ICC Champions Trophy 2025: বিতর্ক মিটল দ্রুত! পাকিস্তানের মাটিতে উড়ছে ভারতের জাতীয় পতাকা!

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 19, 2025 | 12:24 PM

PCB: ২৯ বছর পর চ্য়াম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টের আয়োজন করছে পাকিস্তান। ওই মিনি বিশ্বকাপকে ঘিরেই নতুন করে বেঁচে উঠতে চাইছে পাকিস্তানের ক্রিকেট। সেই কারণেই নতুন করে কোনও বিতর্ক চাইছে না পিসিবি।

ICC Champions Trophy 2025: বিতর্ক মিটল দ্রুত! পাকিস্তানের মাটিতে উড়ছে ভারতের জাতীয় পতাকা!
ICC Champions Trophy 2025: বিতর্ক মিটল দ্রুত! পাকিস্তানের মাটিতে উড়ছে ভারতের জাতীয় পতাকা!
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বিতর্ক কম হয়নি সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ভেনু ঘোষণার সময় থেকে। ভারত যাবে না ওই দেশে। আইসিসির মধ্যস্থতা। অবশেষে হাইব্রিড মডেলে সমাধানসূত্র। তাতেও ওয়াঘার এপার-ওপারে জটিলতা কাটেনি। চ্যাম্পিয়ন্স ট্রফির যাবতীয় ম্য়াচ ভারত খেলছে দুবাইয়ে। ভারতের সঙ্গে পাকিস্তানের মেগা ম্যাচও হবে দুবাইয়ে। কিন্তু ২৯ বছর পর আইসিসির কোনও টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। ফলে না চাইলেও কিছু জিনিস মেনে নিতেই হবে। তাই শেষ পর্যন্ত হল। ইচ্ছে না থাকলেও ঢেঁকি গিলতে হল পাকিস্তানকে।

দিন কয়েক আগে মহাবিতর্ক দেখা দিয়েছিল করাচি স্টেডিয়ামের ছবি দেখার পর। আট দলীয় টুর্নামেন্টে সাতটা দেশের পতাকা থাকলেও ভারতের পতাকা আশ্চর্যজনক ভাবে অনুপস্থিত ছিল। যা একেবারেই মেনে নিতে পারেননি ভারতীয় ক্রিকেটমহল। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছে অনেকেই। বিতর্কে পড়েই ভুল শুধরে নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। করাচি স্টেডিয়ামে অবশেষে দেখা গেল ভারতের তেরঙা। যে কোনও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এটা করতেই হত পিসিবিকে। যে দেশগুলো অংশগ্রহণ করে, তাদের জাতীয় পতাকা ভেনুতে দেখা যায়। ফলে পিসিবি যদি ভারতের পকাতাকে অগ্রাধিকার না দিত, তা হলে আইসিসির কোপে পড়তে পারত তারা।

২৯ বছর পর চ্য়াম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টের আয়োজন করছে পাকিস্তান। ওই মিনি বিশ্বকাপকে ঘিরেই নতুন করে বেঁচে উঠতে চাইছে পাকিস্তানের ক্রিকেট। সেই কারণেই নতুন করে কোনও বিতর্ক চাইছে না পিসিবি। এতেই শেষ নয়, রোহিত শর্মা, বিরাট কোহলিরা পাকিস্তানে খেলতে না গেলেও ভারত ছাড়া গ্রুপের বাকি ম্যাচ ওখানেই হবে। যে কারণে পাকিস্তানে যেতে চেয়ে ভিসার আবেদন করেছিলেন ৭ ভারতীয় সাংবাদিক। তা নিয়েও টালবাহানা ছিল প্রাথমিক ভাবে। শেষ পর্যন্ত তাঁদের ভিসা মঞ্জুর করা হয়েছে, এমনই খবর। আসলে পাকিস্তান আতিথেয়তার দরজা নতুন করে খুলতে চাইছে। কিন্তু রাজনৈতিক সমীকরণ এতে বদলাবে, তেমন বিশ্বাস কেউই করছেন না।