IPL 2021: রুদ্ধশ্বাস ম্যাচে জিতে প্লে অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব
স্কোরবোর্ডে পঞ্জাবের ১২৫ দেখে অনেকেই ভেবেছিলেন ম্যাচটা অনায়াসে জিতে যাবে হায়দরাবাদ। কিন্তু পরতে পরতে থাকল রোমাঞ্চ। ক্রিকেট তো এমনই হয়। হাড্ডাহাড্ডি ম্যাচে ৫ রানে জিতল পঞ্জাব কিংস।
শারজা: লো স্কোরিং ম্যাচও জমজমাট হতে পারে। থাকতে পারে ভরপুর উত্তেজনা। পঞ্জাব কিংস (Punjab Kings) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচে তেমনই ছবি ধরা পড়ল। স্কোরবোর্ডে পঞ্জাবের ১২৫ দেখে অনেকেই ভেবেছিলেন ম্যাচটা অনায়াসে জিতে যাবে হায়দরাবাদ। কিন্তু পরতে পরতে থাকল রোমাঞ্চ। ক্রিকেট তো এমনই হয়। হাড্ডাহাড্ডি ম্যাচে ৫ রানে জিতল পঞ্জাব কিংস।
পঞ্জাবের টপ অর্ডার যে দিনকে ফেল করবে, সেদিন পুরো ব্যাটিং অর্ডারটাই থমকে যাবে। লোকেশ রাহুল, ময়াঙ্ক আগারওয়ালরা ব্যর্থ মানে বাকি ব্যাটসম্যানরাও ক্রিজে বেশিক্ষণ টিকতে পারবেন না। শুরুতে অবশ্য লোকেশ রাহুল ঝোড়ো ব্যাটিংয়ই শুরু করেন। কিন্তু জেসন হোল্ডারের বলে আউট হতেই শুরু পতন। ২১ রান করলেন রাহুল। একই ওভারে ব্যক্তিগত ৫ রানে আউট ময়াঙ্ক। ক্রিস গেইলকে এ দিন খেলায় পঞ্জাব। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হননি তিনিও। রাশিদ খানের বলে ফিরলেন ১৪ রানে। মার্করাম আউট হলেন ২৭ রানে। শেষ দিকে হরপ্রীত ব্রার আর নাথান এলিস কিছুটা খেলায় স্কোরবোর্ড ১০০-র গণ্ডি টপকায়। ২০ ওভারে ১২৫ রান করে পঞ্জাব।
That winning feeling! ? ?@PunjabKingsIPL hold their nerve and beat #SRH by 5 runs in Sharjah. ? ? #VIVOIPL #SRHvPBKS
Scorecard ? https://t.co/B6ITrxUyyF pic.twitter.com/BR2dOwDEfZ
— IndianPremierLeague (@IPL) September 25, 2021
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় হায়দরাবাদ। মহম্মদ সামি ফিরিয়ে দেন ডেভিড ওয়ার্নার (২) আর অধিনায়ক উইলিয়ামসনকে (১)। রবি বিষ্ণোইয়ের ঘূর্ণিতে প্যাভিলিয়নে ফেরেন মণীশ পাণ্ডে (১৩), কেদার যাদব (১২), আব্দুল সামাদ (১)। ২৪ রানে ৩ উইকেট নিয়ে হায়দরাবাদের মিডল অর্ডার ভেঙে দিলেন। তবে জেসন হোল্ডার ক্রিজে নামতেই খেলায় কিছুটা ফেরে হায়দরাবাদ। একদিকে শুরু থেকে পিচ আঁকড়ে পড়ে থাকেন ঋদ্ধিমান সাহা। ঋদ্ধি-হোল্ডার জুটিতে তাল কাটে একটা ভুল বোঝাবুঝিতে। রান আউট হয়ে সাজঘরে ফেরেন পাপালি (৩১)। তবে একাই চেষ্টা চালালেন হোল্ডার। শেষ ওভার পর্যন্ত লড়াই জারি রাখলেন। ২৯ বলে ৪৭ রানে অপরাজিত থাকলেন। হায়দরাবাদ থামল ১২০ রানে।
১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব। ৯ ম্যাচে ২ পয়েন্ট হায়দরাবাদের। পয়েন্ট টেবিলে সবার নীচে উইলিয়ামসনরা। প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেন ঋদ্ধিমানরা।