি। এটাই সত্য। তেমনই কিছু ইতিবাচক দিকও রয়েছে। আমাদের স্পিনাররাও ভালো বোলিং করেছে। মিডল অর্ডারে দু-একজন ভালো ব্যাটিংও করেছে।’

Next Article