IPL 2021: চোটের দিনগুলো এখনও ভুলতে পারেননি শ্রেয়স

চোটের কারণে আইপিএলের প্রথম পর্বটা খেলতে পারেননি শ্রেয়স। কিন্তু দ্বিতীয় পর্বের শুরু থেকেই ছন্দে রয়েছে তিনি। হায়দরাবাদ ম্যাচে করেছিলেন নট আউট ৪৭। এই ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন।

IPL 2021: চোটের দিনগুলো এখনও ভুলতে পারেননি শ্রেয়স
ম্যাচের সেরা শ্রেয়স আইয়ার (ছবি-আইপিএল ওয়েবসাইট)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 25, 2021 | 8:22 PM

আবু ধাবি: ৫৩ বলে নট আউট ৭০ করে গেলেন সঞ্জু স্যামসন। আর বাকি টিম? ৭৩ বলে ৪৫। এর পর ম্যাচে আর কী থাকতে পারে! রাজস্থান রয়্যালসকে (RR) হারিয়ে দিল্লি (DC) আবার ছন্দে। তবে সঞ্জু নন, ম্যাচের সেরা শ্রেয়স আইয়ার। তাঁর ৩২ বলে ৪৩ রানের ইনিংসটাই টেনেছে টিমকে। জয়ের ভিত গড়ে দিয়েছে দিল্লির। চোটের কারণে আইপিএলের প্রথম পর্বটা খেলতে পারেননি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। কিন্তু দ্বিতীয় পর্বের শুরু থেকেই ছন্দে রয়েছে তিনি। হায়দরাবাদ ম্যাচে করেছিলেন নট আউট ৪৭। এই ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন।

ম্যাচের সেরা শ্রেয়স বলেছেন, ‘শুরুতেই উইকেটের চরিত্রটা বোঝার চেষ্টা করেছিলাম। পৃথ্বী আর শিখর অ্যাটাকিং প্লেয়ার। ওরা আউট হওয়ার পর থিতু হওয়া দরকার ছিল। পন্থের সঙ্গে গত পাঁচ বছর খেলছি। তাই একে অপরকে ভালোই চিনি। একটু সেট হওয়ার পর স্পিনারদের অ্যাটাক করা শুরু করি।’

চোটের জন্য বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল শ্রেয়সকে। সেখান থেকে ফিরেই যেন ফর্মে আছেন তিনি। শ্রেয়স বলেছেন, ‘গত পাঁচটা মাস সত্যিই খুব খারাপ গিয়েছে। এখন অবশ্য দারুণ লাগছে। আমার পরিবার আর কাছের বন্ধুরা ওই সময়টাতে পাশে ছিল। ওরাই মোটিভেট করেছে, যাতে খারাপ সময়ে যেন ভেঙে না পড়ি। মাঠে ফিরেই নিজের ছন্দটা পেয়ে গিয়েছি। বোলারদের যে ভাবে খেলতে চাই, ঠিক সে ভাবেই খেলতে পারছি।’

দিল্লির ক্যাপ্টেন পন্থ অবশ্য রাজস্থান বোলিংকে খুব গুরুত্ব দিচ্ছেন। ‘আইপিএলের অন্যতম সেরা বোলিং রাজস্থানের। তবে আমরা প্রতিটা ম্যাচ ধরে এগোচ্ছি। প্রতিপক্ষ কারা, সেটা দেখে নিয়েই পরিকল্পনা ঠিক। সেই মতো ব্যাটিং কিংবা বোলিং করি। যাতে পরিকল্পনা মতো টিমকে এগিয়ে নিয়ে যেতে পারি।’

রাজস্থান ম্যাচে অশ্বিন দারুণ বোলিং করেছেন। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ডেভিড মিলারকে ফিরিয়ে দিয়েছেন। অশ্বিনকে নিয়ে পন্থ বলেছেন, ‘ও নিজের বোলিং মতো ফিল্ডিং সাজায়। আর নিজেকে নিয়ে বলতে পারি, যতক্ষণ টিম জিতছে, ততক্ষণ আমি নিজের ফর্ম নিয়ে খুশি। শ্রেয়সের সঙ্গে আমি দীর্ঘদিন খেলছি। ও তিন নম্বরে ব্যাট করে, আমি আসি পাঁচ নম্বরে। আমাদের পার্টনারশিপটা কাজে লেগে যায় অনেক সময়।’ অমিত মিশ্রা ও পীযূষ চাওলার পর রবিচন্দ্রন অশ্বিন তৃতীয় স্পিনার হিসেবে টি-২০ ক্রিকেটে ২৫০টি উইকেট নেওয়ার নজির গড়লেন।

আরও পড়ুন: SRH vs PBKS LIVE Score, IPL 2021: পঞ্জাব ক্যাপ্টেনের পর মায়াঙ্কের উইকেট পেল হায়দরাবাদ