IPL 2023 New Rules: দুটি প্লেয়িং ইলেভেন, টসের পর একাদশ বদলের সুযোগ! আইপিএলের নয়া নিয়ম
আইপিএলে ফিরছে হোম-অ্যাওয়ে ফরম্যাট। এছাড়াও কোটিপতি লিগের একঝাঁক নিয়মে বদল আসছে।

কলকাতা: নতুন আঙ্গিকে ২০২৩ আইপিএল (IPL 2023)। হোম-অ্যাওয়ে ফরম্যাট ফিরছে ১৬তম সংস্করণে। তার সঙ্গে একগুচ্ছ নিয়মে আসছে বদল (IPL New Rules)। ৩১ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলের সময় যখন টস করতে মাঠে নামবেন দুটি দলের ক্যাপ্টেন তখন তাঁদের কাছে দুটি প্লেয়িং ইলেভেন থাকবে। টসের পর একাদশ ঘোষণা করতে পারবেন ক্যাপ্টেনরা। আগে টসের সময়ই প্লেয়িং ইলেভেনের শিট দেওয়ার নিয়ম ছিল। এখন থেকে ব্যাটিং বা বোলিং টসের পরের পরিস্থিতি বুঝে একাদশে পরিবর্তন করা যাবে। এই নিয়মে ইমপ্যাক্ট খেলোয়াড়দের বেছে নেওয়ার সুযোগ পাবেন ক্যাপ্টেনরা। প্রথম ইনিংসে একাদশে না থাকা ক্রিকেটারও মাঠে নামতে পারবেন পরের ইনিংসে। এভাবেই ক্যাপ্টেনরা বেছে নেবেন ইমপ্যাক্ট প্লেয়ার। বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।
‘ইমপ্যাক্ট সাবস্টিটিউশন’-এর নিয়মের ঘোষণা আগেই করা হয়েছিল। যেখানে একজন ইমপ্যাক্ট প্লেয়ারকে পাঁচজন নির্ধারিত ক্রিকেটারের সাবস্টিটিউট হিসেবে মাঠে নামানো যাবে। তাঁকেই বলা হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার। এছাড়া থাকছে পেনাল্টি ওভার এবং পেনাল্টি রান। নির্ধারিত সময়ের মধ্যে পুরো ওভার বল করতে না পারলে প্রতি ওভারে ৩০ গজের বাইরে পাঁচজনের পরিবর্তে কেবলমাত্র চার ফিল্ডার রাখতে হবে অধিনায়ককে। এতে ব্যাটিং দল সুবিধা পাবে। আগে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ওভার শেষ করতে না পারলে জরিমানার মুখে পড়তে হত ক্যাপ্টেনকে। উইকেটকিপার বা ফিল্ডার খারাপ আচরণ, নিয়ম বর্হিভূতভাবে নড়াচড়া করলে বলটি ডেডবল ঘোষণা করা হবে এবং ব্যাটিং সাইড অতিরিক্ত পাঁচ রান পেয়ে যাবে। ৩১ মার্চ প্রথম ম্যাচ গুজরাট জায়ান্টস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে। ওই ম্যাচ থেকেই নতুন নিয়ম শুরু হয়ে যাবে।
আইপিএলের আগেই দক্ষিণ আফ্রিকার এসএ টি-২০ লিগে উপরোক্ত নিয়মগুলি চালু করা হয়েছে। দুটি টিমকে টসের পর প্লেয়িং ইলেভেন বেছে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। টসের পর একাদশে ঘোষণার পর ১৩ জনের নাম রাখা যাবে। ১১ জন যাঁরা মাঠে নেমে খেলবেন এবং দু’জন ইমপ্যাক্ট প্লেয়ার।





