IND vs SL: প্রথম অ্যাসাইনমেন্টে গৌতম গম্ভীরের চিন্তা ধোনির ‘ছেলে’!

Jul 23, 2024 | 3:09 PM

India Tour of Sri Lanka: ভারতীয় ব্যাটিং আক্রমণে রয়েছেন যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, ঋষভ পন্থ, রিয়ান পরাগ, সঞ্জু স্যামসনরা। এ ছাড়াও রয়েছেন পেস বোলিংয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। ভারতীয় ব্যাটিংয়ের গভীরতা অনেক এ বিষয়ে সন্দেহ নেই।

IND vs SL: প্রথম অ্যাসাইনমেন্টে গৌতম গম্ভীরের চিন্তা ধোনির ছেলে!
Image Credit source: AFP

Follow Us

ভারতীয় ক্রিকেটে শুরু হতে চলেছে গুরু-গম্ভীর অধ্যায়। শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট। শুরুটা ভালো করাই লক্ষ্য। একই ভাবে সূর্যকুমার যাদবের জন্যও নতুন শুরু বলা যায়। অতীতে রোহিতের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই এই ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। পরবর্তী অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে এগিয়ে রাখা হলেও নেতৃত্ব দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। ভারতীয়দের মধ্যে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার। শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় ব্যাটারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন মহেন্দ্র সিং ধোনির ‘ছেলে’!

ভারতীয় ব্যাটিং আক্রমণে রয়েছেন যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, ঋষভ পন্থ, রিয়ান পরাগ, সঞ্জু স্যামসনরা। এ ছাড়াও রয়েছেন পেস বোলিংয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। ভারতীয় ব্যাটিংয়ের গভীরতা অনেক এ বিষয়ে সন্দেহ নেই। টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার যাদব। ভুললে চলবে না যশস্বী জয়সওয়াল-শুভমন গিলদের কথা। তেমনই ফিনিশারের ভূমিকায় রিঙ্কু সিং, শিবম দুবেরা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শ্রীলঙ্কার অনেকেই খেলেন। তবে তাঁদের বোলারদের চাহিদাই বেশি আইপিএলে। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন মহেশ থিকসানা, মাতিসা পাথিরানা, নুয়ান তুষারা, দুষ্মন্ত চামিরা। এর মধ্যে চেন্নাই সুপার কিংসে নিয়মিত সুযোগ পান মাতিসা পাথিরানা। ফিট থাকলে সিএসকে একাদশে অটোমেটিক চয়েস। তরুণ মাতিসাকে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিই। তাঁকে আন্তর্জাতিক মানের বোলার গড়ে তুলতে ধোনির অবদান অনিস্বীকার্য। পাথিরানা যে কারণে বলেছেন, ধোনি তাঁর কাছে বাবার মতো। ক্রিকেট কেরিয়ারে যিনি সঠিক পথ দেখিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাথিরানার পারফরম্যান্স চোখ ধাঁধানো। বিশেষ করে বলতে হয় তাঁর নিখুঁত ইয়র্কারের কথা। ভারতীয় ব্যাটারদের কাছে যা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড – সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, খলিল আহমেদ ও মহম্মদ সিরাজ।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড: চরিত আসালঙ্কা (ক্যাপ্টেন), পাথুম নিশাঙ্ক, কুশল পেরেররা, অবিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকসানা, চামিন্দু বিক্রমসিংহে, মাতিসা পাথিরানা, নুয়ান তুষারা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্ডো

Next Article