মরসুমের প্রথম হোম ম্যাচে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষর চেয়েও বেশি মাথাব্যথার কারণ যেন ওয়াংখেড়ের গ্যালারি। সেটা শুধুই কি ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার জন্য? পরিস্থিতি তেমনই। এই ম্যাচের আগে স্থানীয় সংবাদ মাধ্যম দাবি করেছিল, সমর্থকরা যাতে হার্দিককে বিদ্রুপ না করেন, এর জন্য নিরাপত্তা কড়া হচ্ছে! যদিও মুম্বই ক্রিকেট সংস্থা পরিষ্কার করে দিয়েছে, এ সবই জল্পনা। হার্দিক পান্ডিয়া আজ ঘরের মাঠে মুম্বই ক্যাপ্টেন হিসেবেও নামছেন, আবার সমর্থকদের প্রতিপক্ষ হয়েও।
মরসুমের শুরু থেকেই হার্দিককে নিয়ে ক্ষুব্ধ মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরা। পাঁচ বার আইপিএল জেতানো রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরানো ভালো ভাবে নিতে পারেননি সমর্থকরা। প্রথম দুই অ্যাওয়ে ম্যাচ হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। সমর্থকদের মন জিততে পারেননি হার্দিক পান্ডিয়া। ম্যাচের অনেকটা সময় তাঁকে বিদ্রুপ করা হয়েছে। এর শেষ কোথায়, সকলের কাছেই যেন ধোঁয়াশা। হার্দিকের কাছে এটাই যেন সেরা সুযোগ। ঘরের মাঠে ম্যাচ জিতে এবং ব্যক্তিগত ভাবে একটা দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিতে পারেন হার্দিক পান্ডিয়া। কাজটা সহজ নয়, আবার কঠিনও নয়।
সমর্থকরা টিমকে ভালো বাসেন। টিম ভালো পারফর্ম করলে এবং ক্যাপ্টেন যদি সামনে থেকে নেতৃত্ব দেন, মন ভরবেই। হারের হ্যাটট্রিক আটকে সেই কাজটা করতে পারেন হার্দিক। ঘরের মাঠে আজ মুম্বইয়ের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। টানা দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর রাজস্থান। তবে এটি তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ। গত দু-ম্যাচের সাফল্য ভুলে শূন্য় থেকেই শুরু করতে হবে সঞ্জু স্যামসনদের।
Ek picture toh banta hai 📸#MumbaiMeriJaan #MumbaiIndians | @ImRo45 pic.twitter.com/mTtfIeSd2N
— Mumbai Indians (@mipaltan) March 31, 2024
রাজস্থান রয়্যালসের জন্য ইতিবাচক দিক, গত দুই ম্যাচেই মিলিত পারফরম্যান্স দেখা গিয়েছে। সঞ্জু অনবদ্য পারফর্ম করেছেন, আবার রিয়ান পরাগ। যশস্বী প্রথম দু-ম্যাচে নিজের ফর্মের প্রতি সুবিচার করতে না পারলেও ওয়াংখেড়ের ব্যাটিং স্বর্গে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। বোলিংয়ে ট্রেন্ট বোল্ট, নান্দ্রে বার্গার, সন্দীপ শর্মারা রয়েছে। ভুললে চলবে না অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনের কথাও। হারের হ্যাটট্রিক, জয়ের হ্যাটট্রিক, রোহিত ও হার্দিক, রোহিত বনাম হার্দিক, অনেক বিষয়েই যেন নজর।