IPL 2022: শুধু আইপিএলে নয়, ভারতীয় ক্রিকেটেও আলোড়ন ফেলে দিতে পারেন তিলক ভার্মা, কে বললেন?
এই আইপিএল যেন তরুণদের উত্থানের গল্প শোনাচ্ছে। আয়ুষ বাদোনির পর তিলক ভার্মাতে মোহিত আইপিএল ভক্তরা। শুধু কি তাঁরা, তিনিও তো প্রশংসায় দিচ্ছেন তিলককে। কে তিনি?
মুম্বই: এ বারের আইপিএল (IPL 2022) যেন তারুণ্যের জয়গান শোনাচ্ছে। আয়ুষ বাদোনি (Ayush Badoni), তিলক ভার্মারা (Tilak Varma) রীতিমতো চমকে দিচ্ছেন। শুধু প্রতিভা নয়, ফর্মেরও তুঙ্গে রয়েছেন তাঁরা। আর মুম্বইয়ের নতুন তারকা তিলককে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন রবি শাস্ত্রীর (Ravi Shastri) মতো প্রাক্তন ক্রিকেটারও। রোহিত শর্মাদের মতো সিনিয়ররা যখন রানে নেই, তখন তিলক প্রতি ম্যাচেই কিছু না কিছু দিয়ে যাচ্ছেন টিমকে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩ বলে ৬১ রানে যে ইনিংস খেলেছেন, তা দেখে একবাক্যে সকলে বলছেন, এ ছেলে অনেক দূর যাবেন। বয়স যতই কম হোক না কেন, সাহস, ধৈর্য আর শট নির্বাচনে পরিণত বোধ দেখাচ্ছেন। আইপিএল থেকে প্রতি বছরই নতুন কেউ না কেউ উঠে আসেন। যিনি আগামী দিনে ঢুকেও পড়েন ভারতীয় টিমের অলিন্দে। তিলক কত দূর যাবেন, তা নিয়ে এখনই আলোচনার দরকার নেই। আপাতত এই আইপিএলে তিলক হট ফেভারিট।
ভারতের প্রাক্তন কোচ শাস্ত্রী বলছেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিলক যে দুটো ম্যাচ খেলেছে, তাতে বুঝিয়ে দিয়েছে ওর প্রতিভা কতটা। সামনের পায়ে ওর দূরপাল্লার শট, ব্যাকফুট, সুইপ শটগুলো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। ওর শট নির্বাচনে প্রচুর বৈচিত্র রয়েছে। মনোভাব, শরীরীভাষা, চাপ সামলাতে পারা যে কোনও তরুণ ক্রিকেটারের পক্ষে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করছে ছেলেটা। অনেক দূর যাওয়ার ক্ষমতা আছে ওর।’
১৯ বছরের তিলকের ফর্ম দেখে রীতিমতো উচ্ছ্বসিত তাঁর বাবা নম্বুরি ঠাকুর। ইলেট্রিশিয়ানের কাজ করতেন তিনি। তবু ছেলেকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কোচ সালাম বায়াসের হাত ধরে উঠে আসা তিলকের। সেই ছেলেই হইচই ফেলে দিয়েছেন আইপিএলে। মুম্বই ইন্ডিয়ান্স ১.৭ কোটি টাকায় নিলাম থেকে কিনেছিল তাঁকে। যা দেখে কেঁদে ফেলেছিলেন নম্বুরি ঠাকুর। বলছেন, ‘ভীষণ খুশি হয়েছিলাম। সব কিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমার হাত তো কাঁপতে শুরু করেছিল। চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল। সারা শরীর জুড়ে শিহরন খেলে যাচ্ছিল।’
তিলক কিন্তু ভারতীয় ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠা করতে চান। ১৯ বছরের ক্রিকেটার বলছেন, ‘আপাতত আমার লক্ষ্য হল, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ট্রফি জেতা। যে ম্যাচই খেলতে নামি না কেন, তা যেন জেতাতে পারি। যে কোনও পরিস্থিতিতে নেমে ভালো খেলার চেষ্টা করি।’
আরও পড়ুন: IPL 2022: মাঠে জবাব দিলেন স্বামী, গ্যালারিতে উচ্ছ্বাস স্ত্রীর