দুবাই: রবিবারের দ্বিতীয় মেগা ম্যাচ দুবাইতে। আইপিএলের (IPL) ৩৯তম ম্যাচে আজ মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। পয়েন্ট টেবলের তিন নম্বর ও ছ’নম্বরে থাকা দুটি দলের লড়াই আজ। আইপিএলে এখনও পর্যন্ত ৯টি করে ম্যাচে খেলেছে বিরাট ও রোহিতরা। দুই দলই প্রথম পর্বে ভালো খেলেছিল। বিশেষ করে বিরাটের আরসিবির প্রথম পর্বের পারফরম্যান্স নিয়ে জোর চর্চা চলছিল। কিন্তু মরুশহরে এসে সব হিসেব নিকেশের উলটপুরাণ হয়ে গিয়েছে। আরব দেশে আরসিবি হারের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে রয়েছে। আজকের ম্যাচে রোহিতরা কোনওভাবে বিরাটদের হারিয়ে দিলে আরও চাপের মুখে পড়বে ভিকের ক্যাপ্টেন্সিও। তবে তা কি পারবে ছন্দ হারিয়ে ফেলা মুম্বই? কোন দল আজ দুই পয়েন্ট তুলে নেবে, সেদিকে বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কবে হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি (২৬ সেপ্টেম্বর) আজ, রবিবার হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কোথায় হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।
কোথায় দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের লাইভ স্ট্রিমিং?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুন: IPL 2021: রুদ্ধশ্বাস ম্যাচে জিতে প্লে অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব