IPL 2022: ‘এখানে চরিত্র হননের কোনও প্রশ্ন নেই’, বললেন অশ্বিন
সন্ধেয় মাঠে নামার আগে অশ্বিন বলছেন, 'ওই ঘটনার সময় জসের মন খারাপ হয়ে গিয়েছিল। কারণ, এমনটা সচরাচর কেউ আশা করে না। তবে এটা আজীবন মনে রাখার মতো ঘটনা নয়। সেটা আমি বুঝতে পারি। আমরা সবাই পেশাদার ক্রিকেটার। আমরা নিজেরাও ওই ঘটনা ভুলে গিয়েছে। অন্য কেউ যদি সেই ঘটনা মনে রাখতে চায়, সেটা তাদের ভুল। এখানে চরিত্র হননের কোনও প্রশ্ন নেই।'
পুনে: আজ মাঠে নামছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থানে এ বার একসঙ্গে খেলতে দেখা যাবে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) আর জস বাটলারকে (Jos Buttler)। ৩ বছর আগের ঘটনা এখনও টাটকা ক্রিকেটপ্রেমীদের মনে। সেই রবিচন্দ্রন অশ্বিন বনাম জস বাটলার এখনও ভুলতে পারেনি আইপিএল। ‘মানকড়’ আউট ঘিরে তুমুল আলোড়ন পড়ে গিয়েছিল বিশ্ব ক্রিকেটে। দু’জনের সম্পর্ক একেবারে তলানিতে চলে গিয়েছিল। একে অপরের সঙ্গে কথাও বলতেন না। সেই অশ্বিনই এখন বাটলারের সতীর্থ। যদিও রাজস্থান রয়্যালস অশ্বিনকে দলে নেওয়ার পর ভিডিও বার্তায় বলেছিলেন, ‘খুবই খুশি। ২০১৮ সালের নিলামে ওরা আমাকে তুলতে না পারলেও ওদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় ছিল। চাহালের সঙ্গে জুটি বেধে বোলিং করতে পারব। আর জস বাটলারের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করতে পারব। এর চেয়ে ভালো আর কিই বা হতে পারে!’ যা দেখে বাটলার বলেছিলেন, ‘অ্যাশ, চিন্তা করো না আমি ক্রিজের ভিতরেই থাকব। রয়্যালসের জার্সিতে তোমাকে দেখার জন্য অপেক্ষা করছি। তোমার সঙ্গে ড্রেসিংরুম করতে চাই।’
২০১৯-এর সেই ঘটনা কি ভুলতে পেরেছে অশ্বিন-বাটলার? সন্ধেয় মাঠে নামার আগে অশ্বিন বলছেন, ‘ওই ঘটনার সময় জসের মন খারাপ হয়ে গিয়েছিল। কারণ, এমনটা সচরাচর কেউ আশা করে না। তবে এটা আজীবন মনে রাখার মতো ঘটনা নয়। সেটা আমি বুঝতে পারি। আমরা সবাই পেশাদার ক্রিকেটার। আমরা নিজেরাও ওই ঘটনা ভুলে গিয়েছে। অন্য কেউ যদি সেই ঘটনা মনে রাখতে চায়, সেটা তাদের ভুল। এখানে চরিত্র হননের কোনও প্রশ্ন নেই।’
বাটলার ওই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘ব্যাটাররা মাঠে নেমে যাওয়ার পর কোনও ঘটনাই আর মনে রাখে না। আমি দু’বার এরকম আউট হয়েছি। ফলে আমিও বুঝতে শিখেছি। জানি, ওই মুহূর্তে তখন সেটা মেনে নিতে কষ্ট হয়েছিল। কারণ ওই ঘটনা আচমকাই আমার সামনে এসে হাজির হয়েছিল। অন্যরা কে কি বলছে তা নিয়ে আমি ভাবতে চাই না।’
অতীত ভুলে আপাতত সামনের দিকেই তাকাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন আর জস বাটলার। ২০০৮ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। এরপর আর আইপিএল জেতেনি রাজস্থান। অতীতে চেন্নাইয়ের হয়ে আইপিএল জেতার স্বাদ পেয়েছেন অশ্বিন। বাটলার দীর্ঘদিন রাজস্থানে খেলছেন। এ বার আইপিএল জেতাই প্রধান লক্ষ্য দু’জনের।
আরও পড়ুন: IPL 2022: আইপিএল জিতলে এবিডিকে উৎসর্গ করবেন তাঁর কোন ঘনিষ্ঠ বন্ধু?