RCB vs CSK Playing XI, IPL 2024: টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত CSK-র, পাওয়ার প্লে পরীক্ষা আরসিবির
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings Playing XI in Bengali: চেন্নাই সুপার কিংস অধিনায়ক টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ফলে আরসিবির কাছে প্রথম কয়েক ওভার ব্যাটিং খুবই চাপের। জাতীয় দলের খেলা থাকায় দেশে ফিরেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি। টিম সম্পর্কে ঋতুরাজ জানালেন, মইন আলির পরিবর্তে মিচেল স্যান্টনার টিমে। এই পরিবর্তনটাই যেন প্রত্যাশিত ছিল। তেমনই ঋতুরাজ আরও জানান, এই মাঠে রান তাড়া করাই পছন্দের।
চিন্নাস্বামীতে বরাবরই নায়ক বিরাট কোহলি। কিন্তু মহেন্দ্র সিং ধোনিও যদি মাঠে থাকেন? আবেগটা যেন ভাগ হয়ে যায়। বৃষ্টির ভ্রকুটি ছিল, রয়েছে। তবে কভার সরতেই সব ফিলগুড মুহূর্ত। সন্ধে ৬.৩৫ নাগাদ মাঠে ঢোকেন মহেন্দ্র সিং ধোনি। গ্যালারির গর্জন ক্রমশ বাড়তে থাকে। তেমনই আরসিবির মরণ বাঁচন ম্যাচের আগে দেখা যায় সতীর্থদের পেপ টক দিচ্ছেন বিরাট কোহলি। এমন পরিস্থিতিতে দলকে উদ্দীপ্ত করার জন্য, তাঁর চেয়ে সেরা বিকল্প কে হতে পারে?
ওয়ার্ম আপে মাহির ফুটবল খেলা, বিরাটের নকিং। সবই যেন আকর্ষণ। পিচ রিপোর্টে দীপ দাশগুপ্ত জানান, শক্ত পিচ। সামান্য আর্দ্রতা রয়েছে। বৃষ্টি না হলে এই পিচে রানের বন্য বইবে। চিন্নাস্বামীতে এমনটাই মূলত দেখা যায়। তার উপর উইকেটের পিছনের বাউন্ডারি ৬০ মিটারেরও কম। ছোট মাঠে বড় রানের খেলা হবে এমনই প্রত্যাশা। বোলারদের জন্য কঠিন পরীক্ষা।
চেন্নাই সুপার কিংস অধিনায়ক টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ফলে আরসিবির কাছে প্রথম কয়েক ওভার ব্যাটিং খুবই চাপের। জাতীয় দলের খেলা থাকায় দেশে ফিরেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি। টিম সম্পর্কে ঋতুরাজ জানালেন, মইন আলির পরিবর্তে মিচেল স্যান্টনার টিমে। এই পরিবর্তনটাই যেন প্রত্যাশিত ছিল। তেমনই ঋতুরাজ আরও জানান, এই মাঠে রান তাড়া করাই পছন্দের।
আরসিবি: বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, রজত পাতিদার, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক, মহীপাল লোমরোর, যশ দয়াল, করণ শর্মা, মহম্মদ সিরাজ, লকি ফার্গুসন,
ইমপ্যাক্ট পরিবর্ত: স্বপ্নিল সিং, অনুজ রাওয়াত, সূয়াশ প্রভুদেশাই, বিজয়কুমার বিশাখ, হিমাংশু শর্মা
চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, শার্দূল ঠাকুর, মহেশ থিকসানা, তুষার দেশপান্ডে, সিমরজিৎ সিং
ইমপ্যাক্ট পরিবর্ত: শিবম দুবে, সমীর রিজভি, প্রশান্ত সোলাঙ্কি, অজয় মন্ডল, মুকেশ চৌধুরি