India Tour of Australia: রোহিতের ‘কাপ্তানি’তে হ্যাটট্রিক হবে, বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে হুংকার কার?

Nov 12, 2024 | 4:53 PM

ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে এ বার লাখ টাকার প্রশ্ন, রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ডনের দেশ থেকে জয়ের হ্যাটট্রিক করে ফিরতে পারবে? ২২ নভেম্বর থেকে বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হচ্ছে। WTC ফাইনালে উঠতে হলে এই সিরিজে ভারতকে ৪টে ম্যাচ জিততে হবে।

India Tour of Australia: রোহিতের কাপ্তানিতে হ্যাটট্রিক হবে, বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে হুংকার কার?
India Tour of Australia: রোহিতের 'কাপ্তানি'তে হ্যাটট্রিক হবে, বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে হুংকার কার?
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ভারতীয় টিম অজি-ভূমে বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) জয়ের হ্যাটট্রিক করতে চায়। বিরাট কোহলির নেতৃত্বে ২০১৮-১৯ সালে প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাসকর ট্রফি জিতেছিল ভারত। এরপর ২০২০-২১ সালে অজিঙ্ক রাহানের নেতৃত্বে টিম ইন্ডিয়া দ্বিতীয় বার অজি-ভূমে টেস্ট সিরিজ জেতে। ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে এ বার লাখ টাকার প্রশ্ন, রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ডনের দেশ থেকে জয়ের হ্যাটট্রিক করে ফিরতে পারবে? ২২ নভেম্বর থেকে বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হচ্ছে। অনেকেই এই সিরিজে ভারতকে পিছিয়ে রাখছেন। কারণ দেশের মাটিতে সদ্য কিউয়িদের কাছে ৩ টেস্টের সিরিজ হেরেছে রোহিত ব্রিগেড। অবশ্য অন্য মতও দিচ্ছেন অনেকে। দেশের এক প্রাক্তন ক্রিকেটার তো হংকার দিয়েছেন, রোহিতের ‘কাপ্তানি’তে হ্যাটট্রিক হবে। কে বললেন এমনটা?

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন পেসার ও প্রাক্তন নির্বাচক প্রধান চেতন শর্মা বলেন, ‘আমি একশো শতাংশ নিশ্চিত যে ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারাবে। আমরা রোহিতের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় হ্যাটট্রিক করব। ভারত এ বারও অস্ট্রেলিয়াকে ওদের ঘরের মাঠে হারাবে। যখনই টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ড সফরে যায়, আমরা উপভোগ করি। আমরা এখন যে বিদেশ সফরেই যাই, সেখানে সিরিজ জয়ের দাবিদার হিসেবে যাই।’

ভারতের প্রাক্তন ‘আমরা অস্ট্রেলিয়াকে ওদের ঘরের মাঠে ২ বার ইতিমধ্যেই হারিয়েছি। ওদের ভয় পাওয়া উচিত, আমাদের নয়। চাপটা এখন অস্ট্রেলিয়ার উপর, ভারতের উপর নয়। চাপটা প্যাট কামিন্সের উপর, রোহিত শর্মার উপর নয়। ওদের প্লেয়াররা বলছে একটা ভালো সিরিজ হবে। তা হলে বুঝে নিন ওদের মধ্যে কতটা ভয় কাজ করছে।’

বর্ডার-গাভাসকর ট্রফির পারদ তরতরিয়ে চড়ছে। দুই দেশের ক্রিকেট প্রেমীরা উত্তেজিত। প্লেয়াররাও উত্তেজনায় ফুটছেন। এই সিরিজ যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, সেটাই বলছে ক্রিকেট মহল। এ বার অপেক্ষা বল মাঠে গড়ানোর।

 

Next Article
India Tour of Australia: অজি-ভূমে টিম ইন্ডিয়ার ‘রুদ্ধদ্বার’ অনুশীলনের চেষ্টা গেল বিফলে, রইল প্রথম ঝলক
CSK, IPL: নিলামের আগেই ওপেনার খুঁজে নিলেন ধোনি, ১৭ বছরের আয়ুষের ডাক পড়ল CSK-তে