IPL 2022: সামালোচকদের জবাব দিলেন জাড্ডু

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে জাদেজার চেন্নাই সুপার কিংস। তিনটি ম্যাচেই হারতে হয়েছে গতবারের চ্যাম্পিয়নদের। লিগ টেবলি নয় নম্বরে আছে তারা।

IPL 2022: সামালোচকদের জবাব দিলেন জাড্ডু
ধোনিতে পূর্ণ আস্থা জাদেজার। Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2022 | 9:10 PM

মুম্বই: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) নাকি রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) নেতা কে? ক্রিকেট মহলে এই নিয়ে প্রশ্নের শেষ নেই। আইপিএল (IPL 2022) শুরুর আগে ক্রিকেট মহলকে চমকে দিয়ে চেন্নাই সুপার কিংসের নেতার পদ ছেড়েছিলেন মাহি। নতুন অধিনায়ক হিসেবে রবীন্দ্র জাদেজার নাম ঘোষণা করে সিএসকে। ক্রিকেটমহলের মনে হয়েছিল, আইপিএল থেকে অবসর নেওয়ার আগে চেন্নাইয়ের নতুন অধিনায়কেও তৈরি করে দিয়ে যেতে চান ধোনি। কিন্তু মাঠে ছবিটা একটু অন্য। রবীন্দ্র জাদেজা টস করছেন। কিন্তু, গোটা ম্যাচে অধিনায়কত্ব করছেন ধোনি। অনন্ত টিভির পর্দায় ম্যাচ দেখে সেটাই মনে হয়েছে ক্রিকেট মহলের। এই নিয়ে ধোনির সমালোচনাও হয়েছে বিস্তর। অনেকেই বলেছেন নতুন অধিনায়ককে দায়িত্বে দিয়ে ধোনি পেছন থেকে দল চালাচ্ছেন। জাদেজা অধিনায়কত্ব করার সুযোগ না দিলে তিনি শিখবেন কি ভাবে? কেউ কেউ আবার বলতে শুরু করেন, জাদেজা যোগ্য অধিনায়ক নন, তাই ভরসা করেও তাঁর ওপর দলের দায়িত্ব ছাড়তে পারছেন না ধোনি।

একদিকে যখন এমন গুঞ্জন চলছে, তখন আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পারফরম্যান্সও তলানিতে। একটাও ম্যাচ জেতেনি তারা। এমন অবস্থায় মুখ মুখলেন অধিনায়ক জাদেজা। সমালোচনার জবাব দিলেন তিনি। “আমি বাউন্ডারিতে ফিল্ডিং করি। তাই বোলারের সঙ্গে যোগাযোগ রাখাটা সহজ নয়। তাই মাহি ভাই তাঁর ইনপুট বোলারকে দিতে থাকে। মাহি ভাইয়ের অনেক অভিজ্ঞতা, তাই আমাদের অন্যদিকে তাকানোর প্রয়োজন নেই। ও একজন লেজেন্ড, অনেক বছর অধিনায়কত্ব করেছে। আমারা ধন্য যে ও আমাদের সঙ্গে আছে।” নিজেদের পারফরম্যান্স নিয়েও জবাব দিয়েছেন জাড্ডু, “টি-২০ ক্রিকেটে একটা ম্যাচ সবকিছু বদলে দিতে পারে। আমরা সেই জয়টার খোঁজেই আছি। আমাদের কাউকে কিছু জবাব দেওয়ার নেই। ওরা (সামালোচক) ওদের কাজ করছে। আমারা আমাদের কাজ করছি। আশা করছি আমাদের পরিশ্রমের ফল পাব।”

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে জাদেজার চেন্নাই সুপার কিংস। তিনটি ম্যাচেই হারতে হয়েছে গতবারের চ্যাম্পিয়নদের। লিগ টেবলি নয় নম্বরে আছে তারা। জয় চাই। পয়েন্ট চাই। আগামী কয়েকটা ম্যাচে জয় না পেলে দশ দলের লিগে প্লে-অফে যাওয়ার অঙ্কটা কঠিন হয়ে যাবে। সেটা ভালোই বুঝতে পারছে চেন্নাই শিবির। আগামী শনিবার লিগ তালিকার সব থেকে নীচে থাকা দল সানরাইজার্স হায়দরাবাদের (SRH) মুখোমুখি হবে চেন্নাই।

আরও পড়ুন : IPL 2022: মাঠে জবাব দিলেন স্বামী, গ্যালারিতে উচ্ছ্বাস স্ত্রীর