IPL 2022: লখনউয়ের বিরুদ্ধে পূর্ণশক্তির দল নামাতে পারবেন দিল্লির নেতা পন্থ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 07, 2022 | 4:27 PM

পন্থের দিল্লি প্রোটিয়া তারকা পেসার অনরিখ নর্টজে (Anrich Nortje) ও অজি তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের (David Warner) মাঠে নামার অপেক্ষায় ছিল। আজ সেই অপেক্ষার অবসান হতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছেন ওয়াটসন।

IPL 2022: লখনউয়ের বিরুদ্ধে পূর্ণশক্তির দল নামাতে পারবেন দিল্লির নেতা পন্থ
লখনউয়ের বিরুদ্ধে আজ খেলতে পারেন ওয়ার্নার-নর্টজে
Image Credit source: DC Twitter

Follow Us

মুম্বই: ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) আজ, বৃহস্পতিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে নামবে। এ বারের আইপিএলে (IPL 2022) এখনও অবধি ২টো ম্যাচে খেলেছেন পন্থরা। আইপিএল-২০২২ এর পন্টিংয়ের দল প্রথম ম্যাচে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল। কিন্তু পরের ম্যাচেই হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সের কাছে হারতে হয়েছিল। ফলে তৃতীয় ম্যাচে জয়ে ফিরতে চাইছেন ঋষভরা। আর আজ পূর্ণ শক্তির দল মাঠে নামাতে পারবে টিম দিল্লি, এমনটাই জানিয়েছেন দিল্লির সহকারী কোচ শেন ওয়াটসন (Shane Watson)। পন্থের দিল্লি প্রোটিয়া তারকা পেসার অনরিখ নর্টজে (Anrich Nortje) ও অজি তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের (David Warner) মাঠে নামার অপেক্ষায় ছিল। আজ সেই অপেক্ষার অবসান হতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছেন ওয়াটসন।

শেন ওয়াটসন এ ব্যাপারে বলেন, “ডেভিড ওয়ার্নারের কোয়ারান্টিন পর্ব শেষ হয়ে গিয়েছে। ফলে পরের ম্যাচে ও বাছাই করার জন্য থাকছে। আর সেটা ভীষণ উত্তেজক একটা মুহূর্ত হতে চলেছে। অনরিখ নর্টজেও ভারতে আসার পর থেকে গত কয়েক সপ্তাহ ধরে অবিশ্বাস্যভাবে ভালো করে চলেছে, এবং ও ফিটনেস টেস্টেও পাশ করে গিয়েছে। ফলে নির্বাচনের জন্য ওকেও পাওয়া যাবে।”

নর্টজেকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা কর্তৃক নির্ধারিত প্রয়োজনীয় ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। যেখানে তাঁকে তাঁর ১০০% গতিতে ৪-৫ ওভার বল করতে হয়েছিল। এবং তিনি দারুণ ভাবে সেটি করতে পেরেছেন। তাই এখন এলএসজি ম্যাচের জন্য উপলব্ধ।

লখনউ সুপার জায়ান্টসের ব্যাপারে বলতে গিয়ে, প্রাক্তন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বলেছেন, “লখনউ সুপার জায়ান্টস একটি খুবই শক্তিশালী দল। কেএল রাহুল খুব দ্রুত প্রতিপক্ষের কাছ থেকে খেলাকে সরিয়ে নিতে পারে, বিশেষ করে যদি সে খেলাটি এগিয়ে নেওয়ার মেজাজে থাকে। কুইন্টন ডি’কক আছেন, ব্যাটার হিসেবে তিনি যে অবিশ্বাস্য দক্ষতা অর্জন করেছেন তা সকলেই জানেন। আমাদের দীপক হুডা এবং আবেশ খানের দিকেও নজর রাখতে হবে।”

ওয়াটসন অলরাউন্ডার ললিত যাদব সম্পর্কে বলেন, “ললিতের অবিশ্বাস্য দক্ষতা এবং দুর্দান্ত শক্তি রয়েছে। পেস এবং স্পিনের বিপরীতে ও যে শটের বিকল্পগুলো পেয়েছে তা অবিশ্বাস্য। এবং মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ও যে পারফরম্যান্স দেখিয়েছে তা সত্যিই ওর আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং নিজেকে বিশ্বাস দিয়েছে যে সে দলকে জেতানোর মতো খেলতে পেরেছে।”

আরও পড়ুন: IPL 2022: ম্যাচ জিতলেও জরিমানা রানার, কোপ বুমরার উপরও

আরও পড়ুন: IPL 2022: আমি নিজেই নিজের ইনিংস দেখে হতবাক হয়ে গিয়েছি, কে বললেন এমন কথা?

আরও পড়ুন: IPL 2022 LSG vs DC Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ

Next Article
IPL 2022: আমি নিজেই নিজের ইনিংস দেখে হতবাক হয়ে গিয়েছি, কে বললেন এমন কথা?
IPL 2022 PBKS vs GT Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে পঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ