IND W vs NZ W: কিউয়িদের কাছে টি-টোয়েন্টি সিরিজে হার হ্যারির টিমের

এক ম্যাচের টি-টোয়েন্টি (T20) সিরিজে কিউয়িদের দেওয়া ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৭-৮ এ শেষ হয়ে যায় হরমনপ্রীত কৌরের টিম।

IND W vs NZ W: কিউয়িদের কাছে টি-টোয়েন্টি সিরিজে হার হ্যারির টিমের
IND W vs NZ W: কিউয়িদের কাছে টি-টোয়েন্টি সিরিজে হার হ্যারির টিমের (ছবি-আইসিসি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2022 | 3:59 PM

কুইন্সটাউন: ব্যাটিং বিপর্যয়ের কবলে পড়ে নিউজিল্যান্ডের (New Zealand) কাছে হেরে গেল ভারত (India)। এক ম্যাচের টি-টোয়েন্টি (T20) সিরিজে কিউয়িদের দেওয়া ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৭-৮ এ শেষ হয়ে যায় হরমনপ্রীত কৌরের টিম। টিমের সিনিয়র ওপেনার ও ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা খেলেননি। তাঁর পরিবর্তে যস্তিকা ভাটিয়া খেলেছিলেন। তিনি তো বটেই, কেউই সেই অর্থে ভরসা দিতে পারেননি। সর্বোচ্চ রান সভিনেনি মেঘনার (৩৭)। ১৮ রানে হেরে বসেছে ভারতীয় টিম।

ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতি নিতেই নিউজিল্যান্ড সফরে গিয়েছে ভারত। এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারলেও ভারতের মূল ফোকাস ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজ। মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা সেরাটা দেওয়ার জন্য় মুখিয়ে আছেন।

আগে ব্যাট করে নিউজিল্যান্ড তুলেছিল ১৫৫-৫। দুই ওপেনার ভালো শুরু দিয়ে যান। সুজি বেটস ৩৬ করেন। সোফি ডিভাইন করে ৩১। প্রথম উইকেটের জুটিতে ৭.৫ ওভারে ৬০ তুলে ফেলেছিল কিউয়িরা। রানের গতি থামাতে পারেননি বোলাররা। পরের দিকে আবার ম্যাডি গ্রিন (২৬), লি তাহুহু (২৭) টিমকে এগিয়ে নিয়ে যান।

ভারতের হয়ে সবচেয়ে ভালো বোলিং পূজা বস্ত্রকারের। ৪ ওভার বল করে ১ মেডেন সহ ১৬ রান দিয়ে তিনি নিয়েছেন ২ উইকেট। ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট শিকার দীপ্তি শর্মার। ১ উইকেট রাজেশ্বরী গায়কোয়াড়ের।

ব্যাট করতে নেমে কখনওই স্বস্তিতে ছিল ভারত। অ্য়ামিলি কের ও জেসন কেরই মূলত চাপে ফেলে দেন ভারতীয় ব্যাটারদের। অ্যামিলি ফেরত পাঠান যস্তিকা ভাটিয়া (২৬) ও শাফালি ভার্মাকে। ক্যাপ্টেন হরমনপ্রীত সিং ১২ করে ফিরে যান। বাংলার রিচা ঘোষও ১২ করে আউট।

ম্য়াচের পর হ্যারি বলেছেন, ‘আমরা শুরুতে খারাপ বোলিং করছিলাম না। কিন্তু শেষ ক’টা ওভার একেবারেই ভালো বোলিং করতে পারিনি। ব্যাটিংয়ের সময়ও আমরা লম্বা পার্টনারশিপ গড়তে পারিনি। তবে এই হার থেকে অনেক কিছু শিখলাম। পরের ম্যাচগুলোতে এই ভুলগুলো শুধরে নিতে হবে। একই মাঠে পর পর ম্য়াচ খেললে অনেক কিছু শেখা যায়। উন্নতিও করা যায়।’

আরও পড়ুন: India vs West Indies: চরম ব্যর্থ ওপেনার পন্থ, প্রশ্নের মুখে টিম ম্যানেজমেন্ট

আরও পড়ুন: India vs West Indies Live Score, 2nd ODI 2022: রান আউট লোকেশ রাহুল, টিম ইন্ডিয়ার বড় জুটি ভাঙল ক্যারিবিয়ানরা

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা