মুম্বই: শুক্রবার, আইপিএল-১৫-র (IPL 2022) পনেরো নম্বর দিন। ব্র্য়াবোর্ন স্টেডিয়ামে ৮ এপ্রিল মুখোমুখি হবে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Punjab Kings) ও হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans)। পঞ্জাব এখনও পর্যন্ত ৩টি ম্যাচে খেলেছে। তার ২টিতে জিতেছেন ধাওয়ানরা এবং ১টিতে হেরেছে প্রীতির দল। পঞ্জাবের নেট রান রেট +০.২৩৮। গুজরাত চলতি আইপিএলে তাদের প্রথম ম্যাচে অপর নতুন দল লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছিল। এবং দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছিল ১৪ রানে। হার্দিকদের দলের নেট রান রেট +০.৪৯৫। ফলে ব্র্যাবোর্নে কোন দল জেতে সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
পঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটি কবে হবে?
পঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্স ম্যাচটি (৮ এপ্রিল) আগামীকাল, শুক্রবার হবে।
পঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটি কোথায় হবে?
পঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটি মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হবে।
পঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে পঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।
কোথায় দেখা যাবে পঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
পঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
গুজরাত টাইটান্স স্কোয়াড: হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুভমন গিল, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সামি, যশ দয়াল, ডেভিড মিলার, সাই কিশোর, অভিনব সদারঙ্গানি, আলজারি যোশেফ, ম্যাথু ওয়েড, রহমানুল্লাহ গুরবাজ, ঋদ্ধিমান সাহা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, ডমিনিক ড্রেকস, গুরকিরাত সিং, বরুণ অ্যারন, নুর আহমেদ, দর্শন নালকান্ডে, প্রদীপ সাঙ্গওয়ান।
পঞ্জাব কিংস স্কোয়াড: মায়াঙ্ক আগরওয়াল, অর্শদীপ সিং, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডা, শাহরুখ খান, শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ওডেন স্মিথ, রাহুল চাহার, হরপ্রীত বরার, রাজ বাওয়া, বৈভব আরোরা, নাথান এলিস, প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষ, ঋষি ধাওয়ান, সন্দীপ শর্মা, বেনি হাওয়েল, ঈশান পোড়েল, ঋত্বিক চট্টোপাধ্যায়, জীতেশ শর্মা, প্রেরক মাঁকড়, বলতেজ ধান্ডা, অংশ প্যাটেল ও অথর্ব তাইডে।
আরও পড়ুন: IPL 2022 Orange Cap: অরেঞ্জ ক্যাপের দৌড়ে বাটলারের পর রয়েছেন কারা, দেখে নিন তাঁদের ছবি
আরও পড়ুন: IPL 2022 Points Table: পয়েন্ট টেবলে ফাস্ট বয় কেকেআর, দেখে নিন কোন দল রয়েছে কোথায়
আরও পড়ুন: IPL 2022: শুধু আইপিএলে নয়, ভারতীয় ক্রিকেটেও আলোড়ন ফেলে দিতে পারেন তিলক ভার্মা, কে বললেন?