প্রথম দল হিসেবে এ বারের আইপিএলে প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে বৃষ্টিবিঘ্নিত থ্রিলার জিতেছিল নাইটরা। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ওভারে অনবদ্য বোলিং করেন হর্ষিত রানা। আরও একটা ম্যাচ উইনিং পারফরম্যান্স তাঁর। এরপরই প্লে-অফ নিশ্চিত হয়ে যায়। কেকেআরের কার্যত প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত। আজকের ম্যাচ জিতলে শীর্ষস্থানও মজবুত হবে। লক্ষ্য সেটাই।
প্লে-অফ নিশ্চিত হওয়ায় কি পরীক্ষার পথে হাঁটবে কলকাতা নাইট রাইডার্স? এই প্রশ্নে দু-রকম পরিস্থিতিই খোলা রয়েছে। কলকাতা নাইট রাইডার্সে এ মরসুমে সবচেয়ে বড় ইতিবাচক দিক ওপেনিং জুটির পারফরম্যান্স। অথচ মরসুমের শুরুতে এই অঙ্কটাই ছিল না। কেকেআরে দীর্ঘ সময়ের সমস্যা ছিল ওপেনিং জুটি। গত দু-মরসুমে একঝাঁক কম্বিনেশন দেখা হয়েছিল। এ মরসুমের শুরু থেকে ওপেনিংয়ে একটাই কম্বিনেশন।
সুনীল নারিন ও ফিল সল্ট কার্যত প্রতি ম্যাচেই কেকেআরকে বিধ্বংসী স্টার্ট দিয়েছে। নিলামে দলই পাননি সল্ট। ইংল্যান্ডের ওপেনার জেসন রয় শেষ মুহূর্তে আইপিএল থেকে নাম তুলে নেওয়ায় সল্টকে নেয় কেকেআর। প্রস্তুতি ম্যাচে ভালো খেলে মূল দলে জায়গা করে নেন ইংল্যান্ডের কিপার-ব্যাটার। এ মরসুমে সুযোগই পাননি কেকেআরের আর এক বিদেশি কিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে ফিল সল্টকে। তেমনই কম্বিনেশনেও বেশ কিছু বদল দেখা যেতে পারে। বিশেষ করে ব্যাটিং অর্ডারে। এ মরসুমে খুব বেশি ব্যাটিংয়ের সুযোগ পাননি রিঙ্কু সিং। আমেদাবাদে গত ম্যাচে ব্যাটিং সহায়ক পিচ দেখা গিয়েছে। এই মাঠে রিঙ্কুকে ব্যাটিং অর্ডারে উপরে আনা হতে পারে। প্লে-অফের আগে তাঁর চূড়ান্ত আত্মবিশ্বাস খুঁজে পাওয়া খুবই জরুরি।