IPL 2022: মাঠে জবাব দিলেন স্বামী, গ্যালারিতে উচ্ছ্বাস স্ত্রীর

Yuzvendra Chahal: ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে এ বারের আইপিএলে পার্পল ক্যাপের দৌড়ে আছেন চাহাল।

IPL 2022: মাঠে জবাব দিলেন স্বামী, গ্যালারিতে উচ্ছ্বাস স্ত্রীর
মুখে নয় ,জবাব বল হাতে Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2022 | 8:21 PM

মুম্বই: যাদের হয়ে দশটা বছর খেলেছেন সেই দল তাঁকে আর রাখেইনি। এমন নয় যে তাঁর পারফরম্যান্স ছিল না। তা সত্ত্বেও তাঁকে রিটেইন করা হয়নি। নিলামে তাঁর জন্য ঝাঁপায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। মনে ক্ষোভ ছিল যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)। এ বারের আইপিএল (IPL 2022) শুরুর আগে নিজের ক্ষোভটা হালকা ভাবে বলেও ফেলেছিলেন। পরে নিজেকে সামলে নেন। জবাব দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন বল আর পারফরম্যান্স। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) জার্সিতে মাঠে নেমে নিজেকে প্রমাণ করছেন প্রথম ম্যাচ থেকেই। বাকি ছিল রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হওয়া। মঙ্গলবার সেই সুযোগটাও চলে আসে চাহালের সামনে। ইউজির দল জিততে পারেনি। কিন্তু চাহাল এটা প্রমান করে দিয়েছেন, তিনি পারেন উইকেট নিতে। ম্যাচের রং বদলে দিতে। যেমনটা দিয়েছিলেন গতকাল। বিরাটকে (Virat Kohli) রান আউট করা হোক বা তার পরের বলেই ডেভিড উইলির উইকেট উড়িয়ে দেওয়া, রাজস্থানের পিঙ্ক জার্সিতে চাহাল সুপার হিট।

চার ওভার বোলিং করে ১৫ রান দিয়ে ২টি উইকেট। সঙ্গে অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে পার্টনারশিপে বিরাটকে রান আউট করা। ইউজির পারফরম্যান্সে উচ্ছ্বসিত তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মাও। স্বামী মাঠে নেমে পারফর্ম করলেন আর গ্যালারিতে বসে স্বামীর জন্য গলা ফাটিয়ে গেলেন স্ত্রী। সেই ছবিটাই দেখল ডিওয়াই পাটিল স্টেডিয়াম। ডেভিড উইলিকে বোল্ড করার পর চাহালের সেলিব্রেশনের মাঝেই ধনশ্রীর সেলিব্রেশনের দিকে ফোকাস করেছিল টিভি ক্যামেরা। ধনশ্রীর উচ্ছ্বাস ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ম্যাচটা জিততে পারলে হয়তো সোনায় সোহাগা হতে পারত। কিন্তু ম্যাচ জিততে না পারলেও স্বামী চালাহ জবাব দিতে পেরেছেন। এতেই খুশি ধনশ্রী।

৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে এ বারের আইপিএলে পার্পল ক্যাপের দৌড়ে আছেন চাহাল। এখনও গোটা মরসুম বাকি। চাহালের দল রাজস্থান রয়্যালসকে নিয়েও এ বার ভালো ফলের আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাই চাহালও সুযোগ পাবেন অনেকটা এগিয়ে যাওয়ার। আইপিএলের ভালো পারফরম্যান্স বছর শেষের টি-২০ বিশ্বকাপের দলে জায়গাটা পাকা করে দিতে পারে চাহালকে। তাই বদলার আগুন দমিয়ে রেখে বিশ্বকাপের জাতীয় দলে সুযোগ পাওয়ার লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চান যুজবেন্দ্র চাহাল।

আরও পড়ুন : Narinder Batra: নরিন্দর বাত্রার বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্তে সিবিআই