India vs Zimbabwe: ভারতীয় ক্রিকেটে ‘শুভ’মহরৎ, গম্ভীর ছাপ রাখতেই তারুণ্যের ঢল

Jun 24, 2024 | 6:37 PM

IND vs ZIM, T20Is Schedule: টি-২০ বিশ্বকাপের ফাইনাল ২৯ জুন। তার কয়েকদিন পর, ৬ জুলাই শুরু হচ্ছে ভারত ও জিম্বাবোয়ের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে একঝাঁক তরুণদের খেলতে পাঠাচ্ছে বোর্ড।

India vs Zimbabwe: ভারতীয় ক্রিকেটে শুভমহরৎ, গম্ভীর ছাপ রাখতেই তারুণ্যের ঢল
India vs Zimbabwe: ভারতীয় ক্রিকেটে 'শুভ'মহরৎ, গম্ভীর ছাপ রাখতেই তারুণ্যের ঢল

Follow Us

কলকাতা: কোচ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। কোচ হওয়ার আগেই কোচের কাজ শুরু করে দিয়েছেন গৌতম গম্ভীর। তিনি ভারতীয় টিমে পা রাখলে তারুণ্যে জোর দেওয়া হবে, জানা কথা। গম্ভীর আসছেন, তাই আইপিএলে পারফর্ম করা একঝাঁক তরুণকে জিম্বাবোয়ে সফরে পাঠাচ্ছে ভারত (India Tour of Zimbabwe)। ৫ ম্যাচের টি-২০ সিরিজ। প্রত্যাশা মতোই ক্যাপ্টেন হলেন শুভমন গিল। যিনি বিশ্বকাপ টিমেই সুযোগ পাননি। জায়গা পেয়েছেন বেশ কিছু নতুন মুখ। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো সিনিয়রদের। তরুণ টিম কেমন হল? জেনে নিন এই সিরিজের সূচিও।

টি-২০ বিশ্বকাপ ফাইনাল হওয়ার এক সপ্তাহ পর শুরু হবে ভারত-জিম্বাবোয়ে টি-২০ সিরিজ। বিশ্বকাপের পর সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেবে বোর্ড। যে কারণে একঝাঁক তরুণকে এই সিরিজের জন্য বেছে নেওয়া হয়েছে। আইপিএলে ভালো পারফর্ম করার সুবাদে প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছেন সানরাইজার্স হায়দরবাদের জার্সিতে অনবদ্য খেলা নীতীশ রেড্ডি ও অভিষেক শর্মা। এবং তাঁদের পাশাপাশি প্রথম বার জাতীয় দলে ডাক পেলেন রাজস্থান রয়্যালসের হয়ে খেলা রিয়ান পরাগ ও সিএসকের হয়ে আইপিএলে নজর কাড়া তুষার দেশপান্ডে।

জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতের ১৫ সদস্যের স্কোয়াড — শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), নীতীশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার ও তুষার দেশপান্ডে।

বিশ্বকাপের মূল টিমে সুযোগ পাওয়া সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়ালকে রাখা হয়েছে জিম্বাবোয়ে সফরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সুপার এইটের ম্যাচের আগে অবধি সঞ্জু ও যশস্বী ভারতের একাদশে সুযোগ পাননি। তাঁদের পাশাপাশি রিঙ্কু, খলিল, আবেশ ও শুভমন যাচ্ছেন জিম্বাবোয়ে সফরে। এই চারজন বিশ্বকাপে ভারতের রিজার্ভ প্লেয়ারের তালিকায় সুযোগ পেয়েছিলেন।

টিম ইন্ডিয়ার জিম্বাবোয়ে সফরের সূচি —

  • প্রথম টি-২০ ম্যাচ – ৬ জুলাই, শনিবার, ভেনু – হারারে স্পোর্টস ক্লাব, সময়- বিকেল ৪.৩০ (ভারতীয় সময় অনুসারে)।
  • দ্বিতীয় টি-২০ ম্যাচ – ৭ জুলাই, রবিবার, ভেনু – হারারে স্পোর্টস ক্লাব, সময়- বিকেল ৪.৩০ (ভারতীয় সময় অনুসারে)।
  • তৃতীয় টি-২০ ম্যাচ – ১০ জুলাই, বুধবার, ভেনু – হারারে স্পোর্টস ক্লাব, সময়- বিকেল ৪.৩০ (ভারতীয় সময় অনুসারে)।
  • চতুর্থ টি-২০ ম্যাচ – ১৩ জুলাই, শনিবার, ভেনু – হারারে স্পোর্টস ক্লাব, সময়- বিকেল ৪.৩০ (ভারতীয় সময় অনুসারে)।
  • পঞ্চম টি-২০ ম্যাচ – ১৪ জুলাই, রবিবার, ভেনু – হারারে স্পোর্টস ক্লাব, সময়- বিকেল ৪.৩০ (ভারতীয় সময় অনুসারে)।
Next Article